জেনারেল রাইটিং : দম্ভ।

সবাইকে শুভেচ্ছা।

আজ মহালয়া। দেবীদূর্গার আগমন। হিন্দু সম্প্রদায়ের সবাইকে মহালয়ার শুভেচ্ছা। শুভ মহালয়া। বাঙ্গালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব। বাঙ্গালির সার্বজনীন উৎসব।৷ ধর্মীয় সম্প্রীতির বন্ধনে, এই দুর্গোৎসব সমাজের সকল অনাচার-পাপাচার রুখে দিয়ে, দেশকে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধির পথে এগিয়ে নিবে বলে বিশ্বাস করি। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজও একটি জেনারেল রাইটিং শেয়ার করবো আপনাদের সাথে। আজকের জেনারেল রাইটিং এর বিষয় দম্ভ।

pexels-rdne-10503446.jpg
source

দম্ভকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। দম্ভ অর্থ অহংকার। অহংকার হচ্ছে পতনের মূল। নিজেকে জাহির করা ই দম্ভ। নিজেকে সর্বেসর্বা মনে করে। তিনি শ্রেষ্ঠ আর সব তুচ্ছ। কোন কিছু অর্জন করলে সবাইকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে। আশপাশের সবাইকে মূল্যহীন মনে করে। এধরণের দম্ভধারী মানুষ আমাদের চেনা। সমাজে তাদের অবস্থান সম্মানিত হলেও বাস্তবে এধরণের মানুষ সাধারণ মানুষের শ্রদ্ধা-ভালোবাসা থেকে বঞ্চিত। এদের সবাই এড়িয়ে চলে। অন্তর থেকে নয়, বাধ্য হয়ে সালাম দেয়, শ্রদ্ধা করে। তাদের দম্ভ, সাধারণ থেকে অনেক দূরে ঠেলে৷ দেয়। এদের শেষ পরিনতি হয় করুণ।

অর্থের দম্ভ, ক্ষমতার দম্ভ, শিক্ষার৷ দম্ভ আবার কেউ কেউ রুপের দম্ভ দেখা। নিজেকে এরা অন্য গ্রহের মনে করে। দম্ভে তাদের মাটিতে পা পড়েনা। আমাদের সমাজ ব্যবস্থায় সবচেয়ে দৃষ্টিকটু ভাবে দেখা যায় ক্ষমতার দম্ভকারীকের। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমিতো সেই ঘরের মালিক নই। গানের এই সহজ সত্য লিরিটিও ওরা বুঝতে পারেনা। তারা ধরা কে সরা জ্ঞান করে। সবকিছুর যে শেষ পরিনতি আছে এটি তারা বুঝতে চায় না। তোষামোদকারী ও সহমত ভাইয়েরা তাদের পছন্দ। এই তোষামোদকারী ও সহমত ভাইয়েরা তাদের দম্ভ টিকেয়ে রাখতে সহায়তা করে, সামান্য নগদ নারায়ণের আশায়। নিকট অতীতে অনেক ক্ষমতার দম্ভে বুধ হওয়াদের পতন আমরা দেখেছি। কিন্তু পরিতাপের বিষয় দেখে দেখেও শিখে না! এরা ইতিহাস থেকেও শিক্ষা নেয় না। আজ বা কাল দম্ভের পতন অনিবার্য।

ধন্যবাদ।
ঢাকা-বাংলাদেশ।