জেনারেল রাইটিং :- যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি একটি জেনারেল রাইটিং পোস্ট। আর আমার আজকের পোস্ট হচ্ছে যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। যেই মানুষ নিজেকে অক্ষম ভাবে সেই মানুষকে কখনো কেউ সাহায্য করতে পারে না। কারণ যে মানুষ নিজেকে অক্ষম ভাবে সে ব্যক্তিগতভাবে নিজেকে সফলভাবে না। আর এই লোক গুলো সব সময় মন ভাঙা থাকে। কারণ এই লোক গুলো নিজের উপর কোন বিশ্বাস নেই। কারণ তারা নিজেকে সবসময় অক্ষম ভাবে। আর যে কোন কাজ দেখলে তারা মনে করে এই কাজ তাদেরকে দিয়ে হবে না।
কারণ যে মানুষ নিজের মধ্যে চেষ্টা নেই তাকে কেউ চেষ্টা করলেও সেই আগ্রহ দেখাবে না। কারণ যে মানুষ নিজেকে যে কোন কাজে সফলভাবে না। এবং নিজেকে মনে করে সেই অক্ষম তাকে দিয়ে কখনো কিছু করানো যায় না। কারণ যে মনোবল রাখতে পারবে তাকে দিয়ে ভালো কিছু করাতে পারবে। আর নিজেকে অক্ষম ভাবলে ওই মানুষের মনোবল থাকে না। আর ওই লোকগুলো যে কোন কাজ দেখলে ভয় পাই। আর তারা যেকোনো কাজ করার আগে ভয়ে ভয়ে থাকে। এক সময় বলে আমাকে দিয়ে এই কাজ হবে না আমি এই কাজে অক্ষম। আবার এই লোকগুলো এতই অলস হয় তারা কোন কাজে চেষ্টা করে না।
আর কিছু মানুষ অক্ষম নিজেকে ভাবে। আর এই লোক গুলোকে অন্য কেউ কোন কাজে হেল্প করতে চাইলেও তারা ওই কাজ করতে চায়না। আর চেষ্টা করা থেকে তারা দূরে থাকে অক্ষম লোকগুলো। কারণ তাদের মধ্যে মনবল নেই এই কারণে অন্য লোক চাইলেও হেল্প করতে পারে না। কারণ তাদের মধ্যে মনোবল নেই বললেই চলে। আবার দেখা যায় এই লোক গুলো অন্য লোক যখন হেল্প করতে চাই তখন তারা নিজেকে অক্ষম বলে। আর এই লোকগুলো সবসময় নিজের মধ্যে অক্ষমতা খুঁজে পায়। এবং কেউ চেষ্টা করলেও সেই ওই কাজের চেষ্টা করে না।
এই কারণে এই লোকগুলো অন্য লোকের সাহায্য পায় না। আবার এই লোকগুলো অন্য লোক ভালো কিছু করলে তখন তাদের কাজগুলোকে হিংসা করে। কারণ তারা নিজেকে অক্ষম ভাবে এই কারণে অন্য লোকের সফলতা তারা সহ্য করতে পারে না। আবার এই লোকগুলো সব সময় নিজেকে অক্ষম ভাবে এবং অন্যজনের সফলতা দেখলেও তাদের মধ্যে হিংসা হয়। এই লোকগুলো নিজে যেমন বোঝা পরিবারের জন্য বোঝা। সত্যি বলতে এই লোকগুলো যার বন্ধু হয় ওইখানেও তারা বোঝা হয়ে থাকে। কারণ নিজেদের মধ্যে কোন চেষ্টা নেই বিধায় তারা এক ধরনের অক্ষম লোক।
আমরা সাধারণত অক্ষম ভাবি যে মানুষগুলোর হাত-পা নেই তারা চলাফেরা করতে পারে না তাদেরকে। আবার অনেক মানুষ দেখা যায় হাত-পা সবকিছু আছে শুধু কাজের সাইদা বা চেষ্টা করে না। আর এই লোকগুলোই হচ্ছে অক্ষম। কারণ হাত-পা থাকলে যে তারা সফল তেমন কিছু না। কারণ অক্ষম লোকগুলো নিজে কিছু করে না অন্যের হেল্পও নাই না। আর অন্য লোক হেল্প করল তারা সেই হেল্প নিয়ে সফলতা অর্জন করতে পারে না। এই কারণে অন্য কেউ তাদেরকে হেল্পও করেনা। তাই আমি মনে করি অক্ষম লোক কখনো নিজের জন্য এবং পরিবারের জন্য সফলতা আনতে পারে না। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1925523402401751347?t=d6jr3uqKiHixesMxEz59JQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1925524096575815774?t=w6Idl3yCk6fULRJbg2nUAg&s=19
https://x.com/bdwomen2/status/1925524670243381707?t=lDzaVNhYaRukVfbHZjgm4Q&s=19
https://x.com/bdwomen2/status/1925525159328497987?t=I5sPVK8KX6ZlJ-Pnr7WePA&s=19
https://x.com/bdwomen2/status/1925525548048277608?t=LsbZDoPHnViH-r-Hzoj3Tg&s=19
আত্মবিশ্বাসই হল প্রথম পদক্ষেপ। নিজেকে দুর্বল ভাবার আগে মনে রাখো, তুমি যা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম। শুধু একটু সহায়তা বা গাইডেন্সের প্রয়োজন হতে পারে।নিজেকে অক্ষম ভাবা মানেই হেরে যাওয়া। প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে অনন্য। নিজের দক্ষতা চিনে নিন, লক্ষ্য ঠিক করুন—সাফল্য আসবেই।