অমূল্য আশীর্বাদ (উপহার)❤️
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
অমূল্য আশীর্বাদ ❤️
আজকের সকাল টা এক অন্য রকমের অদ্ভুত সুন্দর সকাল।প্রতিদিন আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি! তখন সকাল সাড়ে সাত টার মতো বাজে,ছোট মেয়ে আস্তে আস্তে আমাকে ডাকছিলো আর বললো মা আমার বান্ধবী ইশরাত ও তার মা এসেছে।কথাটা কানে যেতেই দ্রুত বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ড্রইং রুমে আসলাম।আসার সাথে সাথে ইশরাতের আম্মু আমার হাতে ছোট্ট একটা সুন্দর বক্স ধরিয়ে দিলেন।আমি অবাক হয়ে ভাবিকে জিজ্ঞেস করলাম এটা কি?
ভাবির মুখ ঢাকা ছিলো তাই ওনার হাসি আমি দেখতে পাইনি!তবে হেসে হেসে বললেন এটা আপনার পূজোর উপহার।আমি অবাক হয়ে ভাবলাম যে আমাকে সেরকমভাবে চেনে না তাঁরসাথে আমার সেরকম কখনো কথাও হয়নি অথচ সে আমার জন্য উপহার নিয়ে এসেছে ব্যাপারটা সত্যিই অবাক হওয়ার মতো। ভাবি নিজের হাতে বানিয়েছেন আমার জন্য।ওনারা স্বামী-স্ত্রী দুজনমিলে এ্যান্টিকের গহনা তৈরি করেন।ভাবি সকালে আসতে চাননি বিকেলে আসতে চেয়েছিলো!কিন্তু ভাই বলছেন যে ওনারা বিকেলে হয়তো কোথাও ঘুরতে যাবে তখন পড়তে পারবে।তাদের চিন্তাভাবনা গুলো দেখে আমি শুধু অবাকই হয়ে যাচ্ছিলাম।
আমি বক্সটা খুলে দেখলাম—ভেতরে মুক্তোর দানা জড়ানো এক অপরূপ মঙ্গলসুত্র যার মাঝখানে সোনালি ফুলের মতো ঝলমলে পেনডেন্ট। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলাম,আর চোখ ভিজে উঠলো অজান্তেই এটা ভাবছিলাম যে আজকের দিনে কতোটা মানুষই বা অন্যের জন্য এভাবে আন্তরিক ভালোবাসা দিয়ে কিছু দেয়!এটা শুধু গয়না নয়,বরং এক নিঃস্বার্থ সম্পর্কের প্রতিচ্ছবি।আমার মেয়ের প্রতি তাদের ভালোবাসা, আর আমাকে নিজের আপনজন ভেবে সম্মান দেখানোর প্রতীক।
মঙ্গলসুত্র টা হাতে নিয়ে মনে হলো—এ যেনো এক অমূল্য বন্ধন,যেখানে রক্তের সম্পর্ক নেই, আছে কেবল হৃদয়ের টান। আজ যখন এই মঙ্গলসূত্র টা গলায় দিয়ে দেখলাম তখন, মনে হলো আমি সাধারণ একটা অলংকার উপহার পাইনি,বরং পেয়েছি মমতার ছোঁয়া,পেয়েছি এক অচেনা বন্ধুত্বের নিঃস্বার্থ ভালোবাসা।❤️
OR