Today's experience playing the Steam Memory game in the new update, episode #9.

in CCS4 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, শুভ বিকাল, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা অনেকদিন পর আবারো একটি গেমের আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্টিম মেমোরি গিয়ে মানেই হচ্ছে নতুন নতুন আপডেট আর এই কারণেই এই গেমটি খেলতে খুবই ভালো লাগে।

আমরা যারা এই গেমটি খেলেন তারা অনেকেই জানেন যে দুইভাবে এই গেমটি ফেলা যায় প্রথমত ১ স্টিম টোকেন দিয়ে খেলা যায় আবার ফিরে পেয়েও যেকোনো সময় খেলতে পারেন বিশেষ করে অবসর সময়ে ফ্রিতে খেলার জন্য উপকারী একটি গেম।

প্রতিনিয়তই এই গেমটি খেলার মধ্যে দিয়ে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হতে থাকে সেই সাথে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং দ্রুতগামী খেলার মধ্যে দিয়ে এই গেমটি শেষ করতে হয় যাতে করে বেশি পয়েন্ট নিতে পারি।

একই সাথে রয়েছে বন্ধুদের সাথে প্রতিযোগিতার একটি অদম্য চেষ্টা। আমরা যারা এই গেমটি খেলি সবার স্কোর এখানেই দেখানো হয় আর এটা দেখার পর খুবই ভালো লাগে কয়েকবার খেলার পর আমি প্রথম স্থানে রয়েছে এখনো পর্যন্ত।

এরপরে আবার যারা খেলবে যদি আমার চেয়ে বেশি পয়েন্ট তুলতে পারে তাহলে সে উপরে চলে যাবে তবে এখন পর্যন্ত আমি ফার্স্ট পয়েন্ট পেয়ে এক নম্বরে রয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লাগার একটি বিষয়।

আমার অনেক বন্ধুদের হয়তোবা নতুন আপডেটে একটু পয়েন্ট তুলতে ঝামেলা হচ্ছে কেননা মানুষগুলো সম্পন্ন অচেনা দেখতে একই রকম দেখা যায় আর এই কারণেই সময় বেশি লাগে সেইসাথে মিলাতে কিছুটাই বিলম্ব নাই করতে হয়। যাইহোক দুই একদিন খেললে আমি মনে করি এর চেয়ে ভালো স্কোর তুলতে পারব আমার দ্বিতীয় টার্গেট হলো ১৬০০ পয়েন্ট।

ইতিমধ্যে আমি আমার খেলার ডিটেলস স্টিম প্লাটফর্মে শেয়ার করেছি তারপরেও আমি এগুলো আপনাদের মাঝে আর্টিকেলের মধ্য দিয়ে পুনরায় উপস্থাপনা করছি। নতুন আপডেট পেয়ে খেলা করতে বেশ ভালো লাগছে আপনারাও এই গেমটি খেলুন এবং আপনার বুদ্ধিমত্তা বাড়ান।

তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

  • Game Details

  • Mode: Free

  • Status: ✅ Completed

  • Score: 1540 points

  • Time: 0:59.69

  • Moves: 20 moves

  • Perfect Matches: 10

  • Played: Thu, 18 Sep 2025 09:46:03 GMT

< আরI'm enjoying the Free Game Mode!
Check out the leaderboard to see if I made it to the top.
Score Breakdown
Time Bonus: 240.305 points
Move Bonus: 800 points
Perfect Match Bonus: 500 points.

I'm a Bangladeshi, so articles are always written in Bangla. I'm not very good at English, so I feel more comfortable writing in my mother tongue.

Thank you very much for visiting my writing.

Posted using SteemMobile