প্রশান্তি - স্বরচিত কবিতা

in Incredible India3 months ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার মামার বাড়ির গ্রামের এক অপূর্ব জায়গার ফটোগ্রাফি।

20250314_095718.jpg

প্রকৃতি আমাকে ছোট থেকেই বার বার হাতছানি দিয়ে ডাকে। প্রতি পদক্ষেপে আমি আটকে যাই ,আর প্রকৃতির এই বাক রোধ করে দেওয়ার মতো সৌন্দর্যকে দেখতে থাকি। মামার বাড়িতে যাওয়ার পর প্রত্যেকবারই আমি রোজ সকাল করে হাঁটতে বের হই। বাড়িতে এত তাড়াতাড়ি ঘুম না ভাঙলেও মামার বাড়িতে সব থেকে আগে ঘুম ভেঙে যায়, তারপর ছোট বোনের সাথে ব্রাশ করতে করতে হেটে বেড়ায় গ্রামের পথ দিয়ে।

20250314_095659.jpg

মামার বাড়ি যাওয়ার তৃতীয় দিন সকাল বেলায় উঠে যখন হাঁটতে বেরোলাম , হাঁটতে হাঁটতে কিছুটা দূর এগিয়েই দেখতে পেলাম ফরেস্টের মত খালি গাছ আর গাছ। ওই জায়গাটার একটু আগেই প্লট করে জমি বিক্রি হচ্ছে এখন।। দু'বছর আগেও ৫০ হাজার টাকা করে কাটা বিক্রি হচ্ছিল। সেই জায়গা এখন দেড় থেকে দুই লাখ টাকা কাটা হয়ে গেছে।

20250314_095655.jpg

এক সময় খুব ইচ্ছা ছিল এখানে কোন একটা জায়গায় ঠিক কিছু পরিমাণ জমি কিনে রাখার। কিন্তু কিনে রাখা হয়ে ওঠেনি। এই জায়গাটা আমার এত পছন্দের জায়গা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মামার বাড়িতে কার নাহ যেতে ভালো লাগে। তবে আমার ভালো লাগার কারণ দুটো সেটা হল আমি মামার বাড়িতে গেলে প্রকৃতির বেশি কাছাকাছি যেতে পারি। এ কারণে ওখানে আমার এত বেশি যেতে ইচ্ছা করে।

20250314_095639.jpg

হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম এক অদ্ভুত জায়গায়। চারিদিকে খালি ইউক্যালিপটার এর গাছ। গাছগুলো লম্বা হয়ে আকাশের দিকে উঠে গেছে। আর গাছের পাতাগুলো একদম গাছের মাথার দিকে গজিয়েছে। এত লম্বা গাছগুলোকে দেখে বড়ই অদ্ভুত লাগছিল। আমি হা করে ওদের দিকে তাকিয়ে ছিলাম। ঝড়ো হাওয়াতে গাছগুলো দোল খাচ্ছিল একে অপরের সাথে। এ দৃশ্য যে কি অপরূপ। সামনে থেকে না দেখলে বোঝা যাবে না।।

20250314_095635.jpg

গোটা জায়গা জুড়ে কেউ ছিলনা, ছিলাম শুধু আমি আর আমার ছোট বোন তিথি। তিথিদের বাড়ির কাছেই এই জায়গা, তাই ওদের কাছে এই জায়গাটা প্রত্যেক দিনের দেখা আর না দেখার মতো। ঠিক যেমন পাড়ার মোড়ে থেকে যাওয়া একটা চায়ের দোকান।। কিন্তু আমার কাছে ওই জায়গাটার মর্মবস্তু সেদিন থেকে যেভাবে গেঁথে গেছে, তা শুধু আমি অনুভব করতে পারি।

20250314_095448_1.jpg

গাছের পুরো মোটা কান্ডটা সাদা সাদা ধরনের। অনেকে দেখলাম খুঁটে খুঁটে কত কিছু লিখে রেখেছে কত আঁকিবুকি করে রেখেছে। সূর্যটা একপাশ থেকে যেভাবে দেখা যাচ্ছিল মনে হচ্ছিল , ওউ খুব চেষ্টা করছে এই সুন্দর জায়গাটায় এসে কিছুটা সময় কাটাতে। আলোর তাক লাগিয়ে দেওয়া ঝলকানি টা শুধু আমাকেই নয় ওই গাছগুলো কেউ হয়তো আনন্দ দিচ্ছিল।। রোদের মধ্যে আয়না ধরলে আয়নার সাথে সূর্যের আলোর যে প্রতিফলন হয় চিকচিক করে ওঠে। ওই জায়গার সৌন্দর্য সেরকম ভাবেই সূর্যের আলোতে চিকচিক করছিল। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যমামা উঁকি দেওয়ার চেষ্টা করছিল।

প্রশান্তি

20250314_095714.jpg

নিশ্চিন্ত কোনো সকালে
পরিপাটি তুমি তোমার মতন করে,
অগোছালোতেও
তুমি গোছালো রূপের নারী।

ভারী ভারী সব চিন্তাদেশের মাঝে
কেবলই ডাকো, বসন্ত বিলাপ করে ।
তুমিও জানো,
আমি কতোটা ভালবাসতে পারি।

কবিতা এসে তোমার ছোঁয়া পেলে
কাঁপিয়ে তোলে অফুরন্ত কথার ডাল ।
খসখসে হলুদ ঝড়া পাতাদের মাঝে
সবুজে ঢাকা তোমার শীতের শাল।

পাখিরা সেদিন হয়েছে কোথায় চুরি,
বনের মাধুরী তুমিই কেঁড়ে নিলে।
আমার মরা বাগানে শুকনো ডালের মাঝে
তুমি সেদিন আমায়, সবুজ এনে দিলে।

তোমার কাছে ভারী কৃতজ্ঞতা
তোমায় আবার, একটু দেখতে চাওয়া।
কাছে দূরের সকল জটিলতা
মুছে,
তোমার কাছেই,আস্তানা খুঁজে পাওয়া ।



20250314_095446.jpg

20250314_095439.jpg

আমি বেশ কিছুদিন আগে আমার বড় বোন অর্থাৎ বড় মামার মেয়ের whatsapp এর স্ট্যাটাসে এই জায়গার ছবি দেখেছিলাম। সত্যি বলতে ছবিতে আমি বুঝতেই পারিনি এ জায়গাটা কতটা সুন্দর হতে পারে। সেদিনকে গিয়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে দেখেছি। এই জায়গায় আমি অনেক অনেক আরো ফটোগ্রাফি করেছি। কোন একদিন পোস্টে আপনাদের সবকিছু শেয়ার করব। জায়গাটি নিয়ে আমার লেখা কবিতার সাথে আজ কিছু ছবি শেয়ার করলাম।

Sort:  
Loading...
Loading...