ইচ্ছের পরিবর্তন।

in আমার বাংলা ব্লগyesterday

আমি @rahimakhatun
from Bangladesh

২৩ শ্রাবন ১৪৩২

৭ আগষ্ট ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

arrow-9680464_1280.jpg

source

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি,আমি আজকে আপনাদের সাথে আবল তাবল কাহিনি হাজির হয়েছি।

ইচ্ছে এমন একটা জিনিস যা বয়সের সাথে সাথে পরিবর্তন হয়।আমি মাঝে মাঝে আনমনে ভাবি আগে কি কি চাইতাম আর এখন কি চাই।ছোট বেলার চাহিদার কিংবা ইচ্ছের সাথে এখন কোন মিল নেই।

এই যেমন যখন কেবল স্কুলে ভর্তি হলাম তখন ইচ্ছে ছিলো ইশ যদি বাবার কাছ থেকে টাকা পেতাম তাহলে বাহিরের চকলেট চিপস কিংবা ঝালমুড়ি খেতে পারতাম।স্কুলে ২ টাকা নিয়ে আসার চেয়ে দুনিয়াতে আর কি কি আছে।যখন একটু তখন মনে হতো ইশ যদি অনেক অনেক খেলনা পেতাম তাহলে মন ভরতো।সমবয়সী কারো কাছে কোন খেলনা দেখলে মনে বেশ ইচ্ছে করতো যদি খেলনা পেতাম।

কিংবা মেলাতে নতুন নতুন খেলনা দেখলে।মনে বেশ ইচ্ছে হতো যদি সবগুলো খেলনা নিয়ে বাসায় খেলতে পারতাম।আগে ছোট ছোট আলমারি,বিভিন্ন রকমের হাড়ি পাতিল আরো কত কি।আমার মনে আছে ছোট বেলায় আমি একবার আমার কাকার সাথে মেলায় গিয়েছিলাম।তখন মা আমাকে ২ টাকা দিয়েছিলো মেলা থেকে কিছু কেনার জন্য।আমার জীবনে ছিলো সেইদিন প্রথম মেলার যাওয়া।

কি যে ভীড় ছিলো পুরো মেলা জুরে ২ টাকা দিয়ে পছন্দ মত কিছুই পেলাম না,পরে সেই দুইটাকা আবার মায়ের কাছে ফেরত দিয়েছি হা হা।তারপর যখন একটু বড় হলাম তখন ছিলো কসমেটিক এর প্রতি আর্কষণ। কানের দুল টিপ সংগ্রহ করা ছিলো নেশা।কিন্তু বেশি কিনতে পারতাম না কারন মা তেমন কিনতে দিতো না।

তারপর যখন ভার্সিটিতে উঠলাম তখন জামা, ব্যাগ,জুতা এগুলো কিনতে বেশ ভালো লাগতো। কসমেটিক ও কিনতে মন চাইতো কিন্তু কিছুটা পরিবর্তন। আর এখন বিয়ের পর ইচ্ছে গুলো পরিবর্তন হয়ে ঘরের জন্য কোন জিনিস টা কিনলে ভালো লাগবে এই নিয়ে চিন্তা।


মার্কেট ঘুরে ঘুরে খুঁজ করতাম কোথায় কি আছে কমে কিনা যাবে। হাত খরচের টাকা জমিয়ে জমিয়ে কিনেছি অনেক কিছু। এখন ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর এখন যে কি শখ নিজেও জানি না।কখনও মনে হয় মেয়ের জন্য এটা কিনি আর না হয় ছেলের জন্য ঐটা কিনি।


হয়তো আরো বয়স হলে তখন ঔষধ কেনার ইচ্ছে করবে।কোনটা খেলে ভালো লাগবে কোনটা খেলে স্বস্তি পাবো তাই নিয়ে চিন্তা। তারপর হয়তো মনে হবে ভালো ভাবে মৃত্যুর পরিকল্পনা।প্রত্যকটি মানুষেরই লাইফস্টাইল কিছুটা পরিবর্তন হলেও হয়তো অনেকটা এক রকম।প্রতিটি মানুষেরই বয়সের সাথে সাথে পরিবর্তন হয় ইচ্ছের আর শখের।



যাই হোক দিন শেষে আমাদের উচিত ভালো মানুষ হওয়া ভালো ভালো ইচ্ছে পূরন করা।আজ আর নয় আবার এসব নতুন কিছু নিয়ে আপনাদের সাথে।