শুভ জন্মদিন রিশাদ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং
শুভ জন্মদিন রিশাদ 🎂
গতকাল ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু রিশাদের জন্মদিন। জন্মদিন মানেই সারপ্রাইজ, আনন্দ আর স্মৃতির মেলা। তবে ছাত্রাবাসের ভেতর রাত বারোটায় যে আয়োজনটা আমরা করেছিলাম, সেটা সত্যিই ভিন্ন আর অবিস্মরণীয়।সারাদিন আগেই আমরা সবাই ঠিক করে রেখেছিলাম—আজকের রাতটা রিশাদের জন্য বিশেষ হতে হবে। কিন্তু আমরা কাউকেই কিছু জানালাম না, সবকিছু গোপনেই চললো। রাত গড়িয়ে যখন বারোটার কাঁটা ছুঁলো, তখন আমরা সবাই মিলে কেক হাতে গিয়ে দাঁড়ালাম রিশাদের দরজায়।
কড়া নাড়ার সাথে সাথেই ভেতর থেকে ঘুমঘুম চোখে দরজা খুলে রিশাদ একেবারে হতবাক! তার মুখে যে বিস্ময়ের সাথে খুশির ঝিলিক ছিল, সেটাই আমাদের সব পরিশ্রমের আসল পুরস্কার।তারপর শুরু হলো আসল অনুষ্ঠান। কেক বের করা হলো, মোমবাতি জ্বালানো হলো আর আমরা সবাই মিলে একসাথে জন্মদিনের গান ধরলাম। রিশাদ কেক কাটলো, আর আমরা সবাই একে অপরকে খাওয়াতে খাওয়াতে মজা করতে থাকলাম। কিন্তু কেক খাওয়ার মজাটা এখানেই শেষ হয়নি।
কে কাকে আগে কেক মাখাবে সেই প্রতিযোগিতায় মুহূর্তের মধ্যেই পুরো ছাত্রাবাস মুখরিত হয়ে উঠলো হাসি-ঠাট্টা আর দৌড়ঝাঁপে। রিশাদের মুখ, জামা আর চুল সবই কেকের মিষ্টি রঙে ভরে উঠলো।হইচই শেষে আমরা আবার বসে গেলাম আড্ডার জন্য। কেউ গিটার তুলে গান গাইলো, কেউ পুরনো গল্প বললো, আবার কেউবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলাপ শুরু করলো। ঘড়ির কাঁটা কখন ভোরের দিকে গড়িয়ে গেল, আমরা টেরই পাইনি। সেই রাতের আড্ডায় ছিল হাসি, বন্ধুত্ব, দুষ্টুমি আর এক অদ্ভুত উষ্ণতা।
জন্মদিন আসলে শুধু কেক কাটা বা গান গাওয়া নয়, বরং বন্ধুত্বের প্রতিটি মুহূর্তকে একসাথে উপভোগ করার নাম। ছাত্রাবাসের সেই রাতটা আমাদের জন্য শুধু রিশাদের জন্মদিন নয়, বরং এক অমূল্য স্মৃতি হয়ে রইলো। হয়তো বছর কেটে যাবে, আমরা সবাই আলাদা পথে চলে যাবো, কিন্তু সেই রাতের হাসি আর আনন্দ আমাদের মনে চিরকাল রঙিন হয়ে থাকবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার বন্ধুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছের বন্ধুর জন্মদিনে দারুন আয়োজন করা হয়েছে দেখছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার বন্ধুর জন্য।