আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আজকে এক ট্রাক মাল লোড হচ্ছে।

in #goodslast year

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।আজকে আবারো আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।
IMG_20240530_104631.jpg
আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক গাড়ি মাল লোড হচ্ছে। আজকে যে মালগুলো লোড হচ্ছে সেটা হচ্ছে ঢালাই। সাধারণত কল, মেশিনের বডি, এই জাতীয় মালগুলো ঢালাই হয়ে থাকে। ঢালাই এবং লোহা দুইটা দুই ধরনের ধাতু।
IMG_20240530_094549.jpg
IMG_20240530_094531.jpg
এই ঢালাইগুলো আমি স্থানীয় দোকান থেকে সংগ্রহ করে কারখানায় পাঠাই। আজকের এই মালগুলো যে লেবাররা লোড করে দিচ্ছে তাদেরকে এই গাড়ি লোডের জন্য ৩৫০০ টাকা দেয়া হবে।তারা মোট ৪ জন লোক আছে। প্রত্যেকে ৮৭৫ টাকা করে হাজিরা পাবে।
IMG_20240530_104535.jpg
IMG_20240530_104425.jpg
এই ঢালাই গুলো গলিয়ে আবার নতুন মাল তৈরি করা হয়।আজকের এই মাল গুলো যশোরের একটি ঢালাই কারখানায় যাবে।এই ট্রাকের মধ্যে ১৬ হাজার ৫০০ কেজি মাল আছে। প্রতি কেজি মালের দাম ৬৩ টাকা ৫০ পয়সা করে।আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।