কেনাকাটার পরের মুহুর্ত

in Incredible India5 months ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। গতকাল আমি আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম কেনাকাটা নিয়ে। তারপরের কিছু মুহূর্ত বলেছিলাম আজকে শেয়ার করব। গতকালকের পোস্টের পর থেকেই আজকে লেখা শুরু করছি।

জুডিও থেকে মার্কেটে ফিরে এসে মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম ।সেটাও আপনাদের জানিয়েছি। শাড়ি কেনা হয়ে যাওয়ার পর আমার পূজা আর নেহার সাথে দেখা করার কথা ছিল। ওরা আজকে ওদের গ্রামের বাড়ি থেকে মার্কেটের দিকে এসেছিল, বলেছিল কাজ কমপ্লিট হয়ে গেলে দেখা করতে কোথাও।

এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেলেও ওদের কাজ কমপ্লিট হলো না। তাই অবশেষে ওরা যেখানে ছিল সেখানেই আমাকে যেতে হলো। আসলে ওরা লেন্সকার্ট থেকে চশমা কিনছিল। আসলে কৃষ্ণনগরে আরো একটি শোরুম ওপেন হয়েছে। লেন্সকার্টের একটা নতুন আউটলেট কৃষ্ণনগরে সদর হসপিটালের মোড়ের মাথায় খুলেছে।আসলে এটা একটা চশমার শো রুম। এদের বিভিন্ন আউটলেট সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে।

20250331_132507.jpg
লেনস্কার্ট

এর আগে লেন্সকার্ট থেকে আমিও আমার চশমাগুলো কিনেছি। এমনকি এখনও অব্দি আমি লেন্সকার্টের চশমাগুলো ব্যবহার করি। এদের একেক সময় দারুন দারুন অফার চলে। আমি যখন কিনেছিলাম তখন বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল ।এখনো সেটা রয়েছে। আসলে গোল্ড মেম্বারশিপ থাকলে পাওয়া যায় এই অফার। এর সাথে এক বছরের মধ্যে কোনরকম সমস্যা হলে ওরা পুরোপুরি চেঞ্জ করে দেয়। আমার আগেরবার এর চশমাটা আমি এক বছরের মাথায় এসে চেঞ্জ করেছি, দুটোই আমাকে চেঞ্জ করে পুরো নতুন দিয়ে দেওয়া হয়েছিল। তাও আবার আমার নতুন পছন্দ মতো।

20250331_132510.jpg

লেন্সকার্ট সার্ভিস বেশ ভালো। তবে তুলনামূলক দাম বেশি টাইটানের থেকে। ওরাও ওখান থেকে প্রায় দুই জোড়া চশমা কিনল। নেহার জন্য চশমা কেনা হল ।আর জেঠিনের জন্য কেনা হল। আমি দুজনকেই হেল্প করে দিলাম একটু চুস করতে। যেহেতু সদ্য ওপেন হয়েছে আউটলেট টা ,তাই অনেক কিছুই এখনো আসেনি। আস্তে আস্তে সব রকম ওরা রাখবে যেমন অন্যান্য জায়গায় রাখা থাকে। যেমন পেমেন্টের সময় ক্যাশ পেমেন্ট কিছুতেই হলো না। ওদের সাইটেই কিছু ইস্যু হচ্ছিল। তাই জন্য অনলাইন পেমেন্ট করতে হলো।

20250331_134653.jpg

লেন্সকার্ট এর কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম আরো একটি জায়গায়। এর আগে আমি সেখানে কখনো যাইনি। ওটা একটা ক্যাফে বলা যেতে পারে। ওখানে মোয়িত থেকে শুরু করে কোল্ড কফি, কোলড্রিংস ,আইসক্রিম এবং আরো অনেক কিছু পাওয়া যায়।

20250331_134652.jpg

আমার পার্টনার ,নেহা আর পূজা মিলে চলে গেলাম ওই দোকানে। বাইরে প্রচন্ড গরম পড়েছে। তাই যখন যখন এসির মধ্যে ঢুকছি ভালো লাগছে। আর যেই না রাস্তায় বেরোচ্ছি, মনে হচ্ছে রাস্তায় লু বইছে। ওখানে পৌঁছেই অর্ডার করে ফেললাম কোল্ড কফি উইথ আইসক্রিম ,কোল্ড কফি উইথ চকলেট ,ভার্জিন ময়িত দুই রকমের। একটা নরমাল আর একটা কি ফ্লেভারের সেইটার নাম ,আমার ঠিকঠাক মনে নেই।

20250331_221840.jpg
ভার্জিন মোয়িত

প্রত্যেকটা জিনিস খেতে ভালো ছিল। কিন্তু নরমাল ভার্জিন মোয়িত আমার সবথেকে বেশি ভালো লেগেছে। প্রাইস রিসিনেবল ছিল। প্রত্যেকটার প্রাইস ৯০ থেকে ১১০ টাকার মধ্যে ছিল। টোটাল ৩৮০ টাকা মতো বিল হয়েছিল।।

20250331_221821.jpg
কোল্ড কফি উইথ আইসক্রীম এবং কোল্ড কফি উইথ চকলেট

তারপর ওখান থেকে পূজা আর নেহাকে ধরে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। অতো গরমের মধ্যে আমি চাইনি ওরা আবার বাড়ি ফিরে যাক। ওদের বললাম ,চল আমার বাড়িতে দুপুর টুকু রেস্ট করে বিকেল বেলার দিকে অথবা সন্ধ্যেবেলার দিকে তোদের পৌঁছে দেয়া হবে।

যেহেতু ওদের বাড়িতে মাঝেমধ্যেই যাওয়া হয় গাড়ি করে ।তাই ওরাও রাজি হয়ে গেল ।সোজা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম ।ওরাও ফ্রেশ হলো। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে ।ঘর গুলো রং হচ্ছে বলে চারিদিকে একদম উথাল পাথাল।

তার মধ্যে থেকে সমস্ত কিছু করতে হচ্ছে মাকে ।আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। আর সাথে অনেক গল্প করতে থাকলাম ।সন্ধ্যা বেলার দিকে ওরা দুজন চলে গেল। আবার মার্কেট থেকে আমার জন্য আমার পছন্দের পেস্ট্রিগুলো আমার বাবার মারফাতে কিনে পাঠিয়ে দিয়েছিল।

20250331_201747.jpg

সব মিলিয়ে গতকালের দিনটা কেনাকাটা আর আড্ডাতেই কেটেছে। বিএড এর প্রজেক্ট এর অনেক কিছু লেখা এখনো বাকি। হাফও কমপ্লিট করতে পারিনি হাতের সমস্যার কারণে। এই নিয়ে ভীষণ ভয় পাচ্ছি।। বেশ ঘুরে ফেললাম দুদিন। এবার একটু কাজ ফিনিশ করতে হবে জোর কদমে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।

Sort:  
Loading...
Loading...
 5 months ago 

কেনাকাটা করতে করতে আপনারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছেন যার কারণে আপনার পার্টনার এবং আপনার বান্ধবীরা মিলে সবাই শরবত এবং খাওয়া দাওয়া করেছেন গরমের সময় এই শরবত লাচ্ছি খেতে কিন্তু বেশ ভালই লাগে যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনার কেনাকাটার মুহূর্ত এবং খাওয়া-দাওয়ার মুহূর্ত আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।