সুন্দর প্রকৃতি এবং সবাই মিলে আড্ডা দেওয়ার মুহূর্ত।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৬ সেপ্টেম্বর, শনিবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ক্রিয়েটিভিটির পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। মাঝে মাঝে নিজের ভালোলাগা খারাপ লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে বন্ধুদের সাথে সুন্দর সুন্দর সময় কাটানো হয়। সুন্দর একটি সময় কাটানোর কিছুটা মুহূর্ত আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমরা এখন ষষ্ঠ পর্বের স্টুডেন্ট। এই বছরটায় আমরা সবাই একসাথে আছি। তারপর যে যার মত আলাদা পথে চলে যাব। কারো সাথে হয়তো যোগাযোগ থাকবে আমার কারো সাথে যোগাযোগ থাকবে না। এজন্য আমরা ক্লোস কয়েকজন বন্ধু বান্ধবের মিলে একদিন আড্ডা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।বেশ কিছুদিন ধরেই যাব যাব ভাবছিলাম।
ভেবেছিলাম সুন্দর নিরিবিলি কোন জায়গায় একটু সময় কাটাবো সবাই মিলে। সেজন্য আমরা সবাই মিলে নদীয়া রেস্টুরেন্ট ঠিক করি। এই রেস্টুরেন্টে আমি অনেকবার গিয়েছি। জায়গাটা যেমন সুন্দর তেমন উপভোগ্য। এখানকার খাবার গুলোও বেশ সুস্বাদু। সব থেকে বেশি ভালো লাগে রেস্টুরেন্টে নদীর একেবারে ধারে অবস্থিত। এখানে বসে এক কাপ চা হাতে নিমেষেই সময় কাটিয়ে দেওয়া যায়।
সাথে যদি আরো বন্ধু বান্ধবী থেকে থাকে তাহলে তো কথাই নেই। তারপর আমরা অনেক কিছু ভেবে ৪ তারিখ বৃহস্পতিবার যাওয়ার ডেট ফিক্স করেছিলাম। আমরা চারটা নাগাদ সবাই রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে সবাই মিলে যোনি আড্ডা দিয়েছিলাম। সবাই মিলে এরকম সুন্দর প্রকৃতির সাথে বসে কিছুটা মুহূর্ত কাটাতে অসম্ভব ভালো লাগছিল।
সেদিনের আবহাওয়াটাও ছিল দারুন। যখন রেস্টুরেন্টের ছাদ থেকে ওই দূরে তাকিয়ে ছিলাম। তখন যেন মনে হচ্ছে এটা স্বপ্নের দেশ। কত টাইমে সুন্দর লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। দূর থেকে একটি নৌকা ভেসে আসছিলো যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। নদীতে অনেক স্রোত ছিল। এ সময় তো নদী একদম ভরা থাকে আর থাকে প্রবল স্রোত। এ সময় নৌকায় উঠতেও ভীষণ ভালো। ভেবেছিলাম আমরা সকলে মিলে নৌকায় উঠবো কিন্তু আমাদের মধ্যে থাকা একজন ফ্রেন্ড নৌকায় উঠতে খুবই ভয় পাই। সেজন্য আর ওঠা হলো না।
আমরা সকলে মিলে সেখানে মজার মজার খাবার খেলাম এবং অনেক বিষয় নিয়ে দারুণ আড্ডা দিলাম। অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে রেখেছি। আমরা সেখানকার খাবারের মধ্যে নাচোস, কোল্ড ড্রিংকস, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাওমিন এ সকল খাবার ট্রাই করেছিলাম। আসলে সকলের সামনে থাকায় খাবারের ফটোগ্রাফি গুলো আমি ক্যাপচার করতে পারিনি।
বেশ অনেকদিন বাদে সবাই মিলে এরকম জমিয়ে আড্ডা দেওয়া হল। পরিবেশটাও যেন আমাদের সাথে তাল মিলিয়ে আড্ডা দিচ্ছিল। এই রেস্টুরেন্টের ছাদ থেকে যতবার আমি প্রকৃতির দিকে তাকিয়েছি ততবার যেন মুগ্ধ হয়েছি। এভাবেই দীর্ঘ সময় কাটিয়েছিলাম সবাই মিলে। আমরা সেখানে দুই ঘন্টা মত সময় কাটিয়েছিলাম। তারপর যে যার গন্তব্যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
জীবনে আমরা কোথায় কে থাকবো সেটা জানা। তবে এই স্মৃতিগুলো কোন এক পুরনো অ্যালবামে থাকবে। এই যে কত শত ছবি তুলে রেখেছি। এগুলো দেখে হয়তো কোন একদিন বলব ইস দিনটা কথায় না সুন্দর ছিল। এটাই হয়তো ভালোলাগা। এরকম মুহূর্ত সবার সাথে কাটাতে পেরেও ভীষণ ভালো লাগে।এরকম মুহূর্ত জীবনে বারবার ফিরে আসুক।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1964773333129736668?t=T6pZdYlXoC3d0TnvmYVQkw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1964773758377607604?t=9MpNsM2hR7OTu8eIjGJcRw&s=19