স্বরচিত কবিতা এবং আমার কিছু অনুভূতি

in Incredible India2 months ago

নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার লেখা আরও একটি কবিতা। কবিতাটি আমার প্রিয় আরেকটি ফুলকে নিয়ে। তার সাথে জড়িয়ে রয়েছে কিছু অনুভূতি। সমস্তটাই আমি আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব। আশা করছি আমার লেখায় কবিতাটি আপনাদের সকলের ভালো লাগবে।।

কাঠ গোলাপ

20250522_234314.jpg

আমার সাধের কাঠগোলাপ
বৃষ্টি ভেজা পায়ে হঠাৎ করেই
বারান্দায় উঠে আসে।
পায়ের ছাপের পাঁচটি আঙুল
লক্ষ্মী ডেকে আনে।

চুপটি করে পড়ে থাকা চিরপরিচিত
চাঁদের আলো,
হঠাৎ নতুন মনে হয় ।
গন্ধে মাতাল হয়ে যায়,
ভিজে মাটি আর বাতাসি পরীদের নাচ।

কোনো এক বিরল প্রেমিক
বড়ই আহ্লাদ করে
ছিঁড়ে আনে কাঠগোলাপ।
সাজিয়ে তোলে আমার হাতের তালু আর
সুতির কাপড়ে মোড়ানো ছোট্টবেলার পুতুল।

তখন রাজপুত্র পক্ষীরাজে আসে ।
আলগোছে বেঁধে রাখা,
প্রেমিকার চুলের গোছে নিশ্বাস নরম হয়।
কালো আকাশে তখন সাদা মেঘ ভাসে।
ভেসে বেড়ায় প্রেমিকার স্বপ্নে ভরা রাজত্ব।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

অনুভূতি

আজ হঠাৎ করেই এই বৃষ্টি ভেজা সকাল বেলায় পড়তে পড়তে কিছু অনুভূতির কথা মনে হচ্ছিল ।সেই অনুভূতি নিয়েই একটা বড় কবিতা হয়ে গেল। কাঠ গোলাপ আমার খুব পছন্দের ফুল। যেখানেই আমি দেখি আমি নিজেকে সামলে রাখতে পারি না। যদি সুযোগ থাকে চলে যায় গাছের তলায় অথবা দু'চারটে পড়ে থাকা ফুল কুড়িয়ে নিই। এই গাছের ফুলের এত সুন্দর গন্ধ। আমার শরীরে মায়ার মতন কাজ করে।

ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল বাড়িতে একটা কাঠগোলাপ গাছ লাগাবো। কিন্তু কাঠগোলাপ গাছ বেশ বড় হয়, বেশ বড় হলে তাতে ফুলও বেশি হয়। বাড়িতে সেরকম জায়গা নেই, যে ওকে আমি যত্ন করে বড় করে তুলব। আর আমার কাছে মনে হয়,যেটা আমি যত্ন করতে পারবো না, সেটা আমার বাড়িতে না নিয়ে আসাই ভালো।

20250522_235745.jpg
সেই বিশেষ ফুল, যার থেকে এই কবিতার সৃষ্টি

তবে আশ্চর্যজনকভাবে, যখন এ কথাগুলো অর্থাৎ কাঠ গোলাপের প্রতি আমার ভাললাগা এবং ভালোবাসা কথাগুলো আমি আমার পার্টনারকে শেয়ার করছি, কিছু বছর আগে। ও আমাকে নিজে থেকে বলে যে ওর বাড়িতেই তো কাঠগোলাপের দুটো গাছ আছে।। আমি শুনে এত আনন্দ পাই। সত্যি বলতে ওদের বাড়িতে চার /পাঁচ গিয়েছি ,কখনোই ওই দুটো গাছ আমার চোখে পড়েনি।

ও বলার পর ওর বাড়িতে গিয়ে লক্ষ্য করি সত্যিই তো গেটের একেবারে দুই ধারে দুটো কাঠগোলাপ গাছ রয়েছে। গাছগুলো হয়তো খুবই ছোট ছিল অথবা তাতে ফুল ছিল না এ কারণেই আমার চোখে পড়েনি। কিন্তু গাছগুলো এখন বেশ বড় হয়েছে। গাছগুলোতে থোকা থোকা হয়ে ফুল ফোটে।

20250513_195433.jpg

কিছুদিন আগে হঠাৎ করে আমি ,মা ,বাবা, ভাই মিলে ওদের বাড়িতে গিয়েছিলাম। ফেরার পথে দেখি রাতের বেলা কাঠগোলাপ গুলোকে গাছের মধ্যে কি সুন্দর লাগছে। গাছ ভর্তি কাঠগোলাপ সবুজের মাঝে জ্বলজ্বল করছে । আমি দেখতে দেখতেই গাড়ির দিকে এগিয়ে আসছিলাম গাড়িতে উঠবো বলে।

হঠাৎ করে সত্যিই বিরল প্রেমিকের মতন পাগলটা ওই রাতের বেলায় গাছ থেকে একটা কাঠ গোলাপ তুলে এনে আমাকে দিল। আমার মা সামনেই ছিল। মা দু তিনবার বারণ করল, রাতের বেলা গাছ থেকে ফুল ছিড়তে নেই। কিন্তু কে কার কথা শোনে। তখন মনের ভেতরে তার রাজপুত্র জেগেছে। মায়ের সামনেই গাছ থেকে তুলে এনে আমার হাতে দিল।

20250522_232911.jpg
হাতে দেওয়ার সাথে সাথে চুলের খোপায় সাজিয়ে নিয়েছিলাম

একটা মানুষকে খুশি করতে, তার মুখে হাসি ফুটিয়ে তুলতে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না ।কিছু কিছু ছোট এফর্ট গুলো অনেকটা কাজ করে ।ও নিজেই জানে না ওই সামান্য একটা কাজে আমার কত ভালো লেগেছে। আমি ওকে নিজের চোখে ওই রাত দুপুর বেলায় গাছ থেকে কাঠগোলাপ তুলতে দেখলাম। আমার মায়ের সামনেই কি সাহসিকতা করে আমার হাতে তুলে দিল। ফুল থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আমি বাড়িতে এনে খুব যত্ন করে একটা ছোট কাচের বাটিতে জল দিয়ে রেখে দিয়েছিলাম।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkgDRGimVUej6BECg7qRtYRA82QwrcYx6p28RoC2tjvKtWa2ZrDcQTNKTxfBYXGiFwkGFvBXpwcxFEXrPanqC.jpeg

একবার ও আমার বাড়ির জন্য বাড়ির পুজোর দিন সকালবেলায় এক ঝুড়ি কাঠ গোলাপ আমাকে এনে দিয়েছিল। পুজোর জন্য ৩০ পার্সেন্ট ব্যবহার করলেও ,বাকি সমস্ত ফুল আমি একটা বড় কাঁচের বাটিতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। সেই ফুলগুলো তিন থেকে চারদিন মতন ছিল। কি অসম্ভব সুন্দর গন্ধ বার হচ্ছিল ।সারা ঘর আমার ভরে যাচ্ছিল। যতবার হাওয়া দিচ্ছিল গন্ধটা বারবার নাকে আসছিল।

IMG-20250512-WA0002.jpg
তার এনে দেওয়া এক ঝুড়ি কাঠগোলাপ

কিছু কিছু মুহূর্ত এইভাবেই আমাদের মনে স্মৃতির মতন জায়গা করে নেয়। সেগুলো একেবারেই ভোলা যায় না। কিছু কিছু সময় আমরা বলে থাকি আমাদের জীবনটা কোন হিন্দি সিনেমার মতন নয়। বা কোন রকম কোন হলিউডের মুভিও নয়। এটা একেবারেই আমাদের জীবন।

তবে আপনারা যদি ভেবে দেখেন ,লক্ষ্য করবেন মানুষের জীবন থেকেই কিন্তু একটা সিনেমা তৈরি হয়। মানুষের অনুভূতিগুলোতেই সিনেমার রূপান্তরিত হয়। হয়তো সেখানে একেবারেই কিছু কাল্পনিক ঘটনা অথবা যেটা হওয়ার নয় সেটাও অ্যাড করা হয়। তবে আমাদের খেয়াল রাখতে হবে সিনেমাগুলো যে তৈরি হয় তা কিন্তু বাস্তব ঘটনা অবলম্বন করেই।

আমার কাছে এরকম কিছু কিছু ভালোলাগা মুহূর্ত আছে যে ভালোলাগার মুহূর্তগুলো কখনোই হয়তো আমি মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না।। সেই মুহূর্তগুলোতে সত্যিই মনে হয় আমি পৃথিবীতে নেই, আমি স্বর্গে আছি। বিশেষ করে প্রকৃতির কিছু কিছু অপরূপ দৃশ্য যখন চোখে পড়ে, তখন আরো বেশি মনে হয়। ক্ষণিকের ওই ছোট ছোট সুখগুলো ওই ছোট ছোট আনন্দ গুলো বারে বারে ভাবায় ,যে এখনো হয়তো পৃথিবীতে সুখ আছে, আনন্দ আছে , সৌন্দর্যতা আছে।

Sort:  
Loading...
Congratulations! Your post has been upvoted by Team 3.


IMG-20250418-WA0030.jpeg

Curated by : @afzalqamar

Loading...

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে একটি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য। কাঠগোলাপ নিয়ে আপনার কবিতাটা আমার কাছে বেশ ভালো। বিভিন্ন ধরনের কাঠ গোলাপ দেখা যায়। আমাদের বাড়িতেও ছোট একটা কাঠ গোলাপ গাছ আছে। আপনার লেখা কার্ড গোলাপের বিষয় বিভিন্ন কিছু পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো।

আসলে আপনি ঠিক কথাই বলেছেন আমাদের মেয়েদের মুখে হাসি ফোটাতে এবং খুশি করতে বেশি দামি কোন উপহার লাগে না যেমন আপনি সামান্য একটি ফুল পেয়ে অনেক খুশি হয়েছেন এবং আপনার এই কাঠ গোলাপ ফুল নিয়ে এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে লেখেছেন আসলে সত্যি বলছি আপনার চুলের খোপায় এই ফুলটি খুবই সুন্দর লাগছে আপনি যে একটি কাঠ গোলাপের প্রেমিক তা দেখে বোঝা যাচ্ছে আপনার এই সুন্দর কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার লেখাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন