জেনারেল রাইটিং :- মেধা থাকলেই মেধাবী হয় না, মেধা না থাকা সত্ত্বেও নিজেকে এগিয়ে নিয়ে যায়।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সে-ই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়।

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


blonde-1866951_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনই একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার টপিক হচ্ছে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সে-ই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। আমরা মানুষ আমাদের সবার মেধা এক থাকেনা। তবে কিছু মানুষ আছে মেধা না থাকলেও চেষ্টা করে নিজেকে এগিয়ে নিতে চায়। আবার কিছু মানুষ আছে মেধা থাকা সত্ত্বেও কিছুই করতে পারে না। আর যে মানুষ মেধা না থাকা বড় চেষ্টা করে নিজেকে এগিয়ে নিতে। ওই মানুষগুলো নিজের যোগ্যতার কারণে সামনের দিকে এগিয়ে যায়। যেমন দেখা যায় একটি ছেলে পড়ালেখা অবস্থায় গণিতে দুর্বল রইলো। আবার দেখা যায় অন্য একজন ছেলে গণিতে ভালো মেধা আছে। এবং ছেলেটি অলস বসে বসে তার সময় লস করে। আর যে ছেলেটির মেয়েরা কম সেই বারবার চেষ্টা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে। তখন বুঝতে হবে ছেলেটি চেষ্টা করেছে বিদায় ভালো কিছু করতে পেরেছে।

তবে মেধা থাকলে সবাই মেধাবী হতে পারেনা। কারণ মেধা থাকলে যে মেধাবী হবে সেটি কোন কথা নয়। যে মানুষের মেধা কম সেই মানুষ চেষ্টা করে নিজেকে যখন এগিয়ে নিতে পারে ওটাই তার জীবনে বড় সফলতা। অনেক সময় দেখা যায় অনেক মানুষ মেধা দিক থেকে দুর্বল। এবং জীবনে লাশ পর্যন্ত দেখা যায় সেই চেষ্টা করে নিজেকে ভালো অবস্থায় নিয়ে গেল। এতে সেই তার যোগ্যতা অনুযায়ী মেধা না থাকলেও চেষ্টা করে সে ওই জায়গা পৌঁছেছে। কারণ চেষ্টা করলে মানুষ যে কোন কিছু করতে পারে। এটি বড় উদাহরণ হচ্ছে মেধা। তবে অনেক সময় দেখা যায় স্কুলে প্রথম ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করে। আর দুর্বল ছাত্র চেষ্টা করে পরে পরীক্ষা পাস করে। এইখানে মেধার চেয়ে চেষ্টাটা বেশি ছিল দুর্বল ছাত্রর।

আবার অনেক সময় দেখা যায় অনেকে অল্পতে যে কোন কাজ শিখে ফেলে। একবার দেখলে ওই কাজটা মনের থাকে। পক্ষান্তরে দেখা যায় যারা বার বার চেষ্টা করে হোঁচট খেয়ে পিছনে না গিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর তাদের সফলতা হয় অনেক বেশি মূল্যবান। কারণ সেই বারবার হোঁচট খেয়ে কাজ শিখে নিজের দক্ষতার দরজা খুলেছে। প্রতিটি হোঁচট এর মধ্যে সেই শিক্ষা গ্রহণ করেছেন। আর এইখানে সেই বারবার চেষ্টা করার কারণে সে নিজেকে এগিয়ে নিয়ে মূল্যবান করতে পারলো। আর চেষ্টা করলে হয়তোবা আজ নয় কাল যে কোন কাজের সফলতা পাওয়া যায়। এতে করে বোঝা যায় মানুষ চেষ্টা করলে কাজের মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে পারে। মেধা না থাকলেও চেষ্টার মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যায়।

আর মেধা থাকলে যে জ্ঞানী হবে সেটিও কোন কথা নয়। অনেক সময় দেখা যায় অনেক মানুষ মেধা আছে কিন্তু চেষ্টা করে না ওই মানুষগুলো হঠাৎ করে ঝরে পড়ে। আর যে মানুষ মেধা না থাকার পরও চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যায় তারা কিন্তু নিজের দক্ষতা দিয়ে এগিয়ে গেল। তবে সাধারণত ক্লাসে পড়ালেখা অবস্থায় বুঝা যায়। কারণ একজন ছাত্র যখন পরীক্ষায় ফেল করে বারবার। তখন সে বারবার চেষ্টা করে যখন ভালো রেজাল্ট করে তখন বোঝা যায় তার চেষ্টার কোনো কমতি ছিল না। এতে করেছে তার চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়েছেন। আর চেষ্টা মাধ্যমে সে তার ভালো রেজাল্ট করে ভালো অবস্থা তৈরি করেছে।

সত্যিকারে মেধাবী, তারা যারা হাল না ছেড়ে চেষ্টা করে যাওয়া। কারণ কিছু মানুষ আছে পরাজিত হয়ে বসে থাকে না। তারা প্রতিটি কাজে হাল ছাড়ে না চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর জন্য। এবং পরিশ্রম এবং তার যোগ্যতা দিয়ে চেষ্টা করে নিজেকে সামনের দিকে নিতে। তবে এখানে পরিশ্রমের মাধ্যমে তার অবস্থান তৈরি করেছে। আর পরিশ্রমেই সফলতার চাবিকাঠি। কারণ পরিশ্রম এর মাধ্যমে যে কোন মানুষ নিজের অবস্থান তৈরি করতে পারে। আর মেধা থাকলে অনেক সময় দেখা যায় অনেকে নিজের অবস্থান তৈরি করতে পারে না। এবং পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে পারাটাই হচ্ছে সৌভাগ্যবান। কারণ চেষ্টার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করাটাই হচ্ছে নিজেকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Posted using SteemPro

Sort:  
 2 days ago 

Screenshot_2025-08-08-20-21-20-265_com.twitter.android.jpg

 2 days ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু চেষ্টা সব সময় মানুষকে সাফল্যের দাঁড় প্রান্তে পৌঁছে দেয়।আর মানুষ চেষ্টা করলে সব পারে। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম করলে জীবনে সব কিছু সম্ভব। বেশ ভালো ভালো লিখেছেন।