জেনারেল রাইটিং : জাগো বাহে, তিস্তা বাঁচাও।

সবাইকে শুভেচ্ছা।

তিস্তা পাড়ের বন্যা নিয়ে দিন কয়েক আগে একটি আর্টিকেল শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেই তিস্তা পারের মানুষ গত ১৬ অক্টোবর এক ইতিহাস সৃষ্টি করেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে উত্তাল হয়ে উঠেছিল তিস্তা পারের মানুষ। তিস্তা বাঁচাও, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর এই দাবীতে তিস্তা পারের ১২০ কিলোমিটার এলাকায় বিক্ষুব্ধ মানুষ মশাল প্রজ্জ্বলিত করে বিক্ষোভ প্রদর্শন করেছে। আন্দোলনকারীরা সরকারের কাছে জোর দাবী জানিয়েছে, এই বছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করতে হবে। তিস্তা পারের গতকালের আন্দোলনের ছবি স্যোসাল মিডিয়ায় ছয়লাব হয়েছে। জাগো বাহে, তিস্তা বাঁচাও লেখা ও ছবিতে নিউজ ফিড ভরে উঠছে। দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ছাত্ররা তিস্তা পারের মানুষের আন্দোলনে সংহতি জানিয়ে মশাল প্রজ্জ্বলিত করে বিক্ষোভ করেছে। আশাকরি সরকার জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করবেন।

20251017_134905.jpg

দেশের উত্তরের জেলা রংপুর, লালমনির হাট,কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। নদী কেন্দ্রীক বাংলাদেশে অর্থনৈতিক ভীত শক্ত করতে নদী গুলোর ভূমিকা অনেক। কিন্তু নাব্যতা হারিয়ে তিস্তা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিস্তা একজন আশীর্বাদ নয় অভিশাপ। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় জীবন যাত্রার মানে উত্তরাঞ্চল অনেক পিছিয়ে। শিল্পায়ন না থাকা অন্যতম কারন । কৃষি নির্ভর উত্তরাঞ্চল। কিন্তু খরা-বন্যায় কৃষকরা বার বার ক্ষতিগ্রস্ত হয়। কৃষক ন্যায্য মূল্য পায়না। উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণের নেই ব্যবস্থা। আলু ছাড়া)। তাই উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তারা আশায় বুক বাধছে। হয়ত তাদের আশা পুরন হবে। কিন্তু সরকার আসে, সরকার যায়। আশা পুরন হয়না। তাই লাগাতার আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে ১২০ কিলোমিটার এলাকায় মানুষ সংগঠিত হয়ে মশাল প্রজ্জ্বলিত করে বিক্ষোভ প্রদর্শন করেছে। দল মত নির্বিশেষে সব মানুষ মাঠে নেমেছে। যা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয় সরকার নড়ে কিনা! আশাকরি বর্তমান ইন্টেরিম সরকার জনমতের প্রতি শ্রদ্ধা রেখে উত্তরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং দেশের সব এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করবেন।
জাগো বাহে, তিস্তা বাঁচাও।

ধন্যবাদ।
ঢাকা-বাংলাদেশ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.