কোন কাজই ছোট নয়

in আমার বাংলা ব্লগ10 hours ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

fisherman-9067417_1280.jpg

source

জীবনের প্রতিটি কাজই সম্মানজনক, যদি তা সততা, পরিশ্রম আর নিষ্ঠার সাথে করা হয়। সমাজে অনেকেই কিছু পেশাকে তুচ্ছ বা ছোট মনে করে, অথচ সেইসব পেশার মানুষগুলোর ঘামে ভিজে থাকে আমাদের প্রতিদিনের খাবার টেবিল। এমনই এক শ্রেণির মানুষ হলো জেলে। যারা নদী, সাগর বা হাওরে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মাছ ধরে আমাদের আহার জোগায়।

জেলেদের জীবনটা সহজ নয়। ভোর হতেই তারা রওনা হয় নদীর পাড়ে, কখনো ভাটির দিকে, কখনো গভীর জলে। ছোট ছোট নৌকা, এক টুকরো জাল, আর এক বুক আশা নিয়ে তারা ভেসে চলে। বৃষ্টি, রোদ, ঝড় কিংবা তুফান, কোনো কিছুই তাদের থামাতে পারে না। কারণ তারা জানে, মাছ ধরতে পারলেই বাড়িতে খাবার যাবে, সন্তানের মুখে হাসি ফুটবে।

তাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই। মাঝরাতেও অনেক সময় মাছ ধরতে হয়, কারণ তখন মাছ ধরা বেশি হয়। হাত-পা কাঁটা পড়ে জালে, কখনো ঠান্ডা পানিতে কষ্ট হয় শরীরে। কিন্তু তবু তারা ফিরে যায় না, হাল ছাড়ে না। কারণ তারা জানে, এই কাজই তাদের জীবিকা।আসলে, মাছ ধরা শুধু একটি পেশা নয়, এটি একটি সংগ্রাম। জেলেরা প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে। কখনো নদীর স্রোত তীব্র হয়, কখনো ঢেউ আছড়ে পড়ে নৌকার উপর। তবুও তারা নীরবে লড়াই করে চলে, কোনোরকম বিলাসিতা ছাড়াই।

আমরা যখন বাজারে টাটকা মাছ দেখে খুশি হই, তখন মনে রাখা উচিত,এই মাছটা কারো কষ্টের ফসল। সেই কষ্ট লুকিয়ে থাকে জাল ফেলার মুহূর্তে, নৌকা বেয়ে যাওয়ার ক্লান্তিতে, কিংবা নদীর তীব্র স্রোতের ভয়েও। তাই একজন জেলের প্রতি সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব।

এই সমাজে কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ আবার জেলে,সবাই মিলে একটি সুন্দর কাঠামো গড়ে তোলে। কোনো কাজই ছোট নয়, যদি তা নিষ্ঠা ও সততার সাথে করা হয়। জেলেরা আমাদের জন্য যা করে, তা কোনো অংশে কম নয়। বরং তারা প্রকৃত পরিশ্রমী মানুষের প্রতীক।

তাই আসুন, পেশা দেখে কাউকে ছোট না করে তার কাজের পেছনের গল্পটাকে সম্মান করি। একজন জেলের জীবন হয়তো কষ্টে ভরা, কিন্তু তার অবদান অমূল্য। তার হাতে ধরা মাছ শুধু আহার নয়,তা জীবন বাঁচায়, তা কর্মের সম্মান বহন করে। সত্যিই, কোনো কাজই ছোট নয়।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.