জেনারেল রাইটিং : শরৎকাল।

সবাইকে শুভেচ্ছা।
ঋতু বৈচিত্রের মাস বাংলাদেশ। ছয় ঋতুর প্রতিটির সৌন্দর্য আলাদা আলাদা। " মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে"- একটি বহুল প্রচলিত লোক কথা। মেঘ-বৃষ্টির এই খেলাই শরত কাল। গত কয়েকদিন ধরেই খেঁকশিয়ালের বিয়ের বৃষ্টি হচ্ছে ঢাকায়। এই মেঘ, এই বৃষ্টি। আবার রোদ।মেঘ-বৃষ্টি-রোদের চিরায়ত খেলা। এক মনোমুগ্ধকর খেলা। হঠাৎ বৃষ্টি যে চলার পথে ব্যাঘাত ঘটায় না তা কিন্তু নয়! তারপরেও এই আবহাওয়া উপভোগ্য। বাংলার কবি সাহিত্যিকরা শরৎ এর রুপ রস নিয়ে অনেক সাহিত্য সৃষ্টি করেছেন। যা আমাদের বাংলা সাহিত্যের ভান্ডারকে করেছে সমৃদ্ধ।
20250823_183619.jpg

ভাদ্র-আশ্বিণ মাস নিয়ে শরৎ কাল।) এখন প্রাণ-প্রকৃতির পালাবদল চলছে। প্রকৃতি তাঁর নতুন রুপে সজ্জিত হছে। শিমুল তুলার মত মেঘ আর নীল আকাশ মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। এযেন বাংলার রুপ। আমার রুপসী বাংলার রুপ।বাংলাদেশের বিখ্যাত ও জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদ তাঁর এই মেঘ,রৌদ্রছায়া উপন্যাসে প্রকৃতির অপরুপ রুপের বর্ণনা দিয়েছে।যা এখনো মুগ্ধ করে পাঠককে। শরতের বড় সৌন্দর্য কাশফুল।কাশফুলের নরম ছোঁয়ায় মাতোয়ারা হয় না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে স্যো)সাল মিডিয়ার কাশফুলের ছড়াছড়ি। কাশফুল ট্রেণ্ডিং।

শরতেত ১ম মাস ভাদ্রমাস। শুরু রোদ বৃষ্টির খেলা নয় আছে তালাপাকা গরমও। গত সপ্তাহে ঢাকাসহ সারাদেশের মানুষ ভালো ভাবেই টের পেয়েছে সেই তালপাকা গরমের। ভাদ্রমাস তালের পিঠা আর তালের রস রসনাপ্রিয় বাঙ্গালির বরাবরেই প্রিয়। বাজারে এখন প্রচুর তালও পাওয়া যাচ্ছে। ঘরে ঘরে শুরু হয়েছে তালপিঠার উৎসব। আসলে ঋতু বৈচিত্র্য আমাদের ভরিয়ে দিয়েছে দু'হাত ভরে। খানাপিনা,আনন্দ উৎসব একেক ঋতুর একেক মাহাত্ম।এই শরত বাঙ্গালিকে মাতিয়ে রাখে শারদ উৎসবে। এজন্যই কবি লিখেছিলেন, এমন দেধটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি।

ধন্যবাদ।
ঢাকা -বাংলাদেশ।