জেনারেল রাইটিং :- শুধু ভালো মন থাকা যথেষ্ট নয়; মূল কথা হলো তা ভালোভাবে ব্যবহার করা।

in আমার বাংলা ব্লগ10 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


rosengarten-bad-kissingen-1791305_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার পোস্ট হচ্ছে শুধু ভালো মন থাকা যথেষ্ট নয়; মূল কথা হলো তা ভালোভাবে ব্যবহার করা। আমরা মানুষ আমাদের প্রত্যেক জনের মন আছে। আর মন থাকলে ভালো কিছু করা যাবে সেটা বড় কথা নয়। আর ভালো কিছু করতে হলে ভালো মন দিয়ে করতে হবে। কারণ চিন্তাভাবনা থাকতে হবে ভালো এবং ভালো কিছু করার আগ্রহ থাকতে হবে মন দিয়ে। যেমন কারো প্রতি সহানুভূতি থাকলে হবে না। কারণ সহানুভূতি দিয়ে ভালো কিছু করা যাবেনা। একজন ক্ষুধার্ত মানুষের দুঃখ শুনে কিছু করা যাবে না। আর ক্ষুধার্ত মানুষকে প্রথমে খাবার দিতে হবে। তারপর তার পাশে দাঁড়াতে হবে। এবং সাধ্যমত চেষ্টা করতে হবে তাকে হেল্প করার জন্য।

অনেক সময় দেখা যায় অনেক মানুষের মন ভালো। কিন্তু ওই মন ভালো কাজের ব্যবহার করে না। আর মন যদি ভাল থাকে মানুষের পাশে না দাঁড়িয়ে কল্পনা করলে কোন লাভ হবে না। ভালো কিছু করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং চেষ্টা করতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করার জন্য। তাহলে ভালো মনের ভালো পরিচয় পাওয়া যায়। আর ভালো মন দিয়ে বন্ধুকে ক্ষমা করা কিন্তু সহজ। তবে এইখানে বন্ধুর বন্ধুর ভুল বোঝাবুঝি ধরিয়ে তাকে ক্ষমা করে দিয়ে বন্ধুত্বর টিকিয়ে রাখাই ভালো কাজ। যদিও বর্তমান প্রেক্ষাপটে অনেকটা অনেক রকম দেখা যায়। কারণ দুইজন বন্ধুর মধ্যে কোন কারণে ঝগড়া হলে আর সহজে জোড়া লাগেনা। এইখানে ভালো মনের ব্যবহার দেখায় না। এবং কল্পনা জল্পনাতে ভালো মনের পরিচয় দেওয়ার চেষ্টা করে।

তবে আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে। আর আমরা যদি ভালো মনের পরিচয় দিয়ে গরিব ছাত্র কষ্ট বুঝে ভালো কিছু করতে পারে সেটাই ভালো। তবে আমরা তাদের পাশে দাঁড়াতে হয় তাকে বই খাতা থেকে শুরু করে প্রয়োজনের টিউশনের ব্যবস্থা করে দেওয়া। আর টিউশনের ব্যবস্থা পরে দিতে পারলে হয়তো বা তার কষ্টগুলো দূর হবে। এবং মুখে জ্ঞান দিয়ে কোন লাভ হবে না এইখানে। ভালো মানের পরিচয় দিতে হলে ছাত্রদের পাশে দাঁড়াতে হবে। আর ছাত্র যদি সামান্য উপকার করা যায় তাহলে ভালো মনের পরিচয় পাওয়া যায়। তবে এরকম ছাত্র গুলো কমবেশি অনেক জায়গাতে দেখা যায়। এদেরকে পড়ালেখার কাজে সাহায্য করতে হবে।

আবার প্রাণীদের ভালোবাসা দেখালে লাভ হবে না। কারণ তাদেরকে যেমন ভালোবাসা দিতে হবে তেমনি তাদের মুখে খাবার পানি এবং আশ্রয় দেওয়া হল ভালো মনের সঠিক ব্যবহার। কারণ পৃথিবীতে অনেক প্রাণী আছে যেগুলোকে মানুষ লালন পালন করে। আর এইসব প্রাণীদেরকে খাওয়া দাওয়া হয় তখন ওইগুলো মানুষের সাথে পোষ মানে। আর এসব ভালো কাজগুলো করলে পশুরা পর্যন্ত তার ভালো ব্যবহারের গুণের কথা স্বীকার করে। তবে ভালো মনের কাজ করতে হলে ভালো কিছু করা দরকার যে কোন মানুষ থেকে শুরু করে প্রাণীদের জন্য।

আবার ভালো কিছু করতে হলে পরিবেশ নিয়ে চিন্তা করা ভালো। আপনার চারপাশে পরিবেশ যদি ভাল হয় এবং ভালো কিছু করতে পারেন সেটি ভাল মনের লক্ষণ। কারণ কাজ হলে এখনো মানে গাছ লাগানো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটা না। সবাইকে ভালো মনের পরিচয় দিতে হবে যেন ভালো কিছু করা যায়। আর একজনের দেখা অন্যজনও এসে পাশে দাঁড়াবে ভালো কিছু করার জন্য। আর প্রকৃতি ভালোবাসা কখন আসে যখন হৃদয়ের ভালোবাসা কাজে। কারণ প্রকৃত সৌন্দর্য দিয়ে মানুষ মানুষকে মুগ্ধ করতে পারে। এই সৌন্দর্য যখন ফুটিয়ে তোলা দেয় তখন ভালো লোকের কথা সবাই মুখে বলে। আর ভালো মনের আসল প্রমাণ কথা নয়। এবং কাজে-কর্মে দেখাতে হবে ভালো মনের মানুষের গুণ। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

nice jori flower

 9 days ago 

আপনার পোষ্টের সাথে আমি কিন্তু একমত। ভালো মন থাকলে তা যথেষ্ট নয়। কারণ ভালো মনের ভালো পরিচয় দিতে হবে। এটি আপনি ঠিক বলেছেন একটি গরীব ছাত্রকে পড়ালেখা হেল্প করলে ওটাই ভালো মনের লক্ষণ। খুব চমৎকার উদাহরণ দিয়ে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

Screenshot_2025-09-17-09-51-24-664_com.twitter.android.jpg