সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি।

in Incredible India11 days ago

আজকে আমি আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আশা করি এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

1000067986.jpg

1000067984.jpg

1000067985.jpg

সবুজ গাছের মধ্য থেকে সবুজ রঙের ফুল ফুটে আছে যে দৃশ্যটি দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে একই সাথে চারটি গাছের ডগার মতো বেরিয়ে এসেছে গাছে পাতা কম আছে কিন্তু ফুল অনেক বেশি আছে যেটা দেখতে সত্যিই অনেক সুন্দর লেগেছে।

সত্যি এমন অজানা ফুল গুলো চোখের সামনে দেখা মেলে গেলে সেটার ছবি ধারণ করতে অনেক ভালো লাগে এবং নিত্যনতুন সৌন্দর্য সেখান থেকে খুঁজে পাওয়া যায় যেটা আমাদের কাছে নতুন এক অভিজ্ঞতা ও ফুলের সৌন্দর্য উপভোগ করা।

1000067982.jpg

1000067983.jpg

1000067981.jpg

আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি রুমের মধ্যে শুয়ে ছিলাম তাই ভাবলাম বাহিরে থেকে একটু ঘুরে আসি বৃষ্টি থেমে যাওয়ার পরে বাহিরে ঠিক যে সময় বেরিয়েছি সেই আমার ভাবী ফোন দিয়েছিল আমার কাছে তার সাথে কথা বলছিলাম।

এবং ঘুরতে ঘুরতে আমি যেখানে থাকি তার পাশে পাথর রাখা আছে তার ওপরে গিয়ে দাঁড়িয়ে ছিলাম এবং কথা বলতে বলতে এই ফুলটি আমার চোখের সামনে চলে আসে অবশ্যই এই ফুলটি আমি এর আগেও অনেক দেখেছি তবে সেই ভাবে খেয়াল করা হয় না।

1000067980.jpg

1000067979.jpg

1000067978.jpg

কিন্তু আজকে তার একই সাথে এই চারটি ফুল ধারণ দেখে অনেকটা ভালো লেগেছিল আমার কাছে তাই ভাবির সাথে কথা বলা শেষ করে আমি সেই ফুলের ছবি ধারণ করার চেষ্টা শুরু করে দিয়ে ছিলাম এবং ফটোগ্রাফির মাধ্যমেও আমার কাছে অনেক সুন্দর লেগেছিল এই ফুলের সৌন্দর্য।

আসলে এই ছোট ছোট ফুল গুলো আমাদের সব সময় বড় বড় সৌন্দর্য উপহার দিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য বহু রূপে আমাদের সামনে চলে আসে শুধু আমরা ব্যস্ত সময়ের জন্য তাহার দিকে খেয়াল করতে পারি না সময় নিয়ে উপভোগ করতে পারি না।

1000067975.jpg

1000067976.jpg

1000067977.jpg

তারা কিন্তু আমাদের আশে পাশেই থেকে যাই তাদের সৌন্দর্য গুলো আমাদের দেখানোর জন্য মানুষ এখন শহরের ব্যস্ত জীবন কাটাতে গিয়ে অনেক সময় প্রাকৃতিক দৃশ্য গুলো ভুলেই গিয়েছে অনেক মানুষ তো এটাও ভুলে গিয়েছে গ্রামের সেই সৌন্দর্য গুলো।

এই ধরনের ফুল গুলো আমরা বেশির ভাগ মাঠে দেখতে পাই গ্রামে থেকে আরো অনেক ধরনের সৌন্দর্য কিন্তু আমরা শহরের ব্যস্ত জীবন কাটাতে গিয়ে সবকিছু ভুলে গিয়েছি এই ছোট ছোট ফুল গুলো আমাদের সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে।

1000067974.jpg

1000067979.jpg

আমরা অনেক সময় এই ছোট ছোট ফুল গুলো কেটে ফেলি অনেক আগাছা গাছ মনে করে তবে এই ধরনের ফুল সত্যি আমাদের দেখার মতো সৌন্দর্য উপহার দিয়ে যাই বলে আমার মনে হয় তাই আমাদের সব সময় উচিত আমাদের আশে পাশে ঘুরে দেখা চোখ খুলে রাখা এবং স্মৃতি হিসেবে নিজের মোবাইলে বন্দী করা সেখান থেকে আমরা অনেক সুন্দর্য উপভোগ করতে পারি।

বন্ধুরা আমি আশা করি আমার ধারণ করা এই ছবি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা চাইলেও আপনাদের আশে পাশের সৌন্দর্য গুলো নিজের মোবাইলে বন্দী করে রাখতে পারেন সেখান থেকে নিজের মন আলাদা একটি শান্তি অনুভব করতে পারবে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  
 10 days ago 

প্রতিটা ফুল ভালোবাসা প্রকাশ করে অথচ আমরা আমাদের আশেপাশে থাকা এই ফুলগুলোকে আভোচা বলে কেটে ফেলে এবং এখান থেকে তাড়িয়ে দেয় এটা করা মোটেও ঠিক না সৃষ্টিকর্তা এ পৃথিবীতে কত কিছুই না সৃষ্টি করেছে তার মধ্যে কত সুন্দর সুন্দর ফুল দিয়েছে যেটা দেখলে আমাদের মন ভালো হয়ে যায় আপনি আজকে আবারও বেশ কিছু ফুলের ফটো শেয়ার করেছেন যেটা দেখে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 10 days ago 

একদমই তাই আমাদের আশে পাশে কতো অজানা ফল আছে যে গুলো আমাদের ভালোবাসতে হবে তার সৌন্দর্য একটু সময় নিয়ে উপভোগ করতে হবে কারণ সৃষ্টিকর্তা সে গুলো উপভোগ করার জন্য পাঠিয়েছে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 days ago 

সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমাদের ভালোর জন্য অনেক কিছুই তৈরি করেছে তবে আমরা সেটার কদর জানিনা বা সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা জানি না যার কারণে আগাছা মনে করে উপড়ে ফেলে দেই যেটা করা মোটেও ঠিক না। আমার মনে হয় খুব কাছে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করা উচিত যেমনটা আপনি প্রতিনিয়ত করে থাকেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 7 days ago 

এই পৃথিবীতে কত রকম ফুল রয়েছে ।আমাদের অনেকেরই অজানা। প্রথমে ফুলগুলো দেখে ভেবেছিলাম তুলসী গাছের শিস। ফুল গুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগলো আরেকটি অজানা ফুলের সাথে পরিচিত হলাম। সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য এটা আসলে তুলসী গাছ না তবে অনেকটা তুলসী গাছের মতো দেখা যাচ্ছে এবং হঠাৎ করে দেখলে এটাই মনে হবে স্বাভাবিক তবে আপনারা যে নতুন একটি ফুলের সাথে পরিচিত হতে পেরেছেন এটা জানতে পারে ভালো লাগলো।