বৃষ্টির পানিতে ভাসছে ঢাকার আশুলিয়া—
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
নিজ জন্মভূমি ছেড়ে বর্তমান কর্মসূত্রে অবস্থান করতেছি ঢাকার আশুলিয়া শহরের। তবে আজকে যেটা বাইপাইল এর অবস্থা দেখলাম সেটা সত্যিকার অর্থেই অনেক বেশি শোচনীয়। বর্তমান ঢাকা শহর জুড়ে বৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তবে এই বৃষ্টি চলছে দীর্ঘদিন থেকেই। কিন্তু আজকের বৃষ্টির পরিমাণ অনেক বেশি। স্বাভাবিকভাবেই বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আশুলিয়া শহরের প্রত্যেকটা জায়গায় বৃষ্টির পানি জমে গেছে।
যার ফলে মানুষ অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছে। সব থেকে বেশি বিপাকে পড়েছে যারা কর্মজীবী মানুষ তথা যাঁরা চাকরি করে। নির্দিষ্ট টাইম এর মধ্যে অফিসে পৌঁছাতে হয়। ঠিক সে কারণেই এরকম পানিময় রাস্তা পাড়ি দিয়ে অফিসে সঠিক সময়ে পৌঁছানোটা অনেক বেশি কষ্টকর। এটার কারণটা হলো আমি নিজেও যখন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে আসার জন্য ফ্রেশ হয়েছিলাম এবং রুম থেকে বের হয়েছিলাম তখনই এটা অনুভব করছিলাম।
সবথেকে বেশি করুণ অবস্থা হয়েছে জামগড়া থেকে বাইপাইল পর্যন্ত। বিশেষ করে ঢাকা রপ্তানিতে এবং ইউনিক অঞ্চলে পানির পরিমাণ অনেক বেশি। রাস্তা দিয়ে আসার সময় এমন কিছু কিছু জায়গা দেখলাম যে বেশ কিছু বাস এবং ট্রাক উল্টে গেছে। কারণটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় পানির কারণে তারা কোথায় খাদ আছে এটা দেখতে পারিনি। তারপরে অনেকের বাসায় শুনলাম পানি ঢুকে গেছে।
আবার অনেকের মুখেই শুনলাম পানির জন্য রাতে ঘুমাতে পারেনি। সারারাত ধরে ঘরের পানি সাঁকুনি দিয়ে বের করে দিয়েছে। একবার চিন্তা করে দেখুন আশুলিয়ার মানুষ জন কি রকম পরিস্থিতিতে বর্তমান রয়েছে। আমি যেখানে থাকি সেখানে পানি না উঠলেও যে রাস্তা পাড়ি দিয়ে অফিসে আসি সে রাস্তায় পানির পরিমাণ অনেক বেশি। জুতো হাতে করে পার হতে হয়েছে। সত্যি বলতে খুবই করুণ অবস্থায় রয়েছে বর্তমান আশুলিয়া শহর। আবারো বলছি সব থেকে কঠিন অবস্থায় আছে জামগড়া ইউনিক রপ্তানি বাইপাইল এবং পলাশবাড়ী অঞ্চল। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1949741354223071297?t=zf45RbBNnEAb0oPdrereCA&s=19
আমাদের দেশের কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টি এলে অনেক বেশি ভোগান্তির সৃষ্টি হয়। আর বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হয় ভাইয়া।
https://x.com/mdetshahidislam/status/1949829566618390893?t=zyE_iYUGv9tedw8NRu6oDg&s=19