আমার জীবনে সবচেয়ে বড় উপহার ও সারপ্রাইজ

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।

আমার মেয়েদের দেওয়া গিফ্ট।

গতকাল হ্যাংআউট এর পর থেকে মনটা খুবই খারাপ কারণ আমার বাংলা ব্লগ আর থাকছেনা।এটা আসলেই খুবই কষ্টকর।কারণ চার বছর ধরে এই কমিউনিটির সাথে রয়েছি।অনেক স্মৃতি রয়েছে এখানে। হয়তো আমার বাংলা ব্লগের এই কমিউনিটি থাকবে কিন্তু আগের মতো আর জমজমাট থাকবে না। যাইহোক দাদার বিবেচনায় আরো একমাস থাকবে "আমার বাংলা ব্লগ"।এরই মাঝে যেন ডিসিশন চেঞ্জ হয়ে আবার যেন আমরা সকলে একসাথে থাকতে পারি এটিই একমাত্র কাম্য।এই মন খারাপের মাঝেও আমার আনন্দের একটি দিন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।ইতিমধ্যেই হ্যাংআউটে যারা ছিলেন তারা সকলেই জেনে গিয়েছেন গতকাল আমার বার্থডে ছিল।নরমালি আমরা কেউ বার্থডে পালন করি না।শুধু মেয়েদের বার্থডের সময় তাদের কিছু গিফ্ট ও কেক এনে দেয়। আর আমার বার্থডে পালন করার তো প্রশ্নই ওঠে না।

গতকাল সিলেটের সকলকে নিয়ে গিয়েছিলাম মাধবকুণ্ড ঝর্ণা দেখতে।যেহেতু এর আগে কখনো এই ঝর্ণা দেখিনি তাই এই ডিসিশনটি নিয়েছিলাম।এছাড়া সিলেটের অনেকগুলো জায়গায় গিয়েছিলাম শুধু এই জায়গাটি বাকি ছিল।তাই এটিও পূর্ণ করে ফেললাম।আমি আমার শ্বশুর বাড়িতে সবচেয়ে ছোট বউ, বাকি সকলে আমার থেকে বড়।আমার হাজবেন্ডরা মোট পাঁচ ভাই, তাদের মধ্যে সেই সবচেয়ে ছোট।তিন ভাই ইংল্যান্ডে থাকে আর বড় দুই ভাই থাকে বাংলাদেশে।যাই হোক বাড়িতে এসে দেখি ভাসুরের ছেলেরা আমার জন্য একটি কেক অর্ডার দিয়ে রেখেছে।যদিও এটি আমার কাছে বড় সারপ্রাইজ নয় কারণ এর আগে যখন এসেছিলাম তখনও তারা এভাবে সারপ্রাইজ দিয়েছিল।

সকলে কিছু কিছু উপহার দিয়েছে কিন্তু আমার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল যখন দেখি মেয়েরা একটি প্যাকেট খুলে আংটি বের করছে।এই আংটি মেয়েরা ও বাবা ইংল্যান্ড থেকে কিনে নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল আমার বার্থডেতে সারপ্রাইজ দিবে বলে।প্রায় দুই মাস এই আংটি আমার মেয়েদের কাছে ছিল কিন্তু আমি কিছুই জানতাম না।শুধু দেখছিলাম তারা শুধু দিন গণনা করছে কবে আমার বার্থডে আসবে।নরমালি সকলে তারা যারই বার্থডে আসুক না কেন খুবই এক্সাইটেড থাকে।কিন্তু তাদের এই প্ল্যান আমি কিছুই জানতাম না।আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই রিং কেনার প্ল্যান আমার ছোট মেয়ে করেছে।তার বাবা বলল তারা নাকি তাদের ঈদের জমানো টাকা গুলো বাবার কাছে দিয়ে বলেছে মায়ের জন্য বার্থডেতে একটি রিং কিনে দিতে।বাবা তাদের টাকাগুলো ফেরত দিয়ে নিজের টাকা দিয়ে রিংটি কিনে এনেছিল।এরপর তাদের কাছে রেখে দেয় লুকিয়ে রাখার জন্য।এরপর সকলে মিলে কেক কাটার পর এই সারপ্রাইজটি তারা এনে দেয়। সত্যিই এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার আর সারপ্রাইজ।কারণ এটি আমার মেয়েদের প্ল্যানে হয়েছে।তারা যে আমাকে এতবড় সারপ্রাইজ দিবে তা আমি কল্পনাও করিনি।যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আর মাত্র ৩ দিন বাকি রয়েছে ইংল্যান্ডে ফিরে যেতে, আমরা যেন ভালোভাবে ফিরে যেতে পারি আমাদের গন্তব্য স্থলে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Absolutely heartwarming, @tangera! What a beautiful and touching birthday surprise from your daughters! It's clear how much love and thoughtfulness went into that ring. The story of them saving their Eid money to buy you a gift is incredibly sweet and shows the special bond you share.

It's understandable to feel a bit melancholic about the changes with "Amar Bangla Blog," especially after being a part of the community for so long. However, focusing on these joyful moments with your family is definitely the best way to keep your spirits high. The মাধবকুণ্ড ঝর্ণা trip sounds like a wonderful way to celebrate, and that surprise cake from your nephews was a lovely touch!

Wishing you safe travels back to England! Thank you for sharing this personal and uplifting story. It's moments like these that make the Steemit community so special. I encourage others to share their thoughts and birthday wishes in the comments below!

 2 days ago 

আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত এবং আশাবাদী যে দাদার অনুরোধে যে এক মাস বাড়তি সময় পেয়েছি আমরা এবিবিতে সকলে জাঁকজমক ভাবে থাকার জন্য সেটা যেন এক মাস পর পুরো দীর্ঘস্থায়ী হয়ে যায়। দাদা যেন সিদ্ধান্ত চেঞ্জ করে নেন। আল্লাহ ভরসা।দোয়া রইল আপু যেন সঠিকভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। সেই সাথে আপনার মেয়েরা আপনাকে চমৎকার একটি গিফট দিয়েছে। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে। বেঁচে থাকুন আমাদের মাঝে অগণিত বছর, আপনার জীবনে এই দিনটি আসুক বারবার শুভময় এবং সাফল্য নিয়ে। শুভ জন্মদিন প্রিয় বড় আপু।

 12 hours ago 

আপনার মেয়েরা সত্যিই দারুণ সারপ্রাইজ দিয়েছে আপনাকে। ওদের প্ল্যানটা খুব ভালো ছিলো। দোয়া করি আপনারা যাতে ঠিকঠাক মতো ইংল্যান্ডে পৌঁছাতে পারেন। আপনাদের জন্য শুভকামনা রইলো আপু।