এ বছরের প্রথম কাঁঠাল খাওয়ার গল্প
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এই বছরের প্রথম কাঁঠাল খাওয়ার গল্প।

আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল গ্রীষ্মকালীন ফল। ব্যক্তিগত ভাবে আমি খুবই কাঁঠাল পছন্দ করে। তাই যখন বছরের প্রথম কাঁঠাল খেয়েছি, ঘটনাটি আপনাদের সাথে শেয়ার না করে পারছিনা।
কাঁঠালটি আমাদের নিজেদের গাছের। নিজেদের গাছ বলতে, আমাদের গ্রামের একটি গাছের কাঁঠাল। বেশ কয়েক বছর ধরেই আমরা ঢাকা জেলার সাভারে থিতু হয়েছি। আমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। আমাদের গ্রামের ফল-ফলাদি গাছগুলো দেখ ভালের দায়িত্ব আত্মীয়-স্বজনদেরকে দেওয়া হয়েছে। প্রতিবছরে যখন গাছে আম-কাঁঠাল আসে, সেখান থেকে তারা নিজেরাও কিছু রাখে, আমাদের জন্য কিছু পাঠিয়ে দেয়।
এবার যখন গাছে কাঁঠাল ধরেছে, কিছু কাঁঠাল তারা নিজেরা রেখেছে। কয়েকটি কাঁঠাল আমাদের জন্য পাঠিয়েছে। আমাদের এক প্রতিবেশী, উনি প্রতি মাসেই কয়েকবার আমাদের গ্রাম থেকে সাভারের বাইপাইল আসা-যাওয়া করেন। তিনি আবার আমাদের গ্রামের বাড়িটিতে ভাড়াটিয়া হিসেবে রয়েছেন। তাই বেশিরভাগ সময় ফল-ফলাদিগুলো তিনিই নিয়ে আসেন। এবারও এই কাঁঠালগুলো তিনি নিয়ে এসেছেন।

ঘটনাটি হচ্ছে, আমি সকাল বেলা ঘুম থেকে উঠে যখন নাস্তা খাওয়ার জন্য বের হলাম; তখন স্বাভাবিকভাবেই ঢেকে রাখা বাটিগুলো একটা একটা করে উঠাতে লাগলাম। হঠাৎ করেই দেখি একটি বাটিতে কাঁঠাল রাখা। আমার লাফ দেখে কে! কাঁঠাল আমার সবচেয়ে প্রিয় ফল। তাই সকালবেলা কাঁঠাল দেখে খুবই খুশি হয়েছিলাম। ভেবেছিলাম, হয়তো কোন ভাড়াটিয়া দিয়েছে। সেজন্য আম্মুকে জিজ্ঞাসা করলাম, কে দিয়েছে? আম্মু বলল, আমাদের গাছের কাঁঠাল। গ্রাম থেকে আনা হয়েছে। যাইহোক বছরের প্রথম কাঁঠাল খাওয়ার স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। ধন্যবাদ সবাইকে।
Twitter Promotion Link: https://x.com/akib_66/status/1921431685494620389?t=7i2XiPl-Qhk7kE1ti2ZiIg&s=19