জেনারেল রাইটিং।। অন্যের ক্ষতি চাই যে, নিজের ক্ষতির বীজ বপন করে সে।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
মানুষ হলো সামাজিক জীব। সেই প্রেক্ষিতে মানুষ কখনোই একা একা বসবাস করতে পারে না। দলবদ্ধ বা সঙ্ঘবদ্ধভাবে বসবাস করাই হলো সামাজিক জীব হিসেবে মানুষের এটা বৈশিষ্ট্য। ঠিক সে কারণেই মানুষ পরিবেশবান্ধব বা পরিবার নিয়ে একত্রে বসবাস করে। কোন মানুষই কখনো একা একা চলতে পারে না। এটা অসম্ভব। সেই আদিকাল থেকে একটি পরম্পরা চলে আসছে সেটি হচ্ছে মানুষ দল বেঁধে বসবাস করে। যদিও বা যুগের পরিবর্তনের কারণে মানুষ এখন পরিবার নিয়ে বসবাস করে।
আধুনিকতার ছোঁয়া ক্রমাগত পরিবর্তন হওয়ার সাথেসাথে মানুষ পরিবর্তন হতে শুরু করে। যার ফলে মানুষ বর্তমানে পূর্বের তুলনায় অনেক সুশীল রুচি সম্পন্ন। ঠিক সেই জায়গা থেকেই মানুষ আগে যেমনটা পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল ছিল এবং সহযোগিতা পূর্ণ বা সৌহার্দ্যপূর্ণতা বজায় রেখে চলত বর্তমানে তার ব্যাপক বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বর্তমান মানুষের মাঝে লোভ হিংসা অহংকার এবং অন্যের ক্ষতি করা বিষয়টা নিয়ে বেশ দৃষ্টিপাত হয়েছে।
তবে হ্যাঁ এটাও সত্য যে যদি আমরা কারোর ক্ষতি করতে চাই তবে সেটা আমাদের নিজেদেরই ক্ষতি ডেকে নিয়ে আসে। কেননা প্রকৃতির একটা নিয়ম আছে। যে যেমন কর্ম করবে ঠিক সেরকমই ফল সে প্রাপ্ত হবে। সুতরাং যদি আমরা ভালো কিছু করি তাহলে আমরা অবশ্যই ভালো ফল পাবো। আর যদি আমরা খারাপ কাজ করি বা অন্যের খারাপ করার চিন্তা করি তবে অবশ্যই আমাদের নিজেদের ক্ষতি ছাড়া অন্য কারো ক্ষতি হবে না। সুতরাং এটা স্পষ্ট যে যদি আমরা অন্য কারো ক্ষতি করতে চাই পক্ষান্তরে আমরা নিজেরাই ক্ষতির সম্মুখীন হবো।
এটা বিভিন্ন ধর্মের মধ্যেও বলা আছে, যদি কেউ অন্যের ক্ষতি করার জন্য ফাদ পাতে তবে সেই ফাঁদে তাকেই পড়তে হবে। কেউ কারো ক্ষতি করে কখনোই বেশিদূর এগোতে পারবেনা এটা চরম সত্য। তাই আমাদের উচিত অন্যের ক্ষতি না করে ভালোটাই করা। ভালো করতে না পারলেও ক্ষতি না করা। পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক বজায় রাখা। তবেই আমরা সফল জাতি হিসেবে বিবেচিত হবো এবং ভালো কিছু অর্জন করতে পারব।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
daily task:-
https://x.com/mdetshahidislam/status/1940821313201098947?t=Vt4WUlGHjXltXCxkwZ3j5w&s=19
https://x.com/mdetshahidislam/status/1940820731656540200?t=y8uc7YSBOBXQmg7QT-WuPA&s=19
https://x.com/mdetshahidislam/status/1940820263685480877?t=qzdWLS46R5JPkxXTgzxCog&s=19
https://x.com/mdetshahidislam/status/1940818666293239947?t=4PqBlTewAR_Xl6Q0Lbpq9Q&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1940816981781107132?t=P_ICY7ERFcLYzZhkwVfniQ&s=19