আমরাও একসময় এভাবে ফুটবল খেলতাম।

in CCS8 hours ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব ফুটবল খেলার শেষে দৃশ্য এবং ছোট্ট একটি ভিডিও।
IMG_20250922_115202.jpg

ছোটবেলায় আমরা খুব সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা সবাই একত্রিত হয়ে তারপর খেলা করতে যাইতাম তবে বর্তমানে কর্মব্যস্ততার কারণে ঠিক সেভাবেই খেলা করতে যাওয়া হয় না কেননা সেই সময়টুকু হয়ে ওঠেনা তবে গতকালকে মালয়েশিয়াতে ফুটবল খেলা দেখে মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথাগুলো।

IMG_20250921_090307.jpg

IMG_20250921_090304.jpg

IMG_20250921_090250.jpg

IMG_20250921_090247.jpg

IMG_20250921_090244.jpg

IMG_20250921_090239.jpg

যাইহোক খেলা আমার অনেক প্রিয় খেলা যেমন করতে ভালবাসি তেমনি দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে বেশ কিছু সময় সেখানে বসে খেলা দেখলাম মালয়েশিয়ান ছেলেদের খেলা। ফুটবল মাঠ টি অনেক বড় তাই খেলা দেখতেও খুব ভালো লাগছিল সকালের পরিবেশটাও ঠান্ডা ছিল এমত অবস্থায় তারা খেলা করছে খুব আনন্দের সাথে বন্ধুদের সাথে খেলা করার মজাটাই অন্যরকম।
IMG_20250921_090314.jpg

খেলা দেখতে দেখতে একটি পর্যায়ে এসে দেখতে পেলাম গোলের একটি শব্দ দূর থেকে শট করে গোল দিল আর তখনই আনন্দের কিছুটা গোল গোল শব্দ উচ্চারণ করল খেলা দেখার মজাটাই যেন আরো বেড়ে গেল। নিজের কাছে মনে হয়েছিল যে খেলা দেখার সত্যকথাটা হয়তোবা পূরণ হয়েছে।

IMG_20250921_090310.jpg
কিছু ছবি কালেকশন করার পর এবার আমি এক মিনিটের একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেল আমি এই ভিডিওটি আপলোড করছি আর সেখান থেকেই মূলত লিংক আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি খেলাটি আপনারাও কিছুটা সময় উপভোগ করতে পারবেন আমি এখানে বাংলাতেই কিছুটা ধারাভাষ্যকার ভূমিকা পালন করেছি। ততটা ভালো হয় নাই যেহেতু এই প্রথম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আস্তে আস্তে আরো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।
IMG_20250921_090147.jpg

বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
 32 minutes ago 

It looks like you enjoyed the game.


$upvote20%