জেনারেল রাইটিং :- সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যাক্তিত্বহীন।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার টপিক হচ্ছে সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যাক্তিত্বহীন। আমরা মানুষ আমাদের মত এবং মতের কথা প্রকাশ করা সবার দরকার। আর কিছু মানুষ যখন কথা বলতে ভুল সিদ্ধান্ত নেই। তখন ওইখানে সত্য কথা বলা উত্তম। হয়তোবা অনেক মানুষ আছে ভয়ে বা কারো সাথে তাল মিলিয়ে খারাপ কথা কেউ সাপোর্ট করে। আর এই ধরনের লোকগুলো আসলে সব সময় বিপদজনক হয়। কারণ এদের কথার কারণে অনেক সময় মিথ্যার দাপট এবং অন্যায়ের দাপট বেড়ে যায়। অথচ প্রকৃত ব্যক্তিত্ব হল নিজের ভিতরে সত্যকে সাহসের সঙ্গে প্রকাশ করা। কারণ সাহসের সাথে কথা বললে ভুল সিদ্ধান্ত কেউ নিতে পারে না।
যেমন দেখা যায় কোন বন্ধু মহলে সব বন্ধু বসে সিদ্ধান্ত ভুল নিতে লাগলো। আর ওই সময় যদি জেনে শুনে চুপ থাকেন সত্য না বলেন তাহলে আপনি তাল মিলিয়েছেন। আর যদি সাহস কর সত্যটা বলে ভুল সংশোধন করার চেষ্টা করেন। তাহলে সাময়িক ওদের কাছে খারাপ লাগলেও তবে ভালো পথ দেখিয়েছেন। এক্ষেত্রে একজন সাহস করে সত্যটা বলাই উত্তম। আর এখন কিন্তু বেশিরভাগ দেখা যায় মানুষের কথার সাথে তাল মিলিয়ে কথা বলে। যে ব্যক্তি নিজের মতামত প্রকাশ করতে ভয় পায়। ওই ব্যক্তি কখনো পূর্ণতা পায় না যে কোন কাজের। এবং মনের ভাব সুন্দর করে প্রকাশও করতে পারে না। কারণ এই লোকগুলো সুযোগ বুঝে তাল মিলিয়ে কথা বলে। আর তাল মিলিয়ে কথা বলা লোক গুলো বেশিরভাগ মানুষের ক্ষতি করে।
যেমন স্রোতের সাথে ভেসে যাওয়া কিন্তু সহজ। আর নিজের পথে হাঁটলে বোঝা যায় আসল শক্তি। কারণ এখানে বোঝানো হয়েছে কথার সাথে কথা তাল মিলিয়ে চলা অনেক সহজ। কারণ এইখানে নিজের সুবিধার জন্য তাল মিলিয়ে কথা বলে সুবিধা আদায় করেছে। আর যদি নিজের মতো করে নিজের ভাব প্রকাশ করে হয়তো নিজেকে শক্ত করতে হবে। তবে নিজের অবস্থান তৈরি করতে পারলে এবং ভালো পথ দেখাতে পারলে ওটাই উত্তম। অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে সবাই নকল করতে লাগলো। আর সেই সুবিধা নেওয়ার জন্য আপনি দেখে যদি নকল করতে থাকেন তাদের মত। তাহলে বুঝতে হবে আপনার নীতি নেই। কারণ আপনি অন্যায় দেখে নিজেও অন্যায় পথে পা বাড়ালেন। এখানে আপনি সবার সাথে তাল মিলিয়ে নকল করলেন।
আর আপনাকে বুঝতে হবে ব্যক্তিত্ব মানে কারো সাথে তাল মিলানো নয়। বরং সত্যকে নিজের মতো করে বলাই হচ্ছে ব্যক্তিত্ব। আপনি জেনে শুনে যদি ভুল কথা সাপোর্ট করেন তাহলে আপনার ব্যক্তিত্ব বলতে কিছু নেই। এতে বুঝতে হবে আপনি তাল মিলিয়ে কথা বলেছেন। আর তাল মিলিয়ে কথা বলার লোক গুলো নিজের সুবিধা বেশি চেনে। আর যদি সত্য প্রকাশ করে ভুল ধরিয়ে দিতে পারেন ওটাই আপনার ব্যক্তিত্ব। যদিও এখনো সচেতন মানুষ কম বেশি দেখা যায়। যে মানুষগুলো সচেতন এবং ভুল দেখলে ভুল ধরিয়ে দেয় তারা কিন্তু ভালোই করে। আর যে মানুষগুলো তাল মিলিয়ে কথা বলে এই লোক থেকে দূরে থাকাই উত্তম। কারণ এই লোকগুলো ব্যক্তিত্বহীন হয়ে থাকে।
আর দেখা যায় কিছু মানুষ আছে কথার মধ্যে মাথা নারায় এবং অন্যায়কে সাপোর্ট করে। আর আপনি যদি সেখানে মাথা উঁচু করে কথা বলেন সেটাই আপনার ব্যক্তিত্ববান। কারণ আপনি অন্য লোকের সাথে তাল মিলিয়ে মাথা নত করেন নাই। যে মানুষগুলো অন্যের কথা বুঝে না বুঝে মাথা নাড়ায় তারা কিন্তু ব্যক্তিত্বহীন। আর মানুষগুলো কথা না বুঝলে বুঝার চেষ্টা করে এবং সঠিক উত্তর দেয় তাদের মধ্যে গুণ থাকে । আর যে মানুষগুলো সবার সাথে তাল মিলিয়ে চলে কথা বলে এবং চলাফেরা করে তারা নিজের দাম নিজেই নষ্ট করে। কারণ তাল মিলিয়ে কথা বলা লোকগুলো দিনশেষে কেউ পছন্দ করেনা। এতে করে বুঝতে হবে তাল মিলিয়ে কথা বলার লোক হচ্ছে ব্যক্তিত্বহীন। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1970347588445708407?t=Ux2O5rOdQe-m0iFQcIXZQA&s=19