লোভ,হিংসা মানুষকে ভিতর থেকে ধ্বংস করে।।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
লোভ আর হিংসা এমন দুইটি মানসিক বিষ, যা মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে ক্ষয় করে দেয়। মানুষের প্রকৃত সৌন্দর্য তার মন, চিন্তা ও মানবিকতায় নিহিত থাকে। কিন্তু যখন লোভ ও হিংসা সেই মনকে গ্রাস করে ফেলে, তখন মানুষ তার বিবেক হারিয়ে ফেলে। লোভ মানুষকে অসৎ পথে ঠেলে দেয়, আর হিংসা তাকে অন্যের ক্ষতি দেখতে আনন্দ দেয়। এ দুটি অনুভূতি মানুষকে মানবতার পথ থেকে বিচ্যুত করে, তাকে স্বার্থপর, নিষ্ঠুর ও অস্থির করে তোলে।
লোভের কোনো সীমা নেই। মানুষ যত পায়, তত চায় আরও বেশি। এই চাওয়ার শেষ নেই, কিন্তু এর ফল ভয়াবহ। লোভী মানুষ কখনো সন্তুষ্ট থাকতে জানে না। তার মন সবসময় অস্থির থাকে, অন্যের সুখ দেখলে ঈর্ষায় পুড়ে যায়। এই অস্থিরতা তাকে নিজের শান্তি ও সুখ থেকে বঞ্চিত করে। জীবনে যত অর্জনই করুক না কেন, সে কখনো তৃপ্তি পায় না। লোভ তাকে অন্ধ করে দেয়, সে বুঝতে পারে না যে অতিরিক্ত চাওয়া একসময় তার পতনের কারণ হবে। ইতিহাসের পাতায় এমন অসংখ্য উদাহরণ রয়েছে, যেখানে লোভ মানুষের সর্বনাশ ডেকে এনেছে।
অন্যদিকে, হিংসা এমন এক আগুন যা মানুষ নিজের ভেতরে জ্বালিয়ে রাখে কিন্তু তাতে নিজেই পুড়ে যায়। হিংসুক মানুষ কখনো অন্যের উন্নতি সহ্য করতে পারে না। সে অন্যের সাফল্য দেখলে কষ্ট পায়, আনন্দ হারায়। অথচ হিংসা করে কখনো কেউ উন্নতি করতে পারে না; বরং তা মনকে দুর্বল করে দেয়, চিন্তাকে নেতিবাচক করে তোলে। হিংসুক মানুষ নিজের ক্ষমতা ও গুণকে ভুলে যায়, অন্যকে নিচে নামাতে ব্যস্ত থাকে। ফলে সে নিজের সম্ভাবনাকেও ধ্বংস করে ফেলে।
লোভ ও হিংসা মানুষের সম্পর্ককেও নষ্ট করে দেয়। বন্ধুত্ব, পারিবারিক বন্ধন কিংবা সমাজের শান্তি—সবকিছু এই দুটি দোষের কারণে বিপন্ন হয়। মানুষ যখন অন্যের ভালোর মধ্যে আনন্দ না খুঁজে, বরং তা ধ্বংস করতে চায়, তখন সমাজে অসন্তোষ, বিদ্বেষ ও অশান্তি ছড়িয়ে পড়ে।
লোভ ও হিংসা থেকে মুক্ত থাকা মানেই মানসিক শান্তি লাভ করা। নিজের পরিশ্রমে অর্জনে তৃপ্ত থাকা, অন্যের সাফল্যে আনন্দিত হওয়া—এগুলোই প্রকৃত মানুষ হওয়ার লক্ষণ। যদি আমরা লোভ ও হিংসাকে দূরে রাখতে পারি, তবে মন হবে নির্মল, জীবন হবে শান্তিময়, আর সমাজ হবে সত্যিকার অর্থে মানবিক ও সুন্দর।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP













X PROMOTION https://x.com/mdetshahidislam/status/1982137011172712918?t=jVgqzv4igSUCJM10N4hcZg&s=19
আপনার ইপুশ ব্যালেন্স নেই, দ্রুত রিচার্জ করুন না হলে কিউরেশন বন্ধ থাকবে। ধন্যবাদ