Better Life with Steem || THE DIARY GAME ||24-05-2025||""Best moments Day

in Incredible India2 months ago

Assalamu Alaikum,
Hello everyone,
I am @afrinn

From #Bangladesh

আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজকে আমি একটি ডেইরি গেম আপনাদের মাঝে উপস্থাপনা আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক। প্রতিদিনের মতো আমি ঘুম থেকে সকাল বেলা উঠে নিলাম তারপর দাঁত ব্রাশ করে নিলাম তারপর ফ্রেশ হয়ে নিলাম।তারপর বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে নিলাম। তারপর আমার বাচ্চারা খাবার জন্য বায়না করবে বলে তাদের খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। যদিও আমার ঘরে সবসময় বিস্কুট চানাচুর থাকে।তাই সকাল বেলা আমার বাচ্চারা সেগুলো স্বাচ্ছন্দ্যভাবে খাবারগুলো উপভোগ করে। তারপর আমি দোকানে গিয়েছিলাম।আমার বাড়ি থেকে এক থেকে দুই কিলোমিটার হবে। তাই বাজারে গিয়ে আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী পুড়ি এবং ডাউল নিয়ে আসলাম।

IMG20250524134307.jpg

পুড়ি এবং ডাউল খাবার গুলো পেয়ে আমার বাচ্চারা যেন অনেকটা আনন্দ উপভোগ করল। শাশুড়ি কে খাবার খাওয়ালাম। তারপর আমিও উপভোগ করে নিলাম। এভাবে আমার সকালবেলা কেটে গেল।

দুপুরবেলা আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা ছিল আমার। বিস্কুট মুরগির ফিট কেক ইত্যাদি। যদিও আমার বাচ্চাগুলো এ ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে এই কেক বিস্কুট খেতে অনেক পছন্দ করে। তাছাড়া আমার বড় মেয়ে আমার সাথে গিয়েছিল তার পছন্দ অনুযায়ী তিনি বড় একটি ললিপপ ধরে নিল। ১০০ টাকা দিয়ে ললিপপ কিনে নিলাম।

IMG_20250524_205632.jpgIMG_20250524_205534.jpg
IMG_20250524_205518.jpgIMG_20250524_205505.jpg
--

বাড়িতে এসে আমি বাচ্চাদেরকে গোসল করে ফ্রেশ করিয়ে নিলাম। তারপর আমিও গোসল করে নিলাম। গোসল করার পর দুপুরে যে খাবারগুলো ছিল সেগুলো আমরা সবাই উপভোগ করে নিলাম। এভাবে আমার প্রায় দুপুরেও কেটে গেল

বিকেলবেলা মেয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে বিলের মাঝে গিয়েছিলাম। শাক তুলতে। যদিও বিকেল বেলা ঘোরাঘুরি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে আমার বেশি ভালো লাগে। তাই আমি বাচ্চাদেরকে নিয়ে প্রায়ন একটা দূরে চলে গেলাম। সেখানে দেখতে পেলাম অনেক কলমি শাক রয়েছে সেগুলো পানির মাঝে। এবং অনেক ফুল ফুটে আছে।

IMG_20250524_205600.jpg

এবং ফুল গুলোর গ্রান অনেক সুন্দর এবং দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি দেখে আমি মাঝে মাঝে ভাবতে শুরু করি আল্লাহর সৃষ্টির নেয়ামত কতটুকু। যাইহোক সেখান থেকে আমি ফুলের ফটোগ্রাফি করেছি।এভাবে আমার সন্ধ্যা হতে শুরু করলো।

সন্ধ্যার সময় আমি রান্নাঘরে রান্না করতে যাই। রান্না করেছে শাক ভাজি এবং চ্যাপা শুটকি ভর্তা। যদিও শুটকি ভর্তা আমার খুব পছন্দের এবং প্রিয়। তাই আমি মাঝে মাঝে খাবারগুলো উপভোগ করে থাকি। তো আমার বাচ্চাদেরকে আমি শাক ভাজি খাওয়ালাম। শাক ভাজির মাঝে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। যাইহোক খাবার-দাবার খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে বেশ কিছুক্ষণ মোবাইল দেখতে শুরু করলাম। মোবাইলের মাঝে আমি ইউটিউব দেখতে লাগলাম।

IMG_20250524_211225.jpg

ইউটিউব দেখতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা এই ছিল আমার দিনের কার্যকলাপ। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Thank you for reading my blog.

Thank you

PhotographyMe
LocationBangladesh 🇧🇩📷
DeviceOPPO

From #bangladesh

Allah Hafeez

Sort:  
Loading...