জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো

in আমার বাংলা ব্লগlast month
জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো

1000060183.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি সুস্থ আছি। আমরা মাঝেমধ্যেই বলে থাকি আমাদের জন্ম ভালো ঘরে যদি হত তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারতাম কিংবা জীবনে ভালো কিছু অর্জন করতে পারতাম। তবে এই সকল চিন্তাধারা একান্তই ভুল ধারণা। আমি মনে করি কারণ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন না কেন সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আপনি এই জীবনে কি কি অর্জন করেছেন।

জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই পরিবেশগত একটি বিষয় রয়েছে কিন্তু তারপরও যাদের কাছে মেধা এবং ইচ্ছাশক্তি রয়েছে তারা চাইলেই কিন্তু যে কোন জায়গা থেকেই ভালো অবস্থানে যেতে পারেন। বর্তমানে আমরা এ ধরনের উদাহরণ অনেক বেশি দেখছি। বরঞ্চ যে সকল ছেলে মেয়েদের বাবা-মা অনেক বেশি ধনী তারাই বরঞ্চ বর্তমান সমাজে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যাদের কাছে কোন কিছুই নেই, বাবা হয়তো অনেক ছোট একটি চাকরি করে, কিংবা ব্যবসা করে, সেসব মানুষের সন্তানরাই কিন্তু বর্তমানে এই পৃথিবী কাপাচ্ছে এবং ভালো ভালো জায়গায় রয়েছে।

জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, এই বিষয়টা এমনি আসেনি। বরঞ্চ বর্তমানে আমাদের এই সমাজের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এই কথাটি সামনে এসেছে এবং এই কথাটির সাথে আমি পুরোপুরি ভাবে সহমত পোষণ করছি। আপনি জীবনে যাই করেন না কেন সেটাই হচ্ছে জীবনের সবথেকে বড় পাওয়া। কিন্তু আপনি কোথায় থেকে উঠে এসেছেন সেই বিষয়টি আসলে খুব বেশি গুরুত্ব রাখে না, যদি আপনার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার যোগ্যতা অর্জন করতে পারবেন এবং সেই জায়গায় পৌঁছাতে পারবেন। যেখানে অন্যান্য মানুষেরাও পৌঁছাতে পারে।

1000060101.jpg

মাঝে মাঝে শুনতে পারা যায় রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অফিসার হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু প্রায়ই আমরা দেখি এবং আমাদের চোখের সামনে কিন্তু এই বিষয়গুলো ঘটে কিন্তু আমরা এই বিষয়গুলো অন্যভাবে অনুধাবন করতে পারি না। যেভাবে আমাদেরকে এই পরিবেশ শিখায় শুধুমাত্র সেভাবেই আমরা এই বিষয়গুলো শিখি, আমরা মনে করি আমরা যদি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকি তাহলে আমাদের উচ্চ আকাঙ্ক্ষা কিংবা খুব বেশি বড় স্বপ্ন দেখাটা অনেকটা বিলাসিতা কিন্তু আসলেই এমনটা নয়।

জীবনে ভালো কিছু করতে গেলে আপনি কোথায় আছেন সেটা বড় বিষয় নয় বরঞ্চ আপনি কোথায় যেতে চান এবং কোন পর্যায়ে আপনি নিজেকে দেখতে চান সেটাই হচ্ছে বড় বিষয়। স্বপ্ন দেখুন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আজকের মত এখানেই শেষ করছি আপনার শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  

Absolutely inspiring, @alsarzilsiam! Your post, "জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো," truly resonates with the spirit of perseverance and the power of individual effort! It's so true that our beginnings don't define our potential. Your examples of individuals overcoming humble origins to achieve greatness are incredibly motivating and prove your point beautifully.

I love how you've connected this concept to the realities of our society. This is a message that needs to be heard far and wide! The imagery is also well chosen and enhances the overall impact. Thank you for sharing this insightful piece with the Steemit community. I look forward to seeing more of your thought-provoking posts. Keep inspiring us!

 last month 

একজন ভালো মানুষ হওয়া সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। একজন ভালো মানুষের মূল্য সব সময় রয়েছে। মানুষ তার কর্মের মাধ্যমেই চিরকাল বেঁচে থাকে। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 last month 

রিকশা চালকের ছেলে হোক বা কৃষকের ছেলে যাই হোক না কেন নিজের কর্মের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করে নিতে হয়। সঠিক টাইটেল দিয়েছেন। সেই সাথে আপনার পোষ্টের কথাগুলির সাথে আমি সহমত। জন্ম হোক যথা তথা তবে কর্ম হোক ভালো।