রাখি পূর্ণিমা - ১ম পর্ব

in Incredible India5 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি রাখি পূর্ণিমার মুহূর্তগুলো।

গতকাল ছিল আগস্ট মাসের 9 তারিখ। গতকাল আমাদের একটা অত্যন্ত শুভ দিন ছিল। কালকে আমরা সকলেই বলতে গেলে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব পালন করেছি।।

20250809_102940.jpg

রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর দুটি ধর্মের মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে প্রথম শুরু করেছিলেন।। এটা আমরা ছোটবেলা থেকেই জানি। তবে হিন্দু পুরাণ এ যেমন ভাইফোঁটার কথা আছে ,ঠিক সেরকম ভাবে ভাইকে রাখি পরানোর নিয়ম প্রচলিত আছে ।ঈশ্বর যেন ভাইকে সমস্ত বাধা-বিপত্তি থেকে দূর করে এই প্রার্থনাতে লাল রঙের ধাগা বা সুতো ভাইয়ের হাতে বেঁধে দেওয়ার রিচুয়াল আমাদের হিন্দুদের মধ্যে রয়েছে।

আমার কাছে রাখি পূর্ণিমার দিনটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ ছোটবেলা থেকে নিজের ভাই নেই বলে প্রচন্ড পরিমাণে দুঃখ করতাম ।১২ বছর পর ঈশান যখন আসলো ,তারপর থেকে রাখি ভাইফোঁটাতে ওকে সবসময় আমি একটু চেষ্টা করি স্পেশাল ফিল করানোর। যতই হোক ও আমার ছোট্ট আদরের ভাই ।আমার একমাত্র ভাই।। আদর খেয়ে খেয়ে কতটা বাঁদর তৈরি হচ্ছে আমি জানিনা। তার সত্বেও আমি ওকে অনেক আদর দিতে চাই।

20250811_132633.jpg

স্কুলে পড়তে আমরা বন্ধু-বান্ধব সবাইকেই রাখি পড়াতাম। এমনকি আমাদের স্কুল থেকে রাস্তার মোড়ে মোড়ে র‍্যালি মতন করে নিয়ে যাওয়া হত এবং রাস্তা দিয়ে যারা যেত ,তাদের হাতে রাখি পড়াতে হতো। রাখি বন্ধন উৎসব সকলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি প্রচেষ্টা বলা যেতে পারে।। এটা সবাইকেই পড়ানো সম্ভব। কিন্তু যারা আমরা একটু পুজোর নিয়মমাফিক ভাই বোনদের মধ্যে এই রাখির উৎসব পালন করি ,তাদের কাছে এ রাখির গুরুত্ব আবার ভিন্ন হয়ে দাঁড়ায়।

ওই যে বললাম হিন্দু পুরাণ মতে ভাইয়ের সমস্ত বাধা থেকে ভাই যেন রক্ষা পায় সেজন্য ধাগা বেঁধে দেওয়ার প্রচলন ছিল।

নয় তারিখ আমি বেশ সকাল সকাল উঠে পড়েছিলাম। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর স্নান সেরে চলে গেলাম সোজা পুজোর ঘরে। এখন আমি পুজো করি বাড়িতে। মাকে আর পুজো করতে দিই না।। একাদশীর দিন মা পুজো করে । এছাড়া বাকি দিনগুলোতে আমি করে থাকি।

20250809_095439.jpg

পুজো হয়ে যাওয়ার পর কিনে নিয়ে আসা রাখি দুটো গোনুকে আর গোপুকে পড়িয়েছি ।আমার গণেশ ঠাকুরটা বড় বলে ওকে ঠিক ভাবে হাতে রাখি বেঁধে দিতে পেরেছি। তবে গোপালটা অনেকটাই ছোট তাই ওর হাতে রাখি বাঁধতে পারিনি।। রাখি টা ওর সামনে রেখে দিয়েছি।

আসলে ভাই হওয়ার আগে রাখি পূর্ণিমা , ভাইফোঁটার দিন আমি গোনু আর গোপুর সাথেই পালন করতাম। তাই বলতে গেলে ওরা কিন্তু আমার প্রথম ভাই। তাই ওদেরকে ছাড়া কোন কিছু শুরু করা যায় না।

পরবর্তী পোস্টে বাকি মুহূর্তগুলো শেয়ার করব আজকে এখানেই শেষ করছি।

Sort:  
Loading...
Loading...