You are viewing a single comment's thread from:

RE: Creativewriting || Menjadi seorang guru sebuah hal yang menyenangkan

in Steem SEA4 days ago

আসসালামু আলাইকুম ভাই,
আপনার লেখা পড়ে সত্যিই মনটা ভালো হয়ে গেল। শিক্ষকতা পেশাটা আপনি যেভাবে তুলে ধরেছেন, তাতে আপনার প্রতি সম্মান আরও বেড়ে গেল। সত্যি কথা বলতে,একজন শিক্ষকের জন্য ছাত্রদের শেখা, বেড়ে ওঠা, আর জীবনে উন্নতি দেখা,এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না।আপনার অভিজ্ঞতা আর অনুভূতিগুলো একদম নিজের মনে গেঁথে গেল। শিক্ষক শুধু পাঠদাতা না, বরং একজন পথপ্রদর্শক, একজন প্রেরণা। আপনার মতো মানুষদের দরকার আমাদের সমাজে।আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, শক্তি দেন এবং আরও অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার তৌফিক দেন। শুভকামনা রইল ভাই।