সুন্দর একটি প্রজাপতির ফটোগ্রাফি।

in Incredible India21 days ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটি প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000067645.jpg

1000067660.jpg

প্রজাপতির ফটোগ্রাফি ধারণ করা সত্যিই অনেক কঠিন এক ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে কারণ তারা এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে থাকছে তাদের ছবি নিজের মোবাইলে বন্দি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।

1000067659.jpg

1000067657.jpg

তারা ফুল থেকে নিজের খাদ্য সংগ্রহ করছিল কাজের মধ্যে থেকে অল্প একটু সময় বের করে পাশে ফুল গাছের ওখানে চলে গিয়ে ছিলাম কারণ ওই ফুল গাছে অনেক মাছি বা প্রজাপতি এসে বসে থাকে কালকে ও দেখে ছিলাম তাই ভাবলাম গিয়ে কয়েকটি প্রজাপতি ছবি ধারণ করে নিয়ে আসি।

1000067644.jpg

তবে এই ছবি গুলো ধারণ করতে আমার অনেকটা সময় লেগে যায় কারণ যখনই মোবাইলটি তাদের কাছে নিয়ে যাচ্ছি তখনই তারা উড়ে চলে যাচ্ছে তবুও ধৈর্য ধারণ করে ছবি কিছুটা ধারণ করেছি আসলে এই ধরনের মাছি বা প্রজাপতির ছবি ধারণ করতে হলে ধৈর্য ধারণ করার অনেক প্রয়োজন আছে তাই সেখানে গিয়ে কিছু সময় তাদের এক জায়গায় বসে থাকার অপেক্ষা করছিলাম।

1000067642.jpg

তবে আমি অনেক বার ব্যর্থ হয়ে পড়েছি তবুও নিজের জায়গা থেকে হাল ছাড়ি নাই চেষ্টা করেছি কতো সময় পারবো না কথায় আছে এক বার না পারিলে দেখো শত বার আমিও অনেক বার চেষ্টা করে কিছুটা ছবি ধারণ করেছি ছবি গুলো আমি মনে করি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লাগবে তারা কতো সুন্দর ভাবে একটি ফুলের উপরে বসে তাদের খাদ্য সংগ্রহ করছে।

1000067641.jpg

সেখানে অনেক ধরনের প্রজাপতি ছিলো লাল প্রজাপতি হলুদ প্রজাপতি এবং কালো প্রজাপতি তবে সে গুলো আমি আমার মোবাইলে ধারণ করতে পারি নাই অবশেষে একটি সাদা রংয়ের প্রজাপতি আমার মোবাইলে বন্দী হয়ে গেলো এবং আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই প্রজাপতির ডানাতে কালো কালো দাগ আছে যেটা দেখতে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে।

1000067643.jpg

সব সময় মাছি এবং প্রজাপতি ফুলের গন্ধ নিতে পছন্দ করে আমরা ও তো পছন্দ করি তারা সেখান থেকে নিজেদের খাদ্য সংগ্রহ করে তাই তো সবাই ফুল ভালোবাসে তবে এই ধরনের ছবি ধৈর্য এবং লক্ষ্য ঠিক না রাখলে ধারণ করা আসলে অনেক কঠিন আমি অনেক আগে চেষ্টা করেছিলাম প্রজাপতির ফটোগ্রাফি ধারণ করার জন্য তবে অনেক বার ব্যর্থ হয়ে আর যেতাম না।

1000067640.jpg

তবে আজকে কাজের মধ্যে যে সময় টুকু পেয়েছি মন স্থির করে সিদ্ধান্ত নিয়ে ছিলাম আজকে প্রজাপতির ছবি ধারণ না করে রুমে যাবো না তবে আমি এই ছবি গুলো ধারণ করতে পেরে অনেক আনন্দিত অনুভব করি এবং আজকে ও আনন্দিত অনুভব করতে পেরেছি কারণ আজকে কিছুটা হলেও ছবি ধারণ করতে পেরেছি ভবিষ্যতে আরো ভালো ভাবে ছবি শেয়ার করার চেষ্টা করব।

1000045708.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 20 days ago 

সত্যিই তাই প্রজাপতি ফটোগ্রাফি করা খুব কঠিন ব্যাপার। আপনি সেই অসাধ্য সাধন করেছেন। আমাদের বাগানে প্রচুর রংবেরঙের প্রজাপতি ফুলের মধু খেতে আসে কিন্তু কখনো ছবি তুলতে পারিনি। আপনার ফটোগ্রাফি গুলি খুব সুন্দর হয়েছে। প্রজাপতিটিকে দেখতে ভীষণ সুন্দর লাগছে।

 17 days ago 

ধন্যবাদ আপনাকে আমার ধারণ করা প্রজাপতির ছবিটি আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে ভালো লাগলো তবে চেষ্টা করবেন আপনাদের বাগানে যে প্রজাপতি গুলো আসে তার ছবি ধারণ করতে আমি আশা করি আপনি সুন্দর ছবি ধারণ করতে পারবেন একটু সময় একটু ধৈর্য নিয়ে এই ছবি গুলো ধারণ করতে হয়।

আসলে প্রজাপতির ছবি তোলা অনেক একটি কঠিন কাজ কারণ প্রজাপতি একটু মানুষের পায়ের শব্দ পেলে তারা ছোটাছুটি করতে শুরু করে দেয় আপনি অনেকটা সময় ব্যয় করে প্রজাপতির পেছনে ছুটে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো তুলেছেন আসলেই অনেক সুন্দর হয়েছে আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগছে

 17 days ago 

জি প্রজাপতি একটু মানুষের পায়ের শব্দ বা গাছের পাতা বেশি দুললে সেখান থেকে উড়ে যায় এবং অনেকটা সময় লেগেছিল তবে এই ছবি গুলো ধারণ করতে পেরে সব কিছু ভুলে গিয়েছিলাম অনেকটা ভালো লেগেছিল ছবি গুলো ধারণ করে এবং আপনাদের মন্তব্য পেয়ে আরও বেশি ভালো লাগছে ছবি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে এটাই আমার কাছে বড় চাওয়া পাওয়া।

 14 days ago 

সাদা ফুলের উপর সাদা কালো ফটোগ্রাফি করার মধ্যে কিন্তু আনন্দ আছে তবে যেভাবে ফুলের উপর প্রজাপতি বসে আছে সেটা দেখতেই অসম্ভব সুন্দর লাগছে । প্রজাপতি গুলোর ফটোগ্রাফি করা অনেক বেশি কষ্টকর বিশেষ করে দূর থেকে ফটোগ্রাফি করতে হয় তারা যেন বুঝতে না পারে কিন্তু আপনি চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 14 days ago 

চেষ্টা করেছিলাম আমিও দূর থেকে প্রজাপতি আমার মোবাইলে বন্দি করার জন্য এবং কিছুটা ছবি আমি ধারণ করতে পারি এবং এই ছবি গুলো ধারণ করে অনেক ভালো লেগেছে আমার কাছে এবং আপনাদের কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে আরো বেশি আনন্দিত অনুভব করলাম।

 14 days ago 

এই যে ফটোগ্রাফি করার আপনার চেষ্টা এটাও কিন্তু একটা শখ আমরা যখন আমাদের শখের বয়সে নিজেদের সবগুলো পূরণ করতে পারি না তখন কিন্তু সময়ের সাথে সাথে শখের প্রতি আমাদের ভালোবাসা অনেকটাই কমে যায় একটা সময় আসে আমাদের জীবনে কোন শখ থাকে না তবে আপনি চমৎকারভাবে দূর থেকে হলেও ফটোগ্রাফি করতে পেরেছেন এটাই হচ্ছে সবচাইতে বড় কথা আর প্রজাপতির ফটোগ্রাফার করা চার্ট এখানে কথা নয়।