জেনারেল রাইটিং : নিয়ম ভাঙ্গতেই আমাদের বাহাদুরি।
শুভেচ্ছা সবাইকে।
বাংলাদেশের বিশিষ্ট বামতাত্বিক, চিন্তক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দীন উমর ৯৪ বছর বয়সে আজ সকালে ঢাকার একটি হাসপাতালে মৃত্যবরণ করেছেন। বাংলাদেশ হারালো একজন জ্ঞানী মানুষকে। বাংলাদেশের জন্য অপূরনীয় ক্ষতি। তাঁর কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা। ভাদ্র মাস শেষ হতে চলছে, গরম কমছে না। গত কয়েকদিন ধরেই প্রচন্ড গরম। গরমে মানুষের হাসফাস অবস্থা! প্রবাদ বাক্যের সেই ভাদ্রের তালপাকা গরম এখন চলছে। বন্ধুরা, আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আজকের জেনারেল রাইটিং এর বিষয় নিয়ম ভাঙ্গাই যেন বাহাদুরি।
নিয়মের মধ্যে চলাই সভ্য মানুষের কাজ। সারা পৃথিবীতে নিয়ম মেনেই সবাই চলে। কোন কারনে নিয়মের বরখেলাপ হরে জরিমানাও দিতে হয়। নিয়ম মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। দায়িত্ব মেনে চলাই নাগরিকের কাজ। নিয়মের মধ্যে থাকলে সবকিছু স্বাভাবিক থাকে। দেখতেও সুন্দর লাগে। সাজানো গোছানো মনে হয়। এই নিয়ম মেনে চলতে শিক্ষা,ধর্য ও শ্রদ্ধাবোধ থাকতে হয়। যে জাতির যত বেশি এই গুন গুলো
আছে তারা তত সুশৃঙ্খল। নিয়ম ভেঙ্গে নিজের সুবিধা আদায়কে তারা অনৈতিক -বেআইনী মনে করে। ছোট বড় সবাই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। সভ্য মানুষেরা শুধু মুখেই নিয়মের কথা বলে না - মেনে চলা ও প্রাকটিস তাদের জীবনের অংশ।
নিয়ম ভাঙ্গাতেই আমাদের বাহাদুরি। আমরা নিয়মের প্রতি কতটা শ্রদ্ধাশীল? আমরা সবাই জানি। সুযোগ পেলেই নিয়ম ভাঙ্গতে ব্যস্ত হয়ে পড়ি। বাপ-চাচা-মামা-ভাই-বন্ধুর সুযোগ নিয়ে নিয়ম ভেঙ্গে অনিয়ম করা স্বাভাবিক ঘটনা! উৎকচ দিয়ে নিয়ম ভেঙ্গে সুবিধা আদায় এটাও স্বাভাবিক ঘটনা। শিক্ষিত-অশিক্ষিত এতে কারো বিকার নেই বরং তারা নিজেকে প্রভাবশালী ভাবে। বাহাদুর ভাবে। অনিয়মের মাধ্যমে কাজ করে এসে গর্ব করে প্রচার করে ওখানে আমার ওমুক আছে! ওখানে সবার আগে কাজ করা কোন ব্যাপার না। যারা নিয়ম মেনে দিনের দিনের দিন ঘুরে কাজ করে তারা সমাজে বোকা হিসেবে পরিচিত। অনিয়মকারিরা চালাক বাদাদুর। গল্পে আড্ডায় এরকম নিয়ম ভাঙ্গার বাহাদুরির গল্প অনেক শুনতে হয়! আপনি শুনেছেন কি?
আসুন নিয়ম মেনে চলি।
ধন্যবাদ।
ঢাকা-বাংলাদেশ।