"নজর"
নমস্কার
নজর
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে পছন্দ করি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।নজর অর্থাৎ দৃষ্টি যাকে বলে।আর এই দৃষ্টিভঙ্গিও কিন্তু মানুষের একটা সহজাত গুণ।তাই মাঝে মাঝেই আচার-আচরণ,মনের যেমন বদল ঘটে তেমনি এই নজর নামক দৃষ্টিভঙ্গিরও কিন্তু বেশ পরিবর্তন বা বদল দেখতে পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতেও পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি মাত্র।যাইহোক তো চলুন শুরু করা যাক----
সাধারণত নজর বলতে আমরা জানি,কোনো কিছুর দিকে তাকানো,খেয়াল করা, কিংবা মনোযোগ দেওয়া।আর এই দৃষ্টি বা নজর শুভ ও অশুভকর হতে পারে অনেক সময় সুদৃষ্টি একটা সুলভ মনোভাবের পরিচয় দেয় আর কুনজর সৃষ্টি হয় হিংসা বা খারাপ মনোবৃত্তি থেকে।
মানুষ সবসময় পরিবর্তনশীল তাই মানুষের সহজাত প্রবৃত্তিগুলির পরিবর্তন ঘটে যখন তখন।এটার কিছু নির্দিষ্ট কারণ থাকে আবার কোনো কারণ ছাড়াই হতে পারে।তবে সকলের দৃষ্টি কখনোই খারাপ নয়।একজন মানুষের চোখের দিকে তাকালেই বোঝা যায় যে, সেই নজর স্বাভাবিক নাকি অস্বাভাবিক, শুভ নাকি অশুভ, কিংবা ভালো নাকি খারাপ, সুন্দর নাকি হিংসায় ভারাক্রান্ত দোদুল্যমান হয়ে রয়েছে।মানুষের মনের অর্ধেক কথায় কিন্তু এই চোখের নজর দেখেই বুঝে নেওয়া সম্ভব।সেটা উপলব্ধি করা সম্ভব সেটি ভালো নাকি খারাপ উদ্দেশ্যের দিকে যাত্রা করতে চাইছে।তাই নজরকে অনুধাবন করার মতো ক্ষমতা রাখাটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
নজর শব্দটি ছোট্ট কিন্তু এর গভীরতা ব্যাপক।কারন মানুষের একটু সুনজরেই পাল্টে যেতে পারে গোটা জীবন।যেখানে সুনজর তাকে সুন্দর ও আলোকময় জীবন উপহার দিতে পারে।কিন্তু নজর যদি খারাপ উদ্দেশ্যে পরিণত হয় তবে সেটা সারা জীবনের জন্য দুর্ভোগ বা দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে পারে।জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ-ই হচ্ছে নজর নামক এই প্রবৃত্তিটি। তাই এই নজর থেকে এড়িয়ে চলাই সবথেকে ভালো।বেখেয়ালিভাবে অনেক সময় আমরা অনেক কুদৃষ্টিও এড়িয়ে যাই চোখের সামনে দেখেও।তখনই আমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলিই খারাপ উদ্দেশ্যযুক্ত নজর ব্যর্থ না হয়ে সফল হয়ে থাকে।
চলুন,ছোট্ট একটা উদাহরণ দিই---যদিও আপনাদের কাছে এটি অবাঞ্ছিত কিংবা মতামতে পার্থক্য থাকতে পারে।কিন্তু আমি বাস্তবতা থেকেই বলছি।ধরুন,, আপনি একটি বড় মাছ কিনলেন।যেটি আপনি কিংবা আপনার সঙ্গে সুসম্পর্ক থাকা মানুষেরা সুন্দর দৃষ্টিতে নেবে আর প্রশংসামূলক কথা বলবে।আর যার সঙ্গে আপনার সম্পর্কের একটু ত্রুটি আছে, সে তো ওই মাছের দিকে এমন দৃষ্টি দেবে যে আপনি যদি ঐ দৃষ্টির কবল একবার দেখে নেন তাহলে ওই মাছ খাওয়ার আর ইচ্ছেবোধ থাকবে না।
আবার ধরুন, এই দুইয়ের মাঝে আরেক ধরনের মানুষ রয়েছে যে মুখে তো হাসি নিয়ে ভালো কথা বলবে ভালো নজর দেবে কিন্তু মনের মধ্যে বিষ ঢালা যন্ত্রনা নিয়ে আন্দোলিত হবে।এটা শুধু খাওয়া দাওয়া কিংবা ঠুনকো মাছ নিয়ে নয় ,যেকোনো ভালো কাজের পিছনেই এই সুনজর ও কুনজর বাসা বেঁধে চলে।তাই নজর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।যেকোনো পরিস্থিতিতে স্বাভাবিক নজর দেওয়াটাই শ্রেয়।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1967122819634147481?t=wcH4c2SZBCGC79cjqDsAbg&s=19
https://x.com/green0156/status/1967124426300026995?t=ABA1r7KnGKeMUfAdwDZlDQ&s=19
টুইটার লিংক