পুজোর কেনাকাটা - ১ ম পর্ব
নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি পুজোর কেনাকাটার একটা ঝলক।।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ।তাই বলে শুধুমাত্র কি বাঙালি দুর্গাপূজা তে কেনাকাটা করে? তা নয়। মেয়েদের কেনাকাটা সারা বছর চলতে থাকে। আমার ক্ষেত্রে তো তাই হয়। আমার মনে হয় মেয়েদের কেনাকাটার ফোবিয়া অবশ্যই আছে।
তবে আমার ক্ষেত্রে আমার যতক্ষণ না কোন জিনিস পছন্দ হচ্ছে ,আমি কোনমতেই সেই জিনিসটা টাকা দিয়ে কিনি না। আমি হয়তো খুব জিনিস দেখি, ঘেঁটে ঘেঁটে অনেক জিনিস বার করে দেখতে থাকি,কিন্তু আমার একবার পছন্দ হয়ে গেলে ,জিনিসপত্র কেনাকাটা করতে দেরি হয় না।
আজকে যে কেনাকাটার গল্প করছি সেখানে আমার অংশীদারি কম রয়েছে। কারণ সেদিনকে শুধুমাত্র আমার পার্টনারের জামা কাপড় কেনাকাটার জন্য আমার মা, আমি আর আমার পার্টনার বার হয়েছিলাম। প্রথমে ঠিক হয়েছিল আমি আর আমার পার্টনার মিলে দুজন কেনাকাটা করতে যাব বিকেলের দিকে।
তারপরে মাও আমাদের সাথে গেল। মাকে সকাল থেকেই বারবার বলছিলাম মা যেন সাথে থাকে। তাহলে সুবিধা হবে ।মা কেমন টাইপের জিনিস চাইছে, সেটা আমরা বুঝতে পারবো । আর মাকে নিয়ে ঘুরতে তো আমার ভালই লাগে। কিন্তু মায়ের শরীরটা ভালো লাগছিল না বলে মা সকাল থেকে রাজি হচ্ছিল না।বিকেলের দিকে ঘুম থেকে ওঠার পর মায়ের শরীরটা যখন একটু ফ্রেশ লাগছে, মা তখন আমাদের সাথে বেরোনোর জন্য রাজি হয়ে গেল।।
আমি আর মা প্রথমেই টোটো করে চলে গেলাম আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে কৃষ্ণনগরের যে শপিংমলটা রয়েছে সেখানে। সেখানে মোটামুটি এখন জুডিও থেকে শুরু করে প্যান্টালুনস, ট্রেনডস ,ইজিবাই ..আরো বিভিন্ন শোরুম রয়েছে ।তো ওখানে গেলে একবারে অনেক কিছুই দেখা যায়। প্রথমে তাই দূরে কেনাকাটার কথা ভাবলাম।
ওদিকে আমার পার্টনার বাইকে করে ওখানে পৌঁছে গিয়েছিল। পৌঁছে গিয়েই জুডিওতে প্রথমে ঢুকলাম ।তারপর এটা ওটা অনেক জিনিস দেখতে লাগলাম। কোন জিনিসই পছন্দ হলো না। আর জুডিও থেকে কিনতে গেলে আমার একটু খুঁতখুত করে ,কারণ জুডিও র জিনিসপত্র সবার গায়ে প্রায়শই দেখা যায়। তাই পুজোর ক্ষেত্রে আমি সেটা চাইছিলাম না।
ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ওখানেই যে প্যান্টালুনস আর ট্রেন্ডস এর শোরুম ছিল, সেখানে। ওখানে যাওয়ার পরে প্রচুর জামা কাপড় দেখেছি, কিন্তু কিছুতেই মন ভরছিল না। যে এক দেখাতে ভালো লেগে যাবে, সেই টাইপের কিছু দেখতে পারছিলাম না।
তবে যুডিও থেকে বাবার জন্য একটা ব্যবহার করার মতন টি শার্ট , আমার একটা নেলপলিশ আর খুচকাচ কয়েকটা জিনিস কিনেছি। এছাড়া সেরকম কিছু কেনা পড়েনি। যাওয়ার আগে একবার ইজি বাইতে ঢুকেও দেখলাম, যদি কিছু পাওয়া যায়। কিন্তু আমার পার্টনারের জন্য আমাদের কোনটাই পছন্দ হচ্ছিল না ।এসব দেখতে দেখতে হঠাৎ করে ঈশানের জন্য প্যান্ট কেনা হয়ে গেল দুটো। তারপরে আমারও একটা প্যান্ট পছন্দ হল।আমিও একটা নিয়ে নিলাম।
যার জন্য জামা কাপড় কিনতে এসেছি তার জন্যই পছন্দ হচ্ছিল না ।এদিকে আমরা এক এক করে কিনে যাচ্ছিলাম।
যাইহোক কেনাকাটা করতে বেরোলে ,এরকম অনেক ঘটনায় ঘটে থাকে। এক এক সময় তো এরকম হয়েছে ,কেনাকাটা করতে বেরিয়েছি, ঘন্টার পর ঘন্টা জামা কাপড় দেখেছি ,কিন্তু কোন কিছুই পছন্দ হয়নি।। তারপর বাড়িতে এসে বাবার কাছে প্রচুর ঝাড় খেয়েছি আমি, মা আর আমার কাকিমারা মিলে। আসলে মেয়েদের জিনিস চুস করতে সত্যিই অনেক সমস্যা হয় ।কিন্তু যদি কোন কিছু পছন্দ হয়ে যায় , তাহলে তো সেখানেই ফাইনাল হয়ে যায়।
ওর জন্য জিনিসপত্র যখন ওখান থেকে পছন্দ হলো না ,তারপর কি কি করলাম ,সেটা না হয় পরের পোস্ট এ শেয়ার করব ।আজকে এখানেই থাক।