জেনারেল রাইটিং :- অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।

in আমার বাংলা ব্লগ20 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদের ও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

IMG_20250723_172647.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার টপিক হচ্ছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমরা মানুষ তাই আমাদের মধ্যে ভালোবাসা আছে। আর এই ভালোবাসা মানুষের জীবনে কতটুকু গ্যারান্টি আছে সেটাও কিন্তু বাবার বিষয়। তবে ভালোবাসার রং কিন্তু অনেক রকমের হয়। যখন একটি মানুষ প্রতিষ্ঠিত থাকে তখন তার ভালোবাসা এক রকম থাকে। আবার যখন মানুষ অভাবে থাকে তখন ভালবাসার রং কিন্তু অন্যরকম থাকে। আর অভাব যখন জীবনে থাবা হিসেবে আসে। তখন সম্পর্কের আসল রূপ ধরা পড়ে। কারণ টাকা পয়সা এবং সুখে থাকলে ওই সময় কথাগুলো কিন্তু মিষ্টি হয়।

আর ভালোবাসার মধ্যে যখন অভাব আসে তখন ভালোবাসা কিন্তু তিতা হয়ে যায়। কারণ ওই সময় ভালোবাসা আসল রূপ মানুষের ধরা পড়ে এবং ব্যবহার দেখে বোঝা যায়। কারণ ওই সময় তাদের ব্যবহারগুলো হয় অন্যরকম। আর এই কারণে ভালোবাসা ওই সময় জানালা দিয়ে পালায়। আর ভালোবাসা যদি শুধু স্বপ্নে গাঁথা হয়। তখন ওই ভালোবাসা ও অভাব আসলে খুঁজে পাওয়া যায় না। কারণ স্বপ্নকথা ভালবাসা গুলো থাকে শুধু মধুর। আর যখন অভাব আসে তখন ভালোবাসার জানালা খুঁজে পাওয়া যায় না। আর ওই সময় ভালোবাসা মানুষকে কাঁদিয়ে ভাঙ্গা জানালা দিয়ে পালিয়ে যায়। কারণ ভালোবাসা তখন রুপ ধরা যায়। ওই সময় ভালোবাসার রং কত রকম সেটাই বুঝা যায়।

কারণ অভাবের সময় ভালোবাসার মানুষটি পাশে থাকে না। আর সুসময়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে ভালবাসার মানুষটি। আর প্রত্যেক মানুষের জীবনে ভাঙ্গা গড়া আসা দরকার। ভাঙ্গা গড়া আসলে জীবনের ভালোবাসার রূপ বুঝা যায়। কারণ অভাবের সময় ভালোবাসা থাকে না জীবনে। ওই সময় ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। অনেক সময় দেখা যায় একটি ছেলে একটি মেয়ে কলেজ জীবনে খুব সুন্দর মুহূর্ত পার করে প্রেমের। আর ওই সময় ভালোবাসা খুব মধুর থাকে। একজনের হাতের উপর একজন হাত রেখে কত স্বপ্ন দেখে এবং জীবনে মরণের পাশাপাশি থাকবে। আর যখন জীবন শুরু করে অভাব যখন আসে। তখন কথাগুলোর রূপ পরিবর্তন হয়ে যায়। ভালোবাসার মানুষের কথা কিন্তু তিতা হয়ে যায়।

আর ওই সময় ভালোবাসার মানুষটি সেই আগের মত স্বপ্ন দেখা কথা বলে না। শুধু জীবনে অভাব অনটন নিয়ে ঝগড়া লেগেই থাকে। আর ওই সময় ভালোবাসার কথাগুলো সম্পূর্ণ মিথ্যা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় প্রিয় মানুষের চাকরি নিয়ে অনেক তালবাহানা চলে। কারণ প্রিয় মানুষকে যখন ভালবাসে তখন তার মধুর কথাগুলো খুব ভালো লাগে। আর ওই সময় যখন প্রিয় মানুষের কোন চাকরি থাকে না তখন ভালবাসার মানুষকে আস্তে আস্তে দূরে চলে যায়। আর ওই সময় ভালোবাসার মানুষটির চিন্তা করে আমি অন্য জায়গায় বিয়ে বসলে তার অনেক টাকা পয়সা থাকবে। আর আমি জীবনে খুব সুন্দর করে চলতে পারব। ওই সময় ভালোবাসার মানুষটির কথা ভুলে যায়।

আবার অনেক সময় দেখা যায় কারো জীবনে যদি নতুন কেউ আসে টাকা পয়সা ওয়ালা। তখন ভালবাসার লোকদের কথাও পরিবর্তন হয়ে যায়। তখন বলে তোমার পাশে সারা জীবন থাকতে পারব আমি। কিন্তু পরিবারের কথা চিন্তা করে আমি অন্য জায়গায় বিয়ে বসতেছি। ওই সময় ভালোবাসার কথা আর বলে না। তখন ভবিষ্যতের কথা বেশি বলে ভালবাসার লোকটি। আর যখন ভালোবাসার মানুষের চারপাশে অভাব। তখন ভালোবাসা কিন্তু দরজা জানালা দিয়ে পালিয়ে যায়। আর ওই সময় দরজা সব সময় অভাব দেখা দেয়। এবং এই কারণে ভালোবাসার লোকের কথাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। তখন বলে তোমার সাথে থাকলে আমার জীবন অন্ধকার। তাই তোমার পথে তুমি থাকো আমি আমার পথে থাকি। এভাবে ভালোবাসা অন্ধকার জানালা দিয়ে পালিয়ে যায় মানুষের। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Sort:  
 20 days ago 

আপনার পোষ্টের সাথে আমি একমত। অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। কারণ ভালোবাসা করতে খুব মধুর লাগে। আর যখন ভালোবাসার মধ্যে অভাব আসে তখন প্রিয় মানুষের কথা তিতা হয়ে যায়। আর ওই সময় মানুষ নিজের স্বার্থের কথা বেশি ভাবে। ধন্যবাদ শিক্ষনীয় একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।