শুভ জন্মদিন টুন্কু 💓💓💓

in আমার বাংলা ব্লগ15 hours ago

আমার বড় ছেলের নাম সুপ্রতীম । তাই ছোটো ছেলের নাম রেখেছি বড় ছেলের নামের সাথে মিল রেখে সুপ্রতীক । আবার বড় ছেলের ডাক নাম দুটো - একটা হলো বাড়ির "গোলটু", আরেকটা বাইরের "টিনটিন" । তাই ছোটজনের ডাক নামও রেখেছি ঐভাবে বড়জনের সাথে মিলিয়ে - বাড়ির ডাকনাম "গাবলু", আর বাইরের হলো "টুন্কু" ।

আজ টুন্কুর শুভ জন্মদিন । জীবনের প্রথম জন্মদিন পালিত হবে । বাড়িতেও তাই সাজ সাজ রব । সন্ধ্যেবেলায় কেক কাটা হবে, জন্মদিনের পার্টি হবে । সেই মজা ।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা টুন্কু বাবুকে । মানুষের মতো মানুষ হও তুমি । দেশ ও দশের মুখ উজ্জ্বল করো ।



Many Many Happy Returns of The Day

Sort:  
 14 hours ago 

জন্মদিনে অফুরন্ত ভালোবাসা রইলো টুনকু বাবুর জন্য, সুস্থ হয়ে বেড়ে উঠুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। দূর থেকে শুভেচ্ছা জানালাম।

 14 hours ago 

শুভ জন্মদিন টুন্কু। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। এই প্রথম বছরের মতো যেন আরো হাজার বছর তোমার আজকের এই জন্মদিনটা পালন করতে পারো, এটাই কামনা করি। পরিবারের সবার সাথে অনেক ভালো থেকো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো।

শুভ জন্মদিন টুন্কু 🎂🎂 জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য। তোমার আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক। সেই সাথে তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল কর। দেশ এবং দেশের সেবা করো এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে। সব সময় ভালো থেকো।

 14 hours ago 

সুপ্রতীক কে প্রথম জন্মদিনের অনেক অনেক শুভকামনা। দোয়া করি সর্বদা সুস্থ্য থাকুক এবং ভালো থাকুক। জীবনে কখনও যেন কোন অপছায়া স্পর্শ করতে না পারে। পাশাপাশি যোগ্য বাবার যোগ্য ছেলে হিসেবে গড়ে উঠুক।

শুভ জন্মদিন গাবলু💖💫

 14 hours ago 

সময় কতো দ্রুত চলে যায়। দেখতে দেখতে টুন্কু বাবুর জন্মদিন এসে গেলো।ভারী মিষ্টি হয়েছে দেখতে।🥰অনেক ভালোবাসা আর আদর তোমার জন্য। বড় হও অনেক বড় আর মানুষ হও মানবতা নিয়ে।দোয়া রইলো বাবা।❤️❤️

 9 hours ago 

টুনকুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা। আশা করছি টুনকু বাবু একদিন বাবার মতো বড় হয়ে দেশ ও জাতির জন্য কাজ করবে।

 14 hours ago 

টুন্কুর প্রথম জন্মদিনে ওর প্রতি রইলো অনেক ভালোবাসা। টুন্কুর জীবন হোক সুন্দর ও দীর্ঘ। দু'ভাই মিলেমিশে কাটিয়ে দিক সারাটি জীবন। বাবা মা এর চোখের মনি হয়ে থাকুক সারাটা জীবন। 💝💝💝💝

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 14 hours ago 

প্রথমেই টুন্কু বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। টুন্কু বাবুকে দেখতে খুবই কিউট লাগছে। টুন্কু বাবু পৃথিবীতে সুস্থভাবে বেড়ে উঠুক এবং মা বাবার মুখ উজ্জ্বল করুক,সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।