সপ্তমীর সকাল
নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন।। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি সপ্তমীর দিন সকাল বেলার কিছু মুহূর্ত।
সকাল বেলায় সপ্তমীর দিন স্নান করে রেডি হয়ে নিলাম। পুজোর দিন বলে কথা, তাই নতুন জামা পড়া । ষষ্ঠীর দিন কোথাও বেরোয়নি। নতুন জামা পড়া হয়নি। বাড়িতেই ছিলাম ।শুধুমাত্র একবার শোরুমের দিকে গিয়েছিলাম ব্যবসার কাজে ।নতুন জামা পড়িনি বলে বাড়িতে এসে মা বকাবকি করছিল। অত কি আর মাথায় থাকে!
তাই সপ্তমীর দিন রেডি হয়ে পুজোর জন্য যে কুর্তিটা কিনেছিলাম ,সেটা পড়ে নিয়ে দোকানের দিকে গেলাম ।তারপর ওখানে গিয়ে কিছুক্ষণ ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম একটু আমার পার্টনারের সাথে দেখা করতে। ওর আসতে বেশ দেরি হলো। অফিস থেকে বেরোতেই দেরি হয়ে গেছে ওর। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো হলে এই সমস্যা। ছুটি থাকে না বেশি।ওদের অফিসে শুধুমাত্র নবমী আর দশমীর ছুটি ছিল ।তাই সপ্তমীতেও ওকে অফিস যেতে হয়েছে ।
আইসক্রিম পার্লার যাওয়ার সময় রাস্তায় বেশ অনেকগুলোই ঠাকুর দেখতে পেয়েছিলাম ।তার মধ্যে একটা ডাক্তারের বাড়িতে পূজো হয়। অনেক বছর ধরেই দেখি ওদের দুর্গা ঠাকুর টা খুব নতুনত্ব করে । কখনো বাঙালি সাজে ঠাকুরকে সাজানো হয়, আবার কখনো ঠাকুরের মুখের এক ভিন্ন আদল দেখতে পাওয়া যায় ।তাই ওখানে নেমে একটুখানি মাকে প্রণাম করে নিলাম ।এবারের মূর্তিটাও একটু অন্যরকম হলেও বেশ সুন্দর দেখতে হয়েছে।
তারপর ও আসার পর আইসক্রিম পার্লারে আমরা মিট করলাম । ওখানে গিয়ে দেখলাম নতুন একটা আইসক্রিম এসেছে ।দেখেই মনে হল আইসক্রিমটা খেতে ভালো হবে ।আইসক্রিমটা নিয়ে নিলাম আর তারপরে প্যাকেট খুলে দেখি ওর মধ্যে একটা স্টিলের চামচও দিয়েছে ।ছোট্ট চামচ দেখে বেশ কিউট লাগছিল। আমার পার্টনার বলছিল এটা বাড়িয়ে নিয়ে গিয়ে লবনের কৌটতে রেখে দিও। হাহাহা। একেবারেই লবণ তোলার মতন চামচ।
আইসক্রিমটাও খেতে ভালো ছিল। ওখানে বসে ওর সাথে বেশ অনেকক্ষণ সময় কাটালাম ।কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম।
তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু মার্কেটের দিকে। ঈশানের কেনাকাটা এখনো শেষই হয়নি। তাই ওর জন্য আবারও একটা শার্ট কিনলাম। চলে গিয়েছিলাম যেখান থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করে থাকি ।ওদের তিনতলায় বাচ্চাদের সেকশন ।তিন তলা অব্দি উঠতে গিয়ে পায়ে ব্যথা ধরে যায়।
পৌঁছে গিয়ে বিভিন্ন ধরনের সার্ট দেখতে থাকলাম, তারপর একটা সুন্দর সাদার ওপর সবুজের কাজ করা সার্ট পছন্দ হলো ,সেটা নিলাম ।আর নিলাম একটা কলার দেওয়া হাফ-হাতা টিশার্ট।
এছাড়াও ভাইয়ের জন্য অনলাইনে আর একটা শার্ট অর্ডার করা আছে। মোটামুটি কেনাকাটা কমপ্লিট। ওখান থেকে বেরিয়ে আমার একটা ব্লাউজ কেনার ছিল ।তাই সেটাও কিনে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা হলাম।
দোকান এ যাওয়া, কেনাকাটা করার ছবি বেশি তোলা হয়নি কারণ খুব তাড়াহুড়ো র মধ্যে ছিলাম। তাই যে কটা ছবি আইসক্রিম পাল্লারে বসে তোলা ,সেগুলোই শেয়ার করলাম ।
বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছিল। তা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন। বাড়িতে আসার পর বিকেলবেলা থেকেই আমার প্রচন্ড শরীর খারাপ শুরু হয়ে গেছিল।। সে নিয়ে পরে শেয়ার করব।আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।