জেনারেল রাইটিং :- কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনই একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার টপিক হচ্ছে কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। প্রত্যেক মানুষের ঘনিষ্ঠ বন্ধু আছে। আর বন্ধু ছাড়া কেউ চলতে পারে না। কিছু কিছু বন্ধু আছে মানুষকে ছোট করে। এমনভাবে কথা বলে মানুষের মনে কষ্ট পায়। তবে কিছু বন্ধু আছে রক্তের সম্পর্ক চেয়ে গভীর থাকে। আর এই ধরনের বন্ধুকে কখনো কথা বলে মনে কষ্ট দেওয়া আমি মনে করি ঠিক না। কারণ বন্ধুত্ব যদি সঠিক থাকে যে কোন বিপদের সময় বন্ধু পাশে এসে দাঁড়ায়। আর এমন এমন বন্ধুত্ব হয় বন্ধু নিজের জীবন দিতেও রাজি হয় বন্ধুর জন্য। যদি বর্তমান প্রেক্ষাপটে কিছু বন্ধু দেখা যায় স্বার্থপর।
তবে অনেক সময় দেখা যায় কিছু বন্ধু আছে অলস তারা দেরি করে আসে। হয়তোবা কয়েকজন বন্ধু মিলে কোথাও যাবে। আর একজন বন্ধু সবসময় দেরি করে আসে। আর ওই বন্ধুকে অলস বলে মনে কষ্ট দেওয়ার কোন দরকার নেই। অনেক ক্ষেত্রে দেখা দেয় কিছু মানুষ এই ব্যবহার করে। আর এই ব্যবহার না করে যদি বলা হয় তোমাকে ছাড়া সময় ভালো কাটে না। তুমি জলদি আসলে একটু ভালো সময় কাটাতে পারতাম। আর যেখানে ঘুরতে যাওয়ার জন্য চাইলাম সবাই আর একটু আগে গেলে আরো ভালো সময় অতিবাহিত করতে পারতাম। এভাবে বলে বন্ধুর মনে কষ্ট যায় না। তখন বন্ধুটি চেষ্টা করবে সময়কে মূল্যায়ন করার।
তবে বন্ধুকে আঘাত করা মানি নিজের আত্মাকে আঘাত করা। কারণ কিছু মানুষ আছে খুব ছোট করে বন্ধুকে কথা বলে। তখন বন্ধুর মনে খুব কষ্ট পায়। হয়তোবা তার পরিবার নিয়েও কথা বলে। এতে করে পরিবারের কথা শুনে বন্ধুর মনে কষ্ট যেতে পারে। এই ধরনের কথাগুলো না বলে অন্য কথা বলে বন্ধুত্ব সম্পর্ক ভালো থাকে। অনেক সময় দেখা যায় কিছু বন্ধু আছে বন্ধুকে ঠাট্টা করে। তবে ঠাট্টা করলে অনেক সময় বন্ধুত্বের মনে কষ্ট যায়। তবে আমি মনে করি ঠাট্টা করলে যদি বন্ধুর মনে কষ্ট পায় তাহলে তা মজা নয়। এটি হচ্ছে আঘাতের মতোই। অনেক সময় দেখা যায় কিছু বন্ধু আছে যখন বন্ধু পড়ালেখা দুর্বল। তখন তাকে দুর্বল বলে ঠাট্টা করে। এতে করে বন্ধুত্বর মনে পাঠাল ধরে এবং বন্ধু নষ্ট হয়ে যায়।
আমি মনে করি এভাবে না বলে যদি বলা হয় চলো একসাথে পড়ালেখা করি। তাহলে আমাদের পড়ালেখা একটু ভালো হবে। তখন বন্ধুত্বের গভীরতও বাড়ে। কারণ কথার মাধ্যমে বন্ধুত্বের গভীরতা করা যায়। আবার কথার মাধ্যমে বন্ধুত্ব নষ্ট করা যায়। আমাদের সবার বন্ধুত্ব ভালোবাসা চাই। কারণ প্রতিটি বন্ধু চাই বন্ধুর থেকে ভালোবাসা। কারণ বন্ধুত্ব এমনই হওয়া দরকার। আর বন্ধুত্ব যদি আঘাত করা হয় তাহলে সেটা বন্ধুত্ব না। তবে কথার মাধ্যমে অনেকে বন্ধুত্বকে আঘাত করতে চেষ্টা করে। তবে অনেক সময় দেখা যায় বন্ধু ভুল করলে তাকে ঠাট্টা করে আঘাত করার চেষ্টা করে। তবে আমি মনে করি বন্ধুকে ঠাট্টা করে আঘাত না করে। তাকে ভালো পরামর্শ দিয়ে সময় দিয়ে ভুলগুলো ঠিক করার চেষ্টা করলে সেটাই ভালো হয়। এতে করে বন্ধুত্বের সম্মান বাড়ে।
আবার অনেক সময় দেখা যায় কিছু বন্ধু আছে মজা করে। এমন মজা করা দরকার নাই যে মজার কারণে বন্ধুর মনে কষ্ট দেয়। আর মজা হাসি আনে তা কিন্তু আনন্দের হয়। এবং বেশি মজা করতে গিয়ে বন্ধুত্বের মনে কষ্ট দেওয়া মানে বন্ধুত্ব নষ্ট করা। আর প্রকৃতি বন্ধুর হৃদয় হচ্ছে কাছের মত। কারণ বন্ধুত্ব যখন হয় তখন গভীরভাবে বন্ধুত্ব করে। আর একবার যখন ফাটল ধরে বন্ধুর মধ্যে তখন আর জোড়া লাগে না। কারণ কাঁচের মতো বন্ধুত্ব ভেঙে পড়ে। আমি মনে করি বন্ধুত্বর আসল সৌন্দর্য হল সম্মান। কারণ যদি বন্ধুত্ব ভাল হয় তাহলে সম্মান বাড়ে। আর বন্ধুত্বের সম্মান রাখতে হলে ভালোবাসা এবং সম্মান দেখাতে হবে বন্ধুত্ব তাকে। এইখানে আজ বাজে কথা বলে বন্ধুত্ব নষ্ট করার দরকার নেই। তাই আমি মনে করি প্রতিটা বন্ধু যদি সঠিক থাকে তাহলে বন্ধুর জন্য জীবন দিতে পারবে। তবে আশাকরি আমার টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1964673106523668704?t=AnGgS1pe-aFhNeuCixBCyw&s=19
https://x.com/bdwomen2/status/1964673614554521920?t=s0z2HD-E8iVvHlMKBpX1JQ&s=19
https://x.com/bdwomen2/status/1964674060492939286?t=ZTT_5eto9ZGiMeX4waPyzQ&s=19
একদম সঠিক কথা বলেছেন আপনি, আমাদের উচিত বন্ধুত্বের মাঝে কিছুটা হলেও মজা এবং ঠাট্টা করা। কিন্তু এমন কোন মজা করা যাবে না যেটা দিয়ে অন্য কারো ক্ষতি হবে বা অন্য কেউ সেটা থেকে কষ্ট পাবে। বন্ধুত্ব হোক বা যে কোন জায়গায় হোক আমাদের উচিত সব সম্পর্ককেই সম্মান জানানো।
আপনার পোষ্টের সাথে আমি কিন্তু একমত। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না। আসলে আমরা অনেক মানুষ আছে সামান্য কিছুর কারণে বন্ধুদেরকে কথা দিয়ে আঘাত করি। অনেক সময় কথা দিয়ে ঠাট্টা করি। এই কারণে বন্ধুত্বের মনে কষ্ট দেয়। আর আমরা যদি সুন্দর করে কথা দিয়ে ভালোভাবে বোঝাতে পারি সেটাই ভালো হয়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।