জেনারেল রাইটিং :- যেটা আপনি নিজে পছন্দ করেন না, সেটা অপরের উপর নিক্ষেপ করবেন না।

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


maple-5151516_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে যেটা আপনি নিজে পছন্দ করেন না, সেটা অপরের উপর নিক্ষেপ করবেন না। আমরা মানুষ আমাদের মধ্যে পছন্দ এবং অপছন্দ অনেক কিছু থাকতে পারে। কিছু মানুষ আছে কিছু কাজ একদম পছন্দ করে না। আবার কিছু মানুষ আছে এক কাজ বারবার করতে পছন্দ করে। তবে আবার কিছু মানুষ আছে যে কাজ পছন্দ করে না ওই কাজ অন্যের উপর প্রয়োগ করার চেষ্টা করে। কারণ ওই কাজ তার পছন্দ না। ওই লোকটি চেষ্টা করে অন্যকে দিয়ে ওই কাজ করানোর জন্য। এবং কাজটি করলে মানুষের উপকার আসবে না। তারপরও নিজের পছন্দ না হওয়া কাজটি অন্যজনকে করানোর চেষ্টা করে।

এই কারণে বলা হয়েছে যেটি আপনি পছন্দ করেন না। সেটা অপরের উপর নিক্ষেপ করার কোন দরকার নেই। তবে বর্তমানে মানুষের রূপ চেনা অনেক কষ্টকর। কারণ কিছু মানুষ আছে অপছন্দের মানুষকে কিছু খারাপ কাজ দিয়ে নিক্ষেপ করার চেষ্টা করে। আর ওই লোক গুলো মানুষের কষ্ট দেখলে তাদের মুখে হাসি আসে। কারণ মানুষের কষ্ট দেখলে ওই লোকগুলোর কাছে ভালো লাগে। তবে আপনি যে কাজ একদম পছন্দ করেন না। ওই কাজগুলো আপনার আপন লোক বা প্রতিবেশী কাউকে করানোর চেষ্টা করবেন না। হয়তোবা আপনি তাদেরকে বুদ্ধি দিয়ে ওই কাজ করানোর চেষ্টা করবেন। আর যেই কাজ আপনার পছন্দ না ওই কাজ অন্য লোকের ও পছন্দ হবে না।

তবে সমাজে অনেক মানুষ আছে তারা মানুষের ভালো কাজ করার চেষ্টা করে। তারা যেই কাজ ভালো মনে করে ওই কাজ অন্য মানুষকে করানোর চেষ্টা করে। যাতে করে মানুষের উপকারে আসে যেমন মানুষের উপকার হয়। আর কিছু মানুষ আছে তাদের অনেক কাজ পছন্দ না। আর ওই কাজগুলো করলে কোন উন্নতি আসবে না। বরং ওই কাজগুলো দিয়ে মানুষকে ঠকানোর চেষ্টা করে। তবে আমার কথা হচ্ছে যে কাজ আমার পছন্দ না। ওই কাজ আমি অন্যের উপর নিক্ষেপ কেন করব। কারণ ওই কাজ দিয়ে তো অন্যের উপর জুলুম করা হবে। তাই এসব কাজগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ নিজের অপছন্দ কাজ অন্যের উপর নিক্ষেপ করা যাবে না।

সত্যি বলতে প্রত্যেক মানুষের ভালো দিক এবং খারাপ দিক থাকে। কিছু মানুষ আছে তাদের খারাপ কাজগুলো অন্যর উপর নিক্ষেপ করার চেষ্টা করে। যাতে করে অন্য মানুষ ওই কাজ করতে গিয়ে কষ্ট পায়। আর এরকম মানুষগুলো প্রত্যেক সমাজে কম বেশি দেখা যায়। এই লোকগুলো নিজে কখনো সফলতা অর্জন করতে পারে না। এবং অন্য লোককে সফলতা অর্জন করতে দেয় না। এই মানুষগুলো হচ্ছে হিংসে চালাক মানুষ। কারণ অপছন্দের কাজ অন্যের উপর নিক্ষেপ করে নিজে ভালো কিছু করার চেষ্টা করে। আর এই লোকগুলোর মুখের ব্যবহার হয় খুব মধুর। কারণ তারা মুখ দিয়ে খুব সুন্দর মধুর ব্যবহার করে।

আর এই লোকগুলোকে সহজে ধরা যায় না। কারণ তাদের মুখের ব্যবহার এতই মধুর হয়। আর কিছু লোক আছে তাদের মুখের ব্যবহারে তারা যাই বলে তাই করে। এই লোকগুলো তাদের খারাপ কাজ অন্যের উপর নিক্ষেপ করে নিজেরাই পয়দা নিয়ে থাকে। তাই আমি বলব যে কাজ আপনার পছন্দ না। ওই কাজ অন্যের উপর কখনো নিক্ষেপ করবেন না। এতে করে ওই লোকের ক্ষতি হতে পারে এবং একসময় ওই লোক আপনার উপর বিরক্ত হতে পারে। আর এসব কাছ থেকে সবাই বিরত থাকা দরকার। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 3 days ago 

যেই বিষয়গুলো আমাদের নিজের কাছে ভালো লাগে না সেই বিষয়গুলো কখনো অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 3 days ago 

Screenshot_2025-07-05-21-22-35-465_com.twitter.android.jpg

Screenshot_2025-07-05-21-21-20-768_com.twitter.android.jpg

Screenshot_2025-07-05-21-20-08-185_com.twitter.android.jpg

Screenshot_2025-07-05-21-18-46-648_com.twitter.android.jpg

 3 days ago 

যে কাজ নিজের কাছে ভালো লাগে না ওই কাজ অন্যের উপর নিক্ষেপ করা হচ্ছে বোকামি। তবে এরকম অনেক কাজ আছে মানুষ নিজে পছন্দ করে না অন্যকে জ্ঞান দেই করার জন্য। আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।