আমি বিশ্বাস করি সততার পথে সাফল্যের আলো।

in Incredible Indialast month

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আমি এমন একটি অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করতে চাই। যা আমার জীবনের সঙ্গে সব সময় গভীর ভাবে জড়িয়ে আছে আমি সব সময় বিশ্বাস করি জীবনে যে কোনো জায়গায় আমি যদি সৎ পথে চলি। তাহলে কোন বাধাই আমাকে আটকাতে পারবে না সফলতা পাওয়ার জন্য। এই বিশ্বাসই আমার পথচলার আলো যা আমাকে এগিয়ে যেতে শক্তি দেয় আমাদের জীবনের পথ কখনোই সহজ হয় না। ছোট ছোট বাধা থেকে শুরু করে বড় বড় সমস্যার মুখো মুখি হতে হয় প্রতিটি মানুষকে।

1000062183.jpg

আমি যখনই জীবনের পথে কষ্ট বা সমস্যার সম্মুখীন হয়েছি তখন আমার মনের ভেতর থেকে একটি কথা সব সময় ভেসে উঠেছে সৎ থেকো। পরিশ্রম করে যাও সফলতা এক দিন তোমার দরজায় কড়া নাড়বে এই বিশ্বাস আমাকে অন্ধকারে আলো দেখিয়েছে। বন্ধুরা সত্যি বলতে গেলে জীবনে সৎ ভাবে এগিয়ে যাওয়া অনেক কঠিন চার পাশে প্রলোভন থাকে শর্টকাট পথ থাকে‌। মিথ্যার মোড়কে মোড়ানো সহজ সুযোগ থাকে কিন্তু আমি শিখেছি সৎ পথ হয়তো কষ্টকর ধীর গতির কিন্তু এ পথের শেষ টাই আসল আলো। মিথ্যার জোর বেশি দিন টেকে না কিন্তু সত্যিকারের পরিশ্রম আর সততার ফল কখনো বৃথা যায় না।

আমার জীবনে কিছু সময় ছিলো যখন আমি ভেবে ছিলাম আর পারব না চারদিক থেকে ব্যর্থতা আমাকে চেপে ধরেছিল। চেষ্টা করতাম কিন্তু ফল মিলত না তখন ভেতরটা ভেঙে পড়ত বুকের ভেতর হতাশার ঢেউ আছড়ে পড়ত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমার নিজের বিশ্বাসই আমাকে শক্ত করে ধরত আমি নিজেকে বলতাম। কষ্ট যতই আসুক সৎ পথে থাকো থেমো না এক দিন না এক দিন সফলতা আসবে। পরিশ্রমের কষ্ট অনেক সময় অসহ্য মনে হয় রাত জেগে কাজ করা ক্লান্ত শরীর নিয়ে ভোর বেলা আবার নতুন লড়াই শুরু করা‌। এগুলো সহজ নয় অনেক সময় মনে হয়েছে যদি শর্টকাট নিতাম তাহলে হয়তো দ্রুত ফল পেতাম। কিন্তু মনের ভেতরের সততা আমাকে তা করতে দেয়নি কারণ আমি জানি সৎ পথে পাওয়া সাফল্যের আনন্দের সঙ্গে কোন কিছুই তুলনা হয় না।

1000062184.jpg

আমার অভিজ্ঞতায় দেখেছি জীবনে যারা সৎ পথে চলতে চায় তাদের জন্য আল্লাহ সব সময় অন্যরকম একটি দরজা খুলে দেন। হয়তো সেটি সময় সাপেক্ষ হয় কিন্তু সেই দরজার ওপারে থাকে শান্তি সম্মান আর সত্যিকারের আনন্দ। যারা অসৎ পথে এগোয় তারা হয়তো কিছু দিন আনন্দে থাকে কিন্তু এক দিন সব কিছু ভেঙে পড়ে যায়। আর সৎ মানুষ হয়তো কষ্ট পায় কিন্তু তার জীবনের সাফল্য দৃঢ় আর স্থায়ী হয়। বন্ধুরা এই বিশ্বাস আমাকে সব সময় শক্তি দেয় আমি শিখেছি জীবন মানেই সংগ্রাম সংগ্রাম ছাড়া সাফল্য আসে না। আর সংগ্রামের ভেতর সততা থাকলে সেই সংগ্রাম অনেক বড় এক শিক্ষায় পরিণত হয়। অনেক সময় চোখ ভিজে যায় কষ্টের জন্য কিন্তু সেই অশ্রুতেই লুকিয়ে থাকে আগামী দিনের আলো।

আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত জীবনে সৎ পথে চলা হয়তো এই পথে চলতে গিয়ে অনেক বন্ধুরা আমাদের ছেড়ে যাবে। অনেকে আমাদের নিয়ে হাসাহাসি করবে কিন্তু দিন শেষে আমাদের ভেতরের শান্তিটাই আসল। কারণ নিজের কাছে সৎ থাকতে পারা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন যখন আমি কোনো ছোট অর্জন করি তখন আমার মন কেঁপে ওঠে আনন্দে। আমি বুঝি এই অর্জনটা এসেছে শুধু আমার সততা আর পরিশ্রমের কারণে সেই মুহূর্ত গুলো আমাকে আরও শক্তি দেয় যেনো আমি আগামী দিনে আরও বড় লড়াই করতে পারি।

1000062182.jpg

বন্ধুরা আমি বলতে চাই জীবনে যতই কষ্ট আসুক না কেনো হাল ছেড়ো না যদি মনে বিশ্বাস রাখো যে সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করলে সফলতা এক দিন তোমার হবে। তাহলে সেই সফলতা অবশ্যই আসবে এই বিশ্বাসটাই আমাদের জীবনের আসল শক্তি আমি শুধু এটুকুই বলতে চাই। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সততা হোক পথ প্রদর্শক আর পরিশ্রম হোক হাতিয়ার যদি আমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরি তাহলে কোন বাধাই আমাদের থামাতে পারবে না।

বন্ধুরা তোমরা কেমন মনে করো তোমাদের জীবনেও কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে সততা তোমাকে জয়ের পথে নিয়ে গেছে আমি বিশ্বাস করি প্রত্যেকের জীবনেই এই বিশ্বাস একদিন আলো হয়ে উঠবে আজকের মতো এ পর্যন্তই আমি আশা করি তোমাদের সবার জীবনে সততার আলো জ্বলে উঠবে আর তোমরা সবাই তোমাদের স্বপ্নের সাফল্যে পৌঁছাতে পারবে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Loading...

TEAM 6

Congratulations! This post has been voted through steemcurator. We support quality posts, good comments anywhere and any tags.


1753883118875.png


Curated by : @rmm31

 27 days ago 

@rmm31 ধন্যবাদ আপনাকে।