জেনারেল রাইটিং :-আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদের ও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

IMG_20250730_151152.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। মানুষের মধ্যে সফলতা এবং ব্যর্থতা দুটি আছে। তবে কিছু মানুষ আছে কোন কাজ করতে চায় না। আর তারা কাজের মধ্যে ব্যর্থ হলে ভেঙে পড়ে। চেষ্টা করে না দ্বিতীয়বার ওই কাজ করার জন্য। কারণ ব্যর্থতা থেকে যদি শিক্ষা নিয়ে কাজ করে সফলতা অর্জন করা যায়। আর যে মানুষ ব্যর্থ জীবন যাপন করে সে কখনো সুখের দেখা পায় না। এই কারণে অনেকে ব্যর্থতা কে মেনে নিতে পারে কিন্তু চেষ্টা না করা মানুষকে মেনে নিতে পারে না। কারণ চেষ্টা না করলে কখনো সফলতা অর্জন করা যায় না।

তবে কিছু মানুষ আছে চেষ্টা না করে জীবন নিয়ে বসে থাকে। আর চেষ্টা না করাটাই হচ্ছে জীবনের আসল ব্যর্থতা। কারণ চেষ্টা করলে সফলতা অর্জন করা যায়। আর চেষ্টা না করলে তো যে কোন কাজে ব্যর্থ। কারণ চেষ্টা করলে মানুষ শিখতে পারে। আর শিখা মানে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়া। কারণ শিক্ষা থেকে কাজ করলে ওই কাজে সফলতা অর্জন করতে পারে। আমি মনে করি কাজটা না করে বসে থাকা সে চেষ্টা করে শিক্ষা অর্জন করা ভালো। আর শেখা মানে জীবনে উন্নতি করা যায়। তবে এখানে মূল কথা হচ্ছে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে যে কোন কিছু ভালো কিছু করা যায়। তাই চেষ্টার বিকল্প কোন কিছু নাই।

তবে আপনি চেষ্টা যখন না করবেন তাহলে আপনি জানবেন না আপনি কতটুকু পারেন। আমি নিজেও যদি চেষ্টা না করি তাহলে আমি জানবো না কতটুকু করতে পারি। কারণ চেষ্টা না করলে নিজের অবস্থান বোঝা যায় না। এবং নিজের অবস্থান বুঝতে হলে চেষ্টা করতে হবে। চেষ্টার মধ্যে মানুষ ব্যর্থ হয় তবে সফলতা অর্জন করতে পারে। কারণ চেষ্টা করলে শিক্ষা অর্জন করবে এবং ওইখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। নিজেকে জানতে হলে চেষ্টার কোন বিকল্প নেই। কারণ চেষ্টার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যখন একটি মানুষ গান শিখতে যায় তখন গানের সাথে গলা মিলাতে হবে। কারণ গানের সাথে গলা না মিলালে তাহলে সে সুর আনতে পারবে না। কারণ এখানে সেই চেষ্টা করেছে বিদায় সে গানের সুর তুলতে পেরেছে।

আবার অনেকে মনে করে জীবনে চেষ্টা করলে ব্যর্থ হবে ভয় নিয়ে কাজ করে। আর ভয় নিয়ে বসে থাকলে জীবনে সফলতা অর্জন করা যায় না। কিছু মানুষ দেখা যায় ভয় নিয়ে কাজ করে মনের বিরুদ্ধে চলে যায়। কারণ মনের বিরুদ্ধে গেলে তখন কাজ করতে আর চাই না। প্রায় প্রতিটি মানুষ মনের বিরুদ্ধে গিয়ে ভয় পেয়ে কোন লাভ নেই। চেষ্টা করে শিক্ষা অর্জন করে ওইখান থেকে এগিয়ে যেতে হবে। প্রতিটি কাজে নিজেকে শিক্ষা হিসেবে নিতে হবে। আর শিক্ষা নিলে যে কোন কাজে ভালো কিছু করা যায়। তাই প্রত্যেকটি মানুষ ভয় না দেখে কাজ করে শিক্ষা নিয়ে যেতে হবে সামনের দিকে। যখন একজন মানুষ জীবনে প্রথম যখন শিক্ষার লেকচার বা কাউকে শিক্ষা দিচ্ছে। কখন ভয় কাজ করে আর মনের মধ্যে।

তবে ভয় থেকে একটু বাইর হলে সে কিছু উপলব্ধি করতে পারবে। কারণ যখন সেই ভয় থেকে বাহির হবে তখন সে সামনের ধাপ গুলো এগিয়ে যেতে পারবে। আর ওইখান থেকে সে ভালো কিছু করতে পারবে। আর প্রতিটি মানুষ যখন চেষ্টার ব্যর্থ হবে ওইখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আর প্রতিটি মানুষের অভিজ্ঞতা কখনো ব্যর্থ হয় না। কারণ অভিজ্ঞতা থেকে মানুষ সামনের দিকে নিজেকে এগিয়ে নিতে পারবে। তাই চেষ্টা করতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত। এ কারণে ব্যর্থতাকে কেউ মানতে চায় না। কারণ চেষ্টা করলে সফলতা অর্জন করতে পারবে। কারণ ব্যর্থ হলে চেষ্টা করলে সফলতা অর্জন করতে পারবে। আর যে মানুষ চেষ্টাই করেনা তাকে কেউ পছন্দ করে না। আশা করে আমার টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

Screenshot_2025-07-30-15-21-58-430_com.twitter.android.jpg

Great post! Featured in the hot section by @punicwax.

 yesterday 

আমরা অনেক সময় ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থতাকে মেনে নেই। আসলে সেটা কখনোই ঠিক নয়। আপনার লেখাগুলো পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। একেবারে চমৎকার ভাবে লেখাগুলো তুলে ধরেছেন।

 yesterday 

এই লাইনটা সত্যিই অনুপ্রেরণামূলক! জীবন তো চেষ্টার মাধ্যমেই বদলায়, ব্যর্থতা তো সেখানকারই একধাপ।অনেকেই ব্যর্থতা ভয় পায়, কিন্তু আপনি যেভাবে চেষ্টাকে গুরুত্ব দিয়েছেন, সেটাই সফলতার মূল চাবিকাঠি।চেষ্টা ছাড়া কিছুই সম্ভব না—এই বার্তাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এমন একটি মূল্যবান দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য।

 yesterday 

Screenshot_2025-07-30-18-38-45-845_com.twitter.android.jpg

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin