মালিক বিহীন সম্পদ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীতে এমন খুব কমই আছে যে সম্পদের মালিক নেই। অর্থাৎ সেই সম্পদ ব্যবহার করার কেউ নেই। যাদের নিজের কেউ থাকে না। তারা তাদের সম্পদ হয় কোন কল্যানমূলক কাজে দান করে দেয়। আর না হলে অন্যরা সেই সম্পদ ভোগ করে। সহজ বাংলা ভাষায় যাহাকে বলে বারো ভূতে লুটে পুটে খাওয়া আর কী হা হা। তবে এমন একটা সম্পদ বা অ্যাসেট রয়েছে যেটার মালিক কে কেউ জানে না। আবার মালিক বেঁচে আছে কীনা সেটাও কেউ জানে না। ঐ সম্পদের মালিক বেঁচে না থাকলেও পৃথিবীর কেউ ঐ সম্পদ ভোগ করতে পারবে না। কী বিষয়টা খুবই কৌতূহলের মনে হচ্ছে না? চলুন আজ এটা নিয়ে কথা বলি। তবে ব্যাপার টা আমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে জানে। একটু ধরিয়ে দিলেই পুরোটা বুঝতে পারবেন।
ক্রিপ্টো কারেন্সি এখন পৃথিবীর সবচাইতে ট্রেন্ডিং একটা ইস্যু বা অ্যাসেট বললেও ভুল হবে না। আমরা যে স্টিমিট প্লাটফর্মে লেখালেখি করি এটাও ক্রিপ্টো কারেন্সি বা ব্লকচেইনের একটা অংশ। ক্রিপ্টো কারেন্সির শুরু হয় তো বিটকয়েন দিয়ে। বিটকয়েন ২০০৯ সালের দিকে বাজারে আসে। তখন থেকেই লেনদেন করা যায় । তবে এটার ভ্যাল্যু বুঝতে বেশ কয়েক বছর কেটে যায়। কিন্তু এই বিটকয়েন কে তৈরি করেছে এটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। তবে অধিকাংশ মানুষ ধারণা করে সাতোশি নাকামোতো হলো বিটকয়েনের আবিষ্কারক বা পিতা। এখন প্রশ্ন আসবে এই সাতোশি নাকামোতো আবার কে? এটা নিয়েও রহস্য আছে। কেউ পুরোপুরি নিশ্চিত না সাতোশি নাকামোতো কী কোন একজন মানুষ না একটা গ্রুপ।
তবে অধিকাংশ মানুষ মনে করে ডরিয়ান নাকামোতোই সাতোশি নাকামোতো। এটাও তর্ক-সাপেক্ষ। বিটকয়েনের উদ্ভাবক এই সাতোশি নাকামোতোর ওয়ালেটে এখন বিটকয়েনের পরিমাণ শুনলে আপনি রীতিমতো চমকে উঠতে পারেন। সাতোশি নাকামোতোর ওয়ালেটে এখন ১ মিলিয়ন পরিমাণ বিটকয়েন রয়েছে। যার বতর্মান বাজারমূল্য ১২৬-১২৭ বিলিয়ন ডলার। কী চমকে উঠলেন? এবং এখন পযর্ন্ত এই ওয়ালেট থেকে কোন ট্রানজেকশন হয়নি। অনেকেই ধারণা করা সাতোশি নাকামোতো আর বেঁচে নেই। যদি উনি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই একটা হলেও ট্রানজেকশন করতেন। যাকে সাতোশি নাকামোতো মনে করা হয় সেই ডরিয়ান নাকামোতো কিন্তু বেঁচে নেই। তাহলে কী ডরিয়ান নাকামোতোই সাতোশি নাকামোতো??
এখন একটা বিষয় ভেবে দেখেন। ধরে নেনে সাতোশি নাকামোতো বেঁচে নেই। তাহলে এই ১২৬ বিলিয়ন ডলারের মূল্যের বিটকয়েনের কী হবে?? এটা যেহেতু পুরোপুরি ব্লকচেইন সিস্টেম ঐ অ্যাসেট বা বিটকয়েন কেউই ব্যবহার করতে পারবে না। কারো ক্ষমতা নেই ঐ অ্যাসেট উইথড্র করে নিজে ব্যবহার করে। এটা তো আর কোন মানুষের জমি অথবা টাকা পয়সা না যে জোরপূর্বক দখল করে নিলাম। এটাই ব্লকচেইনের সুবিধা। আপনি আসল মালিক না হলে কোন লাভ নাই হা হা। এবার ভেবে দেখেন ১২৬ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১৫ ট্রিলিয়ন বা ১৫ লক্ষ কোটি টাকা। এবার ভেবে দেখেন এতো বিপুল পরিমাণ সম্পদ কোনদিন ব্যবহার করা যাবে না। ঐভাবে পড়ে থাকবে। কারণ তার মালিক আর নেই।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1959168672947208582?t=pZKdKmKHVJyM0LIkGetWtw&s=19
https://x.com/Emon423/status/1959168928724509022?t=_Qv1AZyRjLXNX2s_bW-wHA&s=19
https://x.com/Emon423/status/1959169148954537990?t=ZKids6eNa_B7LoBNMXKgsg&s=19
https://x.com/Emon423/status/1959169346414268548?t=2fBRkNyOmkh4WCY1kRTG5g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.