জেনারেল রাইটিং :- স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার টপিক হচ্ছে স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। মানুষ স্বপ্ন দেখলে জীবন সুন্দর ও অনেক সহজ করে তুলতে পারে। কারণ মানুষের জীবনে কষ্ট দুঃখ এবং ব্যর্থতা এগুলো থাকবে। আর এগুলোকে জয় করে যখন মানুষ সামনের দিকে এগিয়ে যাবে ওইগুলো হবে মানুষের সফলতা। আর মানুষ যখন সফলতা অর্জন করতে পারবে তখন প্রতিটি কষ্ট কাটার মত হলেও গোলাপ ফুলের মত সু ঘ্রাণ এবং সৌন্দর্য দিবে। কারণ স্বপ্ন হলো সেই শক্তি যেই হতাশাকে দূর করে সফলতা অর্জন করার চেষ্টা করে। কারণ সুখে মুখে যদি স্বপ্ন থাকে তখন হতাশা এবং কষ্টকে দূর করার চেষ্টা করবে। যেমন দেখা যায় গোলাপ ফুলের চারপাশে কাটা আছে। তারপরও মানুষ কাটার মাঝ থেকে সুন্দর গোলাপ ফুল নেওয়ার চেষ্টা করে। আমি মনে করি প্রত্যেকটি মানুষের জীবনে কষ্ট থাকতে পারে। কষ্টগুলোকে দূর করে যখন সফলতা অর্জন করবে তখন জীবন অন্যরকম হবে।
আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক এলাকায় এরকম দেখা যায়। একজন দরিদ্র ছাত্র প্রতিদিন কষ্টের মাধ্যমে বড় হওয়ার স্বপ্ন দেখে। এবং ছাত্রটির স্বপ্ন থাকে পড়ালেখা করে সে ভালো অবস্থান তৈরি করবে। অথচ যে সময় সে পড়ালেখা করতে লাগলো ওই সময় সে অনেক কষ্ট করতে লাগলো। যেমন পড়ালেখার পাশাপাশি সেই আত্মিক অবস্থায়ও কষ্ট করলো। আর যখন সেই জীবনের সফল অর্জন করতে পারবে তখন তার কষ্টগুলো দূর হয়ে যাবে। আর প্রতিটি কষ্ট তার জীবনের কাঁটা হলেও যখন সফল হবে এবং লক্ষ্যে পৌঁছবে। তখন ওই কষ্টগুলো আর মনে থাকবে না । যে মানুষ কষ্ট করে জীবনে সেই মানুষ সফলতা অর্জন করতে পারে। কারণ মনের ভিতরে যদি তার সফলতার জন্য লক্ষ্য থাকে তাহলে সে অর্জন করতে পারে সফলতা। প্রতিটি মানুষের ক্ষেত্রে এরকম লক্ষ্য থাকা দরকার। কারণ কষ্টের মাঝে সুখ খুঁজে পেলে সেখানেই বড়ই সফলতা অর্জন করা যায়।
অনেক সময় দেখা যায় কৃষক কষ্ট করে ফসল করে। আর যখন বৃষ্টিহীন কষ্টে ভোগে কৃষক তখন তার চোখ মুতে কষ্টের ছায়া দেখা যায়। তারপরও সেই মনে শক্তি রাখে ফসলের স্বপ্ন তাকে একদিন নতুন করে বাঁচাবে। এই কারণে সে মনে প্রাণে বিশ্বাস করে আজ নয় কাল বৃষ্টি আসবে। তার ফসল যদি ভাল হয় তখন তার কষ্টগুলো গোলাপের মতো হবে। কারণ প্রতিটি কষ্টের মাঝে সেই তার ধান রোপন করেছে। আর যখন তার ঘরে ধান আসবে ফসল আসবে তখন তার কষ্টগুলো থাকবে না। অনেক সময় দেখা যায় একজন শিল্পী বারবার ব্যর্থ হয়। তার আঁকা শিল্প গুলো যখন বিক্রি না হয়। আর ওই সময় সেই হয়তো স্বপ্ন দেখে আজ নয় কাল তার শিল্প গুলো বিক্রি হবে। আর স্বপ্নের মাঝে সেই কিন্তু অনেক কিছু খুঁজে পাই। আর কখনো যদি তার শিল্প গুলো বিক্রি হয় তখন তার কষ্টগুলো সফল হয়।
আমি মনে করি যে স্বপ্ন দেখতে জানে সেই জীবনে কাটা থেকে গোলাপ খুঁজে সৌন্দর্য বাহির করতে পারে। কারণ স্বপ্ন দেখে ওই স্বপ্ন সফল করার জন্য চেষ্টা করে। আর কষ্টের মাঝে সেই তার সফলতা অর্জন করার চেষ্টা করে। তখন সেই কষ্টের মাঝে গোলাপের ছায়া খুঁজে পাই। তবে আমি মনে করি কষ্টকে জয় করতে রঙিন স্বপ্ন দেখতে হবে। কারণ কষ্টকে সে রঙিন স্বপ্ন হিসেবে দেখলে সেই এক সময় ওই কষ্ট দূর করে রঙিন স্বপ্ন পূরণ করবে। তখন তার কষ্টগুলো চলে যাবে এবং প্রতিটি কষ্ট কাঁটা গোলাপ ফুলের মত সুন্দর হবে। আর কষ্ট থেকে যখন সফলতা অর্জন করতে পারে তখন সুন্দর মুহূর্ত খুঁজে পাওয়া যায়। কারণ স্বপ্ন মানুষকে কষ্টের মাঝে কাঁটা গোলাপ ফুল খুঁজতে শেখায়। কারণ স্বপ্নের মাঝে মানুষ খুঁজে পায় সফলতার রাস্তা। চেষ্টা করতে হবে লক্ষ্য এবং মনের বাসনা।
আর যেখানে স্বপ্ন আসে সেখানে সব ব্যর্থতা থাকবে। কারণ ব্যর্থতা সব সময় চিরকাল থাকে না। আর স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করলে তখন ব্যর্থতা গুলো এক সময় চলে যাবে এবং সফলতার মুখ দেখা যাবে। তাই স্বপ্ন নিয়ে মানুষ কাজ করতে হবে লক্ষর দিকে এগিয়ে যেতে হবে। আর আমি মনে করি স্বপ্নগুলো হচ্ছে আলো। কারণ অন্ধকারে স্বপ্নগুলো আলোর পথ দেখায়। আর স্বপ্ন থাকলে অন্ধকারের মধ্যেও রাস্তা খুঁজে পাওয়া যায়। যদি থাকে সঠিক এবং লক্ষ্য থাকে এক জায়গায় তাহলে খুঁজে পাওয়া যায় স্বপ্ন এবং লক্ষ্য। আমি মনে করি গোলাপের সৌন্দর্য কাটার আড়ালে থাকে। তেমনি মানুষের সফলতা থাকে কষ্টের আড়ালে। তাই কষ্টকে দূর করে সফলতা অর্জন করতে হবে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1969980050696286545?t=UXtO8OzvhAixJ-qBoVe58Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.