জেনারেল রাইটিং: অন্যের অন্ধকারে প্রদীপ জ্বালানোই প্রকৃত মানবতা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ০৯ ই অক্টোবর ২০২৫ ইং
অন্যের অন্ধকারে প্রদীপ জ্বালানোই মানবতা।মানবতা শব্দটি শুনতে যত সহজ, এর অর্থ ঠিক তত গভীর। মানুষ হিসেবে আমাদের আসল পরিচয় শুধু নাম বা পরিচয়ে নয়, বরং আমাদের কাজ ও আচরণের মধ্যেই প্রকাশ পায়। আমরা তখনই সত্যিকার অর্থে মানুষ, যখন অন্যের কষ্ট বুঝতে পারি, অন্যের চোখের জল মুছে দিতে পারি, আর কারও জীবনের অন্ধকারে একটু আলো দিতে পারি।
পৃথিবীতে সবাই নিজের মতো করে সংগ্রাম করে বাঁচে। কারও জীবনে সুখ একটু বেশি, কারও জীবনে দুঃখ একটু বেশি। কিন্তু আমরা যদি কেবল নিজের আনন্দেই ডুবে থাকি, আর আশেপাশের মানুষের কষ্ট উপেক্ষা করি, তবে সেই জীবন পূর্ণ হয় না। মানুষ একা বাঁচার জন্য নয়; মানুষ সৃষ্টি হয়েছে সমাজে, সম্পর্কের বন্ধনে, পরস্পরের প্রতি দায়বদ্ধতায়। তাই অন্যের অন্ধকারে প্রদীপ জ্বালানো মানে কেবল সাহায্য নয়, এটি মানবতার এক নিঃস্বার্থ প্রতীক।
একজন দরিদ্র ছাত্রের হাতে বই তুলে দেওয়া, কোনো বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করা, বা কোনো অসহায়ের মুখে একবেলা খাবার তুলে দেওয়া এই ক্ষুদ্র কাজগুলোই মানবতার সবচেয়ে বড় উদাহরণ। সমাজে আলো ছড়ানো মানে সবসময় বড় কিছু করা নয়; কখনও কখনও একটিমাত্র হাসিও কারও জীবনে আশার আলো হয়ে জ্বলে ওঠে।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নীরবে কষ্ট পায়, কিন্তু কেউ খোঁজ নেয় না। আমরা যদি একটু মনোযোগ দিই, একটু সহানুভূতি দেখাই, তাহলে সেই মানুষগুলোর জীবনে নতুন দিনের সূচনা হতে পারে। মনে রাখতে হবে, তোমার একটি ছোট পদক্ষেপও কারও জন্য আশার প্রদীপ হতে পারে।মানবতা শেখায় নিজের সুখে নয়, অন্যের মুখে হাসি ফোটাতে শেখো।
সমাজ তখনই এগিয়ে যায়, যখন মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, বিপদে সাহায্যের হাত বাড়ায়। নিজের অর্জন, সম্পদ বা জ্ঞান তখনই মূল্যবান হয়, যখন তা দিয়ে তুমি কারও জীবন আলোকিত করতে পারো।শেষ পর্যন্ত আমাদের সকলেরই একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, কিন্তু চলে যাওয়ার আগে যদি নিজের আলো দিয়ে কয়েকটি হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়ে যেতে পারি।
তাই আসুন, আমরা সবাই মিলে মানবতার পথে হাঁটি, ভালোবাসা ছড়াই, দুঃখ ভাগ করি, আর যেখানে অন্ধকার দেখি সেখানে আলোর প্রদীপ জ্বালাই। কারণ সত্যিই, অন্যের অন্ধকারে প্রদীপ জ্বালানোই মানবতা।
সবাইকে ধন্যবাদ ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://x.com/Riyadx2P/status/1976334517330903415?s=19