আমার মনে হয় তুই অনেক ভালো ভালো ছবি আঁকতে পারিস, কিন্তু তুই মন দিয়ে কাজ করতে বসিস না বলে সেগুলো তুই তুলে ধরছিস না। আমি খুব খুশি হব যদি তুই তোর ক্রিয়েটিভিটি একটু কাজে লাগিয়ে এই প্লাটফর্মে সবার সাথে তোর ছবিগুলো শেয়ার করে নিস।।
আমি তোকে অনেক কঠিন ছবি আঁকতে দেখেছি। একটু মন দিয়ে কাজ করতে বস। তোর নিজেরও অনেক লাভ হবে। যত বেশি কঠিন কঠিন জিনিস প্র্যাকটিস করবি ,তত তাড়াতাড়ি হাত আরো পাকাপোক্ত হবে।