অবশেষে হসপিটালে যেতে হলো
ঢাকাতে থাকা আমার জন্য সম্ভব হচ্ছে না।
বিশেষ করে ঢাকার পানির খুব সমস্যা। এই পানিতে আমার শরীরের খুব সমস্যা দেখা দিচ্ছে। সমস্যার উপর সমস্যা। এর আগে সমস্যার জন্য বাসাই চলে আসছিলাম।অনেক চিকিৎসারর পর সুস্থ হয়েছিলাম।
সুস্ত হওয়ার পর আবার আসছিলাম ঢাকাতে কিন্তু এইবার অতিরিক্ত মাত্রাই অসুস্ত হয়ে পড়ে ছিলাম।
এই অসুস্তার কারণ পানি।
১০ /১২ বার টইলেটে যাওয়ার পর ২ বার বমি হয়েছিলো। এবং এই বমি হওয়ার পর আমি খুবই অসুস্হ হয়ে পড়েছিলাম।
এর পর মেস এর বড়ো ভাইরা আমাকে কলেরা হসপিটাল মহাখালিতে নিয়ে গেছিলো। তখন সময় ছিলো রাত ৩ টা।
যখন আমি হসপিটালে ছিলাম তখন আমার শরীরে কোন শক্তি ছিলো না।
কই একজন ধরে আমাকে নিয়ে যাই। এবং ৫ টা স্যালাইন দেওয়ার পর আমি মোটামুটি একটু সুস্ত হই।
এর পর আমি পরের দিন সন্ধাই আমি বাসাই ফিরে আসার মতো সুস্ততা অর্জন করেছিলাম।
এর পর কিছু ঔষধ লিখে দিলো।এবং কিছু স্যালাইন খাওয়ার পরামর্শ দিলো।
২ দিন পর আস্তে আস্তে সুস্ততা অর্জন করেছিলাম।
সবাইকে আর একটি কথাই বলতে চাই। সেটি হলো ঢাকার লোকাল পানি খ্যাওয়া থেকে বিরত থাকুন।এই পানিতে অত্যান্ত মাত্রাই দূষিত। এই পানি খাইলে অসুস্হ হয়ে যাবেন খুব সহজে।
সবাই আমার জন্য দোয়া করবেন।
সবাই সুস্হ থাকুন ভাল থাকুন।
সবাইকে অনেক ধন্যবাদ
Get well soon bro.
pray for me bro... thank you
You got a 11.97% upvote from @postpromoter courtesy of @smsulaiman!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
Send 0.01 SBD/STEEM bids to @minnowbacker with the link to post you would like voted on as the memo! You will receive a guranteed profit.
Get well soon.