১লা বৈশাখের কেনাকাটা
নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আপনারা বুঝতেই পারছেন আমার আজকের পোস্ট বিশেষ করে কেনাকাটা কেন্দ্রিক। আসলে জুডিও নামক এই শপিংমল কলকাতায় এবং বিভিন্ন সদর শহরগুলোতে রয়েছে। যেমন আমাদের আশেপাশে কল্যাণীতে, কাঁচরাপাড়া, ব্যারাকপুর এসব জায়গায় রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর সাথে ভারতবর্ষে বিভিন্ন জায়গায়। তবে আমাদের কৃষ্ণনগর শহরেই এই শপিং মল হওয়া বাকি ছিল। আগে এই শপিং মলে যেতে হলে কলকাতাতে যেতে হতো। যখনই কলকাতাতে যাওয়া হতো আমি একবার হলেও এই মলে ঢুকতাম।
কিন্তু যবে থেকে শুনলাম আমাদের শহরে এটা ওপেন হতে চলেছে তখন আমার মতন আমাদের শহরের সকলেই খুব আনন্দ পেলাম। সত্যি বলতে এই শপিংমলে খুব রিজিনেবল প্রাইজে অনেক কিছুই পাওয়া যায়। যদিও আমার সবথেকে বেশি ভালো লাগে এদের লিপস্টিক এবং নেলপলিশ আর কাজল। জামা কাপড়ের দিক দিয়ে রাফ ইউজ করার জন্য জামাকাপড় গুলো ভীষণ ভালো। ছেলেদের টিশার্ট সবথেকে বেশি ভালো লাগে আমার এই শপিং মলের।
কৃষ্ণনগরে যে জায়গায় সেন্ট্রাম শপিংমল আছে। ওর আন্ডারে বিগ বাজার ছিল। বিগ বাজার টা উঠে গিয়ে ওখানে এই জুডিও নামক শপিং মল গড়ে উঠেছে। গতকাল ওপেনিং হয়েছে। তাই প্রথম থেকে ভেবে রেখেছিলাম আজকে যেহেতু ছুটি আছে তাই একবার হলেও ওখানে যাব। কিছু না কিনি, অন্ততপক্ষে একটু ঘুরে আসব। এছাড়াও কেনাকাটার জায়গা ওখানে প্রচুর। যেমন ওখানে প্যান্টালুনস আছে, ট্রেন্ডস আছে , ইসি বায়, আরো প্রচুর এরকম শোরুম আছে।।
সকালবেলায় ব্রেকফাস্ট করে, আমি আমার পার্টনারের সাথে চলে গেলাম সেন্ট্রামে। গিয়ে দেখি সত্যিই অনেক বড় করে আউটলেট ওপেন হয়েছে। ঢুকেই ওদের কালেকশনগুলো বেশ ভালো লাগছিল। সামার কালেকশন প্রচুর এসেছে। তবে যেহেতু গতকাল ওপেন হয়েছে তাই অনেক কিছু ওরা এখনো শো করতে পারেনি। আমি সোজা নেল পলিশ আর লিপস্টিকের দিকে চলে গেলাম। পছন্দমত একটা নেলপলিশ কিনেও নিলাম।
তারপর আমি আর আমার পার্টনার ঘোরাঘুরি করতে লাগলাম। ওর জন্য অনেক কিছুই আমার পছন্দ হচ্ছিল। কিন্তু মাথার মধ্যে কাজ করছিল যেহেতু শহরে এটা প্রথম খুলেছে সকলেই এখানে তাড়াহুড়ো করে আসবে আর একই রকম জিনিস কিনবে। আর পয়লা বৈশাখের সময় সকলের গায়ে একই রকম জিনিস থাকবে। আমার একদম ইচ্ছা ছিল না আমার পার্টনারকে এরকম কিছু কিনে দেওয়ার, যেটা সকলের গায়ে আমি দেখতে পাবো।
তাই আমার পার্টনারের জন্য ওখান থেকে কিছু কিনি নি। তবে পাশের বাড়ির আমার এক ভাই আছে, ওর নাম শুভ। কিছুদিন আগে ওর জন্মদিন গেছে। তাই ওর জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম। ওকে গিফট করবো বলে। উপরের ছবিতে ভায়োলেট কালারের ও যে টিশার্টটা পড়ে আছে, সেটা জুডিও থেকে কেনা। আমার নেল পলিশ আর ও টি শার্ট কিনে বিল করে আমরা বেরিয়ে আসলাম। শুভর জন্য টি শার্ট আর আমার নেইল পলিশ মিলিয়ে ২৭৩ টাকা দাম হয়েছিল। অর্থাৎ ২৪ স্টিম।
তারপর ওখান থেকে চলে গেলাম ইজি বাইতে। ওখানে গিয়ে আমার পার্টনারের জন্য একটা ফুল প্যান্ট কেনা হল। এর পরে চলে গেলাম ট্রেন্ডস । যেহেতু পাশাপাশি সবকটা শোরুম তাই ঘুরতে অসুবিধা হয় না।গিয়ে সাথে সাথে একটা টি-শার্ট পছন্দ হয়ে গেল। সেটাও কিনে নিলাম। মোটামুটি পহেলা বৈশাখের জন্য আমার পার্টনারের এক সেট হয়ে গেল। আমি নিজের জন্য প্রত্যেকটা দোকানে দেখেছি। তবে আমি যেমন চাইছিলাম সেরকম পাইনি বলে কিনি নি।
তবে ওর জন্য যে দুটো জিনিস কেনা হল, দুটো মিলিয়ে ভারতীয় টাকায় ১০০০ টাকা পড়েছে। অর্থাৎ ৯০ স্টিম। আসলে আমি আর আমার মা মিলে ওকে গিফট করেছি।
ওখানকার কেনাকাটা সেরে, আমি আমাদের মার্কেটের দিকে চলে আসলাম। এখানে এসে মায়ের জন্য একটা সুতির শাড়ি কিনলাম। প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগে মাকে সুতির একটা শাড়ি কিনে দিই। তাই এবারেও সেটা করেছি। আমার পার্টনারও ওর বাবার জন্য একটা টি-শার্ট কিনে নিলো। শাড়িটা আমি যশোরেশ্বরী বস্ত্রালয় থেকে কিনেছি। সত্যি বলতে এই দোকানটা আমার খুব পছন্দের। বেশিরভাগ কেনাকাটা আমি এখান থেকে করে থাকি। মায়ের শাড়ি মোটামুটি ভারতীয় টাকায় ৪৪০ টাকা দাম ছিল। সে জায়গায় পহেলা বৈশাখের অফারে ৩৭৬টাকা নিয়েছে। অর্থাৎ ৩৪ স্টিম।
এছাড়া অনেক ঘোরাঘুরি হয়েছে। সে নিয়ে পরের পোস্টে লিখব।আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।
পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য আরও একটা আনন্দের দিন তবে মুসলমান হিসেবে এই দিনটা পালন করা নাকি ঠিক না তাই আমরা এই দিনটা পালন করি না তবে আপনারা এই দিনটাকে খুব বড় ভাবে উদযাপন করেন তাই সেই দিনের জন্য আপনাকে কেনাকাটা করতে গিয়েছেন আপনি একেবারেই ঠিক বলেছেন পহেলা বৈশাখে সবার গায়ে এক ধরনের জামা কাপড় থাকবে এটা তেমন ভালো দেখায় না তাই সবার জন্য আলাদা আলাদা ভাবে জামা কাপড় কিনেছেন ধন্যবাদ ভালো থাকবেন।
Congratulations
This post has been curated by
Team #5
@damithudaya