*গল্পের নাম: দয়ার শক্তি*

in #golpo18 hours ago

এক গ্রামে এক ছোট্ট ছেলে থাকতো, নাম ছিল রাহিম। সে ছিল গরিব, কিন্তু খুব দয়ালু। একদিন পথে সে একটি আহত পাখি দেখতে পেল। সবাই পাশ কাটিয়ে চলে গেলেও রাহিম পাখিটিকে ঘরে এনে যত্ন নেয়। কিছুদিন পর পাখিটি সুস্থ হয়ে উড়ে যায়।

7942.jpg

পরের বছর এক ভয়াবহ খরায় গ্রামের সবাই কষ্টে পড়ে। ঠিক তখনই সেই পাখিটি শত পাখি নিয়ে ফিরে আসে, তাদের ঠোঁটে ঠোঁটে ফল আর শস্য। গ্রামের মানুষ বাঁচে। সবাই অবাক!

তখন রাহিম বলে, "দয়া কখনো বৃথা যায় না। একদিন না একদিন, সে ফিরে আসে।"

7941.jpg

পাঠ:
ছোট একটি ভালো কাজও জীবনে বড় ফল বয়ে আনতে পারে। দয়া এবং মমতা মানুষকে মহান করে তোলে।