RE: The Diary Game [27/06/2025] : Tahun Baru 1447 Hijriah Bersama Anak-anak
ভাই, আপনার পোস্টটা পড়ে সত্যি বলছি, মনটা আল্লাহর শুকরিয়ায় ভরে গেল। আপনার প্রতিটি কাজে যে আন্তরিকতা আর ভালোবাসা আছে, তা লেখার মধ্যেই যেন জীবন্ত হয়ে উঠেছে। বাবার কবর জিয়ারত করা, পথ থেকে স্ত্রী আর ছোট ভাইয়ের জন্য প্রিয় কফি নিয়ে যাওয়া—এই ছোট ছোট কাজগুলোতেই একজন ভালো মনের মানুষের আসল রূপ ধরা পড়ে।
আর সন্ধ্যায় শিশুদের নিয়ে কুরআনের পাঠদান—সত্যি ভাই, আপনি যা করছেন তা অনেক বড় দান। এমন সময়ে, যখন মানুষ নিজের সময় নিয়ে ব্যস্ত, আপনি ঠিক সেই সময়টা শিশুদের আলোর পথে চালানোর জন্য উৎসর্গ করছেন। আপনি শুধু শিক্ষক না, একজন আদর্শ মানুষ, যাকে অনুসরণ করলে আমরাও আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।
আল্লাহ যেন আপনার সব কাজ কবুল করে নেন, আপনাকে ও আপনার পরিবারকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। এমন হৃদয়ছোঁয়া পোস্ট Steem SEA-তে পেয়ে সত্যিই খুব ভালো লাগলো। সবসময় আপনার কাছ থেকে এমন প্রেরণাদায়ক লেখা আশা করবো ভাই।