তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে বার্থডে কার্ড তৈরি 🎂🎂
16-01-2022
৩ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাই
আসসালামুআলাইকুম সবাই
আ
শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আমি কি নিয়ে লিখবো। আজকে আমাদের সবার প্রিয় দাদার সহধর্মিণী @tanuja বৌদির জন্মদিন।
আজ আনন্দ প্রকাশ করার মতো শব্দ আমার কাছে নেই। আজকের দিনটি আমার বাংলা ব্লগের সকলের কাছে খুশির দিন। যে মানুষটি নীরবে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট দিয়ে গেছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রিয় দাদাকেও। হ্যাপি বার্থডে বৌদি 🎂। আজকের দিনে কামনা করি আপনি সবসময় ভালো থাকেন। প্রিয় মানুষটির হাত ধরে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারেন সেই দোয়া রইল।
তেমন কিছু করতে পারিনি বৌদির জন্য। তবে আমার ক্ষদ্র প্রচেষ্টায় আপনার জন্মদিন উপলক্ষে একটি বার্থডে কার্ড বানিয়েছি। আশা করি আপনার ভালো লাগবে এবং আমার এই ক্ষদ্র উপহার আপনি গ্রহণ করবেন।
প্রয়োজনীয় উপকরণ
A4 সাইজের রঙিন পেপার | কাচি |
---|---|
কলম | ফেবিকল গাম |

প্রথমেই দুটি রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর একটি কাগজ ২৮, ২০ সেমি করে কাচি দিয়ে কেটে নিলাম। তারপর আবার আরেকটি পেপার ২৬,১৮ সেমি করে কেটে নিলাম। তারপর বড় অংশের কাগজ দিয়ে মাঝ বরাবর ভাজ করে নিলাম। তারপর ছোট কাগজ দিয়ে আবার মাঝ বরাবর ভাজ করে নিয়ে নিলাম। |
---|

তারপর আরেকটি সাদা পেপার নিয়ে নিলাম। তারপর কেটে দুটি লাব বানিয়ে নিলাম। |
---|

তারপর বড় পেপারের উপরে বড় লাবটি বসিয়ে দিলাম। তারপর আবার ভিতরের কাগজটি গাম দিয়ে লাগিয়ে দিলাম। |
---|

তারপর আরেকটি পেপার নিয়ে নিলাম। তারপর ১৯.৫ এবং ৬.৫ সেমি করে কাচি দিয়ে কেটে নিলাম। তারপর মাঝে একটি লাব বানিয়ে নিলাম কাচি দিয়ে। তারপর রঙিন কাগজের উপরে বসিশে দিলাম। |
---|

তারপর ভিতরে কলম দিয়ে লিখে নিলাম। |
---|

চূড়ান্তধাপ ↙️ |
---|
তারপর হয়ে গেলো বার্থডে কার্ড। এটি কার্ডের ভিতরের অংশ। আশা করি বউদি আমার এই ছোট্র উপহার গ্রহণ করবে। |
---|

বিষয় | তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে বার্থডে কার্ড তৈরি। |
---|---|
ডিভাইস | oppo A12 |
ফটোগ্রাফার | @haideremtiaz |
লোকেশন | Feni,Bangladesh |

আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। বউদিকে আবারো আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার জন্য দোয়া রইল বউদি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদ
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কোকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যৎ এ প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চায়।
Twitter link :
https://twitter.com/Emtiaz381602031/status/1482742693851975680?t=_Zq2PCK13A9eOZhG4paWcA&s=19
তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে বার্থডে কার্ড টি খুবই সুন্দর করে তৈরি করেছেন🎂।যা দেখে আমি অভিভূত হয়েছি।শুভ জন্মদিন বৌদি। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে♥♥
আপনাকে ধন্যবাদ আপু।
প্রথমেই বৌদিকে জানাই শুভ জন্মদিন। আপনার গিফট কার্ডটি আমার অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ দেখিয়েছেন। আমার কাছে এক কথায় দারুণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বৌদির জন্মদিন উপলক্ষে আপনার তৈরীকৃত বার্থডে কার্ডটি দারুন হয়েছে। প্রতিটি ধাপের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন কার্ডটি কিভাবে তৈরি করেছেন। ভালো লাগলো ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
বৌদি জন্মদিন উপলক্ষে অসাধারণ একটি জন্মদিনের কার্ড তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করাতে বেশি ভালো লাগছে দেখতে। আশা করছি বৌদি আপনার আজকের উপহারটি খুব ভালোভাবে গ্রহণ করবে। অনেক ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
জন্মদিন আমাদের প্রিয় তনুজা বৌদি। আর আপনিতো অনুজা বৌদির জন্য অনেক সুন্দর একটি বার্থডে কার্ড তৈরি করেছেন। অনেক অনেক ধন্যবাদ তনুজা বৌদিকে এত সুন্দর ভাবে উইশ করার জন্য। শুভকামনা রইল আপনার আগামীর জন্য।
আপনাকে ধন্যবাদ ভাই
সবাই যেভাবে বৌদিকে উইশ করেছে ও শুভেচ্ছা জানিয়েছে সেটি দেখে খুবই ভাল লেগেছে আমার। আপনি দারুন একটি বার্থডে কার্ড বানিয়েছেন অসাধারণ ছিল কার্ডটি।
আপনাকে ধন্যবাদ ভাই