অতীত নয় বর্তমানেই জীবনের আসল সুখ।

in Incredible Indialast month (edited)

হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আমি আমার জীবনের এক গভীর অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমরা সবাই জানি জীবনের পথে চলতে গেলে অনেক কিছু ঘটে কখনো আনন্দ কখনো দুঃখ কখনো সাফল্য আবার কখনো ব্যর্থতা। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি সেটি হলো অতীত নিয়ে পড়ে থাকা আমাদের জীবনের এগিয়ে যাওয়া কে থামিয়ে দেয়।

1000041484.jpg

মানুষের জীবন আসলে অনেক ছোট কিন্তু এর ভেতরে স্বপ্ন আশা আর সংগ্রামের গল্প লুকিয়ে থাকে আমরা অনেক সময় অতীতের কোনো ঘটনা নিয়ে ভাবতে থাকি। হয়তো কোনো ভুল ব্যর্থতা অথবা কষ্টের মুহূর্ত সেই চিন্তা আমাদের মনে ভারী হয়ে বসে যায় আমিও অনেক সময় এমন করেছি। মনে হয়েছে যদি আমি তখন অন্যভাবে সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতো কিন্তু সত্যিটা হলো অতীতকে আর বদলানো যায় না সেটি শুধু অভিজ্ঞতা হিসেবে আমাদের সাথে থাকে।

আমি মনে করি ভবিষ্যতের স্বপ্ন দেখাটা সুন্দর আমরা প্রত্যেকে চাই আগামীকাল আরও ভালো হোক আরও উজ্জ্বল হোক। কিন্তু আবার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করাও ঠিক নয় কারণ ভবিষ্যৎ এখনো আসেনি তাই তার সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই আমি বিশ্বাস করি বর্তমানে আসল শক্তি লুকিয়ে আছে বর্তমান মুহূর্তকে আঁকড়ে ধরতে পারলে জীবন সুন্দর হয়ে ওঠে। আজকে আমি যা করছি সেটি আমার আগামী দিনের ভিত্তি তৈরি করছে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের স্বপ্ন মনে রেখে। আমি আজকের দিনটিকে ভালো ভাবে কাটানোর চেষ্টা করি এতে করে মনেও শান্তি আসে আবার সামনে এগিয়ে যাওয়ার শক্তিও জন্মায়।
1000046303.jpg

আমার কাছে মনে হয় জীবনটা একটা নদীর মতো নদী সব সময় বয়ে চলে সামনে যদি সে পিছনে ফিরে যেতে চাইত তবে হয়তো তার সৌন্দর্য থাকত না। ঠিক তেমনি আমাদের জীবনও সামনে এগিয়ে যাওয়ার জন্য অতীতের ব্যথা বা ভুলকে আঁকড়ে ধরে বসে থাকলে জীবন থমকে যায়। তাই আমি শিখেছি অতীত নয় বর্তমান আসল শক্তি প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে আমি মনে করি আজকের দিনটা আমার জন্য নতুন সুযোগ। হয়তো গতকাল ভালো যায়নি কিন্তু আজ আমি আবার নতুন ভাবে শুরু করতে পারি হয়তো আগামীকাল আরও ভালো হবে। কিন্তু আজ আমি যদি চেষ্টা না করি তবে আগামী কালও ফাঁকা থেকে যাবে তাই আমি চেষ্টা করি আজকের দিনটা হাসি ভালোবাসা আর পরিশ্রম দিয়ে পূর্ণ করতে।

1000062187.jpg

অনেকে জীবনের ব্যর্থতা নিয়ে হতাশ হয়ে পড়ে আমি তাদের বলতে চাই এক বার ভেবে দেখুন আপনি যদি অতীত নিয়ে পড়ে থাকেন তবে আপনার হাত থেকে আজকের সময়টা হারিয়ে যাবে। আর আজকের সময় টাই তো আপনার ভবিষ্যৎ তৈরি করে তাই আমরা যদি বর্তমান কে কাজে লাগাই। তবে অতীতের ব্যথা ভুলে নতুন একটা জীবনের পথ তৈরি করতে পারব আমি বিশ্বাস করি বর্তমান নিয়ে থাকা মানে শুধু কাজ করা নয় বরং মুহূর্ত গুলো উপভোগ করা। পরিবারকে সময় দেওয়া বন্ধুদের সাথে হাসি মজা করা নিজের প্রিয় কাজে মন দেওয়া এসবই জীবনের আসল আনন্দ।

হয়তো বড় স্বপ্ন এক দিন পূরণ হবে কিন্তু সেই স্বপ্নের পথ চলা টাও উপভোগ করা জরুরি অতীত আমাদের শিক্ষা দেয় ভবিষ্যৎ আমাদের স্বপ্ন দেখায়। আর বর্তমান আমাদের হাতে থাকা বাস্তবতা। যদি আমরা বর্তমান কে গুরুত্ব দিই তবে অতীতের সব কষ্ট হারিয়ে যাবে আর ভবিষ্যতের স্বপ্নও পূরণ হবে। বন্ধুরা আমি তাই শিখেছি অতীত নিয়ে দুঃখ না করে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে। আজকের দিন টাকে সেরা করে তোলার চেষ্টা করতে হয় কারণ জীবনের সত্যিকারের রঙ লুকিয়ে আছে এই বর্তমানের ভেতরে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Posted using SteemX