RE: Better life today is my best dairy game on Saturday ( 12-07-2025) Woman football match 2025 in Shaharbati Gangni Meherpur. 12-07-2025)
আসসালামু আলাইকুম ভাই। আপনার আজকের পোস্টটা পড়ে সত্যিই মনটা ভালো হয়ে গেলো। যেন নিজের চোখে দেখলাম গোটা খেলার মুহূর্তগুলো! বিশেষ করে যেভাবে আপনি একটার পর একটা ছবি আর বর্ণনার মাধ্যমে পুরো ঘটনার চিত্র তুলে ধরেছেন—তা এক কথায় অসাধারণ। মাঠে মানুষের ঢল, গাছের ডালে বসে খেলা দেখা, এমনকি সেই বয়স্ক চাচার খেলা দেখার তীব্র আগ্রহ—সবই এতটা জীবন্ত মনে হলো যেন আমি নিজেই আপনার পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলাম।
মেয়েদের ফুটবল খেলা নিয়ে যে এতটা উৎসাহ, এত মানুষ—তা দেখে সত্যিই আনন্দ পেলাম। আমাদের সমাজে নারীরা ধীরে ধীরে খেলাধুলায় এগিয়ে আসছে, এটা একটা বড় ইতিবাচক দিক। আপনি যেভাবে খেলার আনন্দ, মানুষের উচ্ছ্বাস আর চারপাশের পরিবেশ তুলে ধরেছেন, তাতে স্পষ্ট—আপনি শুধু ছবি তুলেন না, প্রতিটি মুহূর্ত উপভোগও করেন মন থেকে।
আর আপনার দিনটাও খুব সুন্দর কেটেছে দেখে ভালো লাগলো। ছুটির দিনটা এমন কিছু দেখে কাটানো মানেই তো একটা পরিপূর্ণতা! আপনার এই পোস্টটা শুধু একটা খেলার অভিজ্ঞতা না, বরং একজন সচেতন দর্শকের চোখে সমাজের পরিবর্তনকে দেখা—যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
ধন্যবাদ ভাই, এমন সুন্দর একটা মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আশা করি, ভবিষ্যতে আরও এমন প্রাণবন্ত লেখা পড়তে পাবো আপনার কাছ থেকে। দোয়া রইল আপনার জন্য। 💚
আমি আপনার কমেন্ট পড়েই ডাইরিটির সমস্ত বিষয় বুঝতে পেরেছি এবং খেলা উপভোগ করলাম। সাহারবাটির মাঠ ফুটবল খেলার জন্য একটি অন্যতম নামকরা এলাকা। আমি নিজেও সেখানে ফুটবল খেলেছি যখন আমি গাংনি পাইলট হাই স্কুল এন্ড কলেজে লেখাপড়া করতাম। অনেক স্মৃতি মনে হয়ে গেল।
ধন্যবাদ ভাই💞
SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.
এত সুন্দর কমেন্ট করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।